ঢাকা ২৩ অগ্রহায়ণ ১৪৩১, রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪

অন্তর্বর্তী সরকারের তিন মাস অন্ধকার থেকে আলোর পথে

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১২:২৬ পিএম
অন্তর্বর্তী সরকারের তিন মাস
অন্ধকার থেকে আলোর পথে

অন্তর্বর্তী সরকারের তিন মাস অতিক্রান্ত হয়েছে। এ রকম সময়সীমার মধ্যে একটা নতুন সরকার কতটা সাফল্য পেল, তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহল থাকে। সরকার নিজেও কতটা সফলতা অর্জন করেছে, জন-আকাঙ্ক্ষা কতটা পূরণ করা গেছে, উপলব্ধি করাটা জরুরি হয়ে পড়ে। এই উপলব্ধির প্রয়োজন হয় মূলত ভবিষ্যতের করণীয় আরও সুষ্ঠুভাবে সম্পাদনার জন্য।

গত ১০ নভেম্বর সরকারের প্রেস সচিব সাংবাদিকদের কাছে যে বিবরণ দেন তাতে দেখা যাচ্ছে, এই ৯০ দিনে সরকার অন্তত পাঁচটি ক্ষেত্রে সাফল্য পেয়েছে। প্রথমত, যে পরিবর্তন ঘটেছে, সেটা হয়েছে শান্তিপূর্ণভাবে। দ্বিতীয়ত, ভঙ্গুর অবস্থা থেকে অর্থনীতিকে সরকার উদ্ধার করছে। তৃতীয়ত, ব্যাপকভাবে বৈশ্বিক সহায়তা পাওয়া গেছে। চতুর্থত, সংস্কারের পথে অগ্রগতি ঘটেছে। পঞ্চমত, প্রাকৃতিক দুর্যোগ, কলকারখানার অস্থিরতা দূর করার চেষ্টা করা হয়েছে। 

একটু বিস্তৃতভাবে বললে, প্রথম সাফল্যটি ইতোমধ্যে দৃশ্যমান। অর্থনৈতিক ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে যে সংকট ছিল, সেই সংকট পুরোপুরি দূর না হলেও স্থিতিশীলতা এসেছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ বেড়েছে। বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতিও আশাব্যঞ্জক। 
দেশের মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত সরকার কী ধরনের সংস্কার করে তা নিয়ে। এই দিকটিতেও সরকারের সাফল্য এখন পর্যন্ত উল্লেখযোগ্যই বলা যায়। ১০টি সংস্কার কমিশন সরকার গঠন করেছে।

 এই মুহূর্তে সব সংস্কার কমিশন কমবেশি সংস্কারের কাজে ব্যস্ত রয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংস্কারের অগ্রগতি জানার জন্য ছয়টি কমিশনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক করেছেন। সরকারের প্রতিশ্রুতি অনুসারে ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশনগুলোর খসড়া রূপরেখা জনসাধারণসহ অংশীজনের কাছে তুলে ধরা হবে বলে আমরা আশা করছি। প্রেস সচিব জানিয়েছেন, সংস্কারের বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করবে সরকার। সংস্কারের পথে সরকারের বর্তমান অগ্রযাত্রা অক্ষুণ্ন থাকবে বলে আমরা আশা করছি। 

একটা বিষয় আমরা লক্ষ করেছি, প্রথমে যা আমাদের উদ্বিগ্ন করে তুললেও বর্তমানে অনেকখানি স্থিতিশীলতা এসেছে। সরকারের প্রথম দিনগুলোতে নানা শ্রেণি-পেশার মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রীরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছিল। এতে জনজীবনে, বিশেষ করে রাজধানী ঢাকাতে দেখা দিয়েছিল অস্থিরতা। এখন এই বিষয়টি অনেকটাই স্থিতিশীল হয়ে এসেছে। যদিও শিল্পাঞ্চলগুলোর অস্থিরতা পুরোপুরি দূর হয়নি। বিক্ষোভ, সড়ক অবরোধ চলছেই। সরকার এই সংকট সমাধানের জন্য কার্যকার পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করছি। 

সাফল্য দৃশ্যমান হয়েছে জনপ্রশাসন ক্ষেত্রেও। তবে প্রশাসনকে আরও গতিশীল করা প্রয়োজন। আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়েছে। পুলিশকে শান্তিশৃঙ্খলা রক্ষায় সক্রিয় দেখা যাচ্ছে। এই তিন মাসের একেবারে শুরুতে, অর্থাৎ আগস্ট মাসে যে ভয়াবহ বন্যা হয়েছিল, সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের সহায়তায় সেই বন্যা বেশ ভালোভাবেই মোকাবিলা করতে পেরেছে সরকার।
মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্যও সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। আমদানি খাদ্যপণ্যের শুল্ক হ্রাস, বাজার তদারকি, কম মূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করেছে। মুদ্রাস্ফীতি ঊর্ধ্বগতি খুব দ্রুত না হলেও কমে আসবে বলে সরকার আশা করছে। 

সব মিলিয়ে প্রথম তিন মাসে সরকারের অর্জন আশানুরূপই বলা যায়। তবে এখানেই তারা থেমে থাকতে চাইছে না। বিভিন্ন ক্ষেত্রে কতটা অগ্রগতি হয়েছে, না হলে কেন হয়নি, মন্ত্রণালয়গুলোর কাছ থেকে সেসব জানার উদ্যোগ নিয়েছে। বিষয়টি আমাদের আশাপ্রদ করে তুলছে। জনকল্যাণ সাধনের বিষয়টি যে চলমান একটি প্রক্রিয়া, প্রতি মুহূর্তে একটা অবস্থা থেকে আরও উন্নত স্তরে যাওয়ার চেষ্টা, বাংলাদেশের মতো একটি দেশের জন্য সেটা খুবই জরুরি। সরকারও সেই চেষ্টাটা করে যাচ্ছে। সাংবাদিকদের কাছে প্রেস সচিব নিজেও সে কথা বলেছেন। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে সরকারের এই প্রয়াসকেই আমরা সাধুবাদ জানাই। আমাদের অপেক্ষা সেই নতুন সূর্যোদয়ের, যে সূর্যোদয় অন্ধকার দূর করে আমাদের আলোর পথে নিয়ে যাবে।  

পরিবর্তিত পরিস্থিতিতে অস্থিরতা  শক্ত হাতে মোকাবিলা করুন

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:৩২ এএম
পরিবর্তিত পরিস্থিতিতে অস্থিরতা 
শক্ত হাতে মোকাবিলা করুন

স্বাধীনতার ৫৩ বছরেও মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্মানবোধের জায়গাটি সঠিকভাবে গড়ে ওঠেনি। শ্রেণিবিভেদ প্রতিটি ক্ষেত্রে বিস্তর। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ ফিকে হতে বসেছে। এ দেশের তরুণ প্রজন্ম গত তিন মাস আগে একটি বৃহৎ আন্দোলনে শরিক হয়েছে। দীর্ঘদিনের বিচারহীনতা ও বঞ্চনার সঙ্গে মানুষের প্রত্যাশার মধ্যে ছিল বিস্তর ফারাক। তেমনিভাবে ব্যক্তি ও গোষ্ঠীগত হিংসা-বিদ্বেষ প্রকাশের সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার আকাঙ্ক্ষাও। বিশ্লেষকরা মনে করেন, আমাদের সংস্কৃতিটা এমনভাবে গড়ে উঠেছে, যেখানে জিঘাংসা, হিংসা, পরশ্রীকাতরতা, বিদ্বেষ বা কাউকে ছোট করে অপমান করে তৃপ্তি পাওয়া যায়। এটা সর্বোচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত বিস্তৃত হয়েছে।
 
সামাজিকভাবে আমরা এগুলো কখনো চিহ্নিত করার চেষ্টা করিনি। আমরা সম্প্রতি লক্ষ করেছি, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দাবিদাওয়া নিয়ে সরব বিভিন্ন পক্ষ। এ পর্যন্ত শতাধিক সংগঠনের পক্ষ থেকে হাজারের বেশি দাবিদাওয়া জানানো হয়েছে। বিভিন্ন পেশার মানুষ কখনো বিক্ষোভ, কখনো  রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করেছেন। কোথাও কোথাও যানবাহনসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করা হয়েছে। উদ্দেশ্য পূরণের চেষ্টা হয়েছে মবের মাধ্যমে। তারা মনে করছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন এই সরকারের কাছে দাবি আদায় করার মোক্ষম সময় এটি। ফলে তাদের মধ্যে প্রত্যাশার বিপরীতে হতাশা, পারস্পরিক হিংসা-বিদ্বেষ, নানা পক্ষের উসকানি, সহিংস মনোভাব লক্ষ করা যাচ্ছে। 
সম্প্রতি রাজনৈতিক ও সামাজিক বিরোধ থেকে কাউকে কাউকে পিটিয়ে হত্যা করার খবর গণমাধ্যমে এসেছে।

 সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রেললাইন অবরোধ করেন। সেখানে চলন্ত ট্রেনে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। এতে নারী ও শিশু রক্তাক্ত হন। গত কয়েক দিনে রাজধানীতে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংঘর্ষে লিপ্ত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ক্যাম্পাস, সেই সঙ্গে লুট করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের মূল্যবান জিনিসপত্র। এ ছাড়া দুটি পত্রিকা অফিসের সামনে মব তৈরির চেষ্টা করা হয়েছে। তৌহিদি জনতার নামে জোড়া গরু জবেহ কর্মসূচি পালন করা হয়েছে। সব মিলিয়ে মানুষের মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়েছে বলে সমাজ বিশ্লেষকরা মনে করছেন। শিক্ষাঙ্গনে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। তরুণ প্রজন্ম বইয়ের পরিবর্তে অস্ত্র ও লাঠির শক্তি প্রদর্শনে ব্যস্ত হয়ে পড়েছে। এটা গোটা জাতির জন্য একটা অশনিসংকেত। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রেজাউল করিম মনে করেন, যখন কোনো বিপ্লব হয়, তখন এ রকম পরিস্থিতি দেখা দেয়। সরকারের গতিবিধির ওপর তা নির্ভর করে। গত ১৬ বছরের সবকিছু একটা ধারায় অভ্যস্ত ছিল। নতুন পরিস্থিতিতে হয়তো সবাই সরকারকে সহযোগিতা করছে না। আবার সরকারকে বেকায়দায় ফেলার কৌশল বলেও কেউ কেউ মনে করছেন। এ ধরনের কর্মকাণ্ডকে নিরপেক্ষভাবে দেখলে সব গ্রুপ রাজনৈতিকভাবে প্রভাবিত নাও হতে পারে। তারা সরকারকে দুর্বল মনে করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। সরকারকে শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

টিআইবির প্রতিবেদন  সেবা খাতে ঘুষ ও দুর্নীতি বন্ধ করুন

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮ এএম
টিআইবির প্রতিবেদন 
সেবা খাতে ঘুষ ও দুর্নীতি বন্ধ করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গত মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির কার্যালয়ে সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৩ অনুষ্ঠানে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে টিআইবি জানিয়েছে, বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত হয়েছে পাসপোর্ট, বিআরটিএ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সেবা খাতসমূহ।

 শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, ভূমি, কৃষি, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, বিচারিক খাতসহ ১৭টি সুনির্দিষ্ট খাতের ওপর বিস্তারিত তথ্য সংগ্রহ করে সংস্থাটি। এসব প্রতিষ্ঠান থেকে সেবা নিতে গিয়ে সেবাগ্রহীতা কী ধরনের দুর্নীতির শিকার হন, তা পরিমাপ করতে এ প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। ২০২৩ সালের মে থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত সময়সীমার মধ্যে প্রস্তুতকৃত দুর্নীতিবিষয়ক জরিপে আরও জানা যায়, এই সময়ে সর্বোচ্চ ঘুষ বা নিয়মবহির্ভূত অর্থ আদায়ে বিচারিক সেবা, বিমা ও ভূমিসেবা খাতসমূহ শীর্ষে ছিল। 

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে সার্বিকভাবে দুর্নীতির শিকার ৭০ দশমিক ৯ শতাংশ খানা (পরিবার) এবং ঘুষের শিকার ৫০ দশমিক ৮ শতাংশ পরিবার। সেই সঙ্গে সার্বিকভাবে পরিবারগুলো গড়ে ৫ হাজার ৬৮০ টাকা ঘুষ বা নিয়মবহির্ভূত অর্থ দিতে বাধ্য হয়েছে। যেখানে গড় ঘুষের পরিমাণ সবচেয়ে বেশি বিচারিকসেবা, ভূমিসেবা ও ব্যাংকিং খাতে। জরিপের তথ্য অনুযায়ী, ২০০৯ থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত সেবা খাতে জাতীয় পর্যায়ে মোট ঘুষের ন্যূনতম প্রাক্কলিত পরিমাণ ১ লাখ ৪৬ হাজার ২৫২ কোটি টাকা। 

জরিপে উঠে এসেছে, গ্রামাঞ্চলের পরিবারের তুলনায় শহরাঞ্চলের পরিবারগুলোকে বেশি ঘুষ দিতে হয়েছে এবং সেবা দিতে গিয়ে উচ্চ আয়ের তুলনায় নিম্ন আয়ের পরিবার তাদের বার্ষিক আয়ের অপেক্ষাকৃত বেশি অংশ ঘুষ দিতে বাধ্য হয়েছে। এটা নিম্ন আয়ের মানুষের ওপর অতিরিক্ত বোঝার সৃষ্টি করেছে, যা বিগত সরকারের দুর্নীতি প্রতিরোধে দুর্বলতা হিসেবে প্রকাশ পেয়েছে। 

নারী সেবাগ্রহীতাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও শিক্ষা খাতে উল্লেখযোগ্য হারে বেশি দুর্নীতির শিকার হওয়ার ফলে এসব খাতে নারীদের অংশগ্রহণকে নিরুৎসাহিত করছে। এতে নারীর উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়েছে। তবে এসব সমস্যা থেকে উত্তরণে ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২৩ সালের মধ্যে সকল পর্যায়ে দুর্নীতি ও ঘুষ কমিয়ে আনার অঙ্গীকার পূরণে সেবা খাতে দ্রুত কার্যকর কিছু পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে টিআইবি। উল্লেখযোগ্য পদক্ষেপগুলো হলো- সেবা খাতে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, সেবা পুরোপুরি ডিজিটালাইজড করা, সেবা খাতে হয়রানি বন্ধে গ্রিভেন্স রিড্রেস সিস্টেম (জিআরএস) ও অভিযোগ বাক্স স্থাপন করা এবং অভিযোগগুলো নিয়মিত পর্যালোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। 

অন্য সুপারিশগুলোর মধ্যে সেবাদাতা ও সেবাগ্রহীতার মতামত নেওয়া। বিশেষ করে সেবা খাতের জন্য যুগোপযোগী আচরণবিধি প্রণয়ন। সেবাদাতা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি ও সামাজিক নিরীক্ষা চালুর বিষয় উল্লেখ করা হয়। এ ছাড়া দুর্নীতির বিরুদ্ধে জনগণের সচেতনতা ও অংশগ্রহণ বাড়ানোর জন্য স্থানীয় পর্যায়ে সামাজিক আন্দোলন জোরদার করার সুপারিশ করেছে টিআইবি।

টিআইবি ১৭টি সুনির্দিষ্ট সরকারি-বেসরকারি সেবা খাতের ওপর যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা বিবেচনায় নিতে হবে। সুপারিশগুলোর যথার্থতা মূল্যায়ন করে সে অনুযায়ী সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেবা খাতে ঘুষ ও দুর্নীতি বন্ধে সেবাগ্রহীতার মধ্যে সচেতনতা বাড়ানো ও সামাজিক আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি।

শিক্ষায় অপূরণীয় ক্ষতি  অচলাবস্থা কাটাতে দ্রুত পদক্ষেপ নিন

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ এএম
শিক্ষায় অপূরণীয় ক্ষতি 
অচলাবস্থা কাটাতে দ্রুত পদক্ষেপ নিন

দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থায় এক ধরনের অচলাবস্থা তৈরি হচ্ছে। কখনো প্রাকৃতিক দুর্যোগ আবার কখনো মানবসৃষ্ট কারণে শিক্ষায় ধাক্কা লাগছে প্রতিনিয়ত। শিক্ষার্থীদের মনোজগতে পরিবর্তন, পাঠ্যসূচিতে সংযোজন-বিয়োজন, পরীক্ষা না দেওয়ার প্রবণতা, উচ্চশিক্ষায় সেশনজট, সংক্ষিপ্ত সিলেবাসে পাবলিক পরীক্ষা, অটোপাসসহ নানা কারণে ঘাটতি লক্ষ করা যাচ্ছে। ২০২০ সালে মহামারি করোনায় ব্যাহত হয় প্রায় ৪ কোটি শিক্ষার্থীর পড়ালেখা। ধাপে ধাপে এই অচলাবস্থা কাটানোর চেষ্টা হলেও করোনার ক্ষতিকর প্রভাব এখনো রয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ২০২৪-এর জুলাই আন্দোলনের কারণে শিক্ষায় ব্যাপক ঘাটতি তৈরি হয়েছে। ভয়াবহ বন্যায় দুর্গত জেলাগুলোর শিক্ষা খাতে দেখা দিয়েছে বিপর্যস্ত অবস্থা। সেশনজটের কবলে পড়ে শিক্ষাজীবন দীর্ঘ হয়েছে অনেকের। 

তথ্য অনুযায়ী, ২০২০ সালের ৮ মার্চ করোনা রোগী শনাক্ত হওয়ার পর ১৮ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। সংক্রমণ বাড়লে পর্যায়ক্রমে বাড়ে ছুটিও। সব মিলিয়ে দীর্ঘ ১৮ মাস বন্ধ ছিল সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। জাতিসংঘের সংস্থা ইউনিসেফ জানায়, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা এবং গাণিতিক দক্ষতার ঘাটতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। বিশ্লেষকদের মতে, মহামারির বহুমাত্রিক প্রভাবের মধ্যে শিখন ঘাটতি এবং শিক্ষা থেকে ঝরে পড়ার উচ্চহার ছিল ব্যাপক। 

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে করা বাংলাদেশ এক্সামিনেশন ডেভেলপমেন্ট ইউনিটের সমীক্ষা অনুযায়ী, ৮০ শতাংশ শিক্ষার্থী বাংলায়, ৭৬ শতাংশ শিক্ষার্থী ইংরেজি ও ৬৯ শতাংশ গণিতের প্রত্যাশিত দক্ষতার চেয়ে অনেক পিছিয়ে আছে। অন্তর্বর্তী সরকার নতুন কারিকুলাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। আগামী শিক্ষাবর্ষ থেকে বিভাগ বিভাজন চালু করা হবে বলে জানানো হয়। এ ছাড়া ২০২৪ সালের নবম শ্রেণিতে নতুন কারিকুলাম পড়া শিক্ষার্থীদের জন্য দশম শ্রেণিতে সংক্ষিপ্ত সিলেবাস চালুর কথা উল্লেখ করা হয়। বারবার সিদ্ধান্ত পরিবর্তনে শিক্ষার্থী ও অভিভাবকদের একটি অংশ সমালোচনা করছেন। তাদের দাবি, শিক্ষাব্যবস্থা সংস্কারের জন্য একটি পূর্ণাঙ্গ কমিশন দরকার। 

ঝরে পড়ার পাশাপাশি সেশনজটের কবলে পড়ে শিক্ষাজীবন দীর্ঘ হয়েছে অনেকের। কর্মসংস্থানের অভাবে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে গেছে। অন্যদিকে জুলাই আন্দোলনের কারণেও প্রায় এক মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়। ফলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নির্ধারিত পরীক্ষা নেওয়া যায়নি। এই আন্দোলনের কারণে শিক্ষার্থীদের মনোজগতে পরিবর্তন এসেছে। নানা ঘটনার প্রত্যক্ষদর্শী হওয়ায় একটা অংশের মধ্যে নেতিবাচক প্রবণতা লক্ষ করা গেছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় থেকে প্রান্তিক পর্যায়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হেনস্তার ঘটনাও ঘটে। 

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. এস এম ফায়েজ খবরের কাগজকে বলেন, ছাত্র-শিক্ষকদের ঘাটতি পূরণে চিন্তাভাবনা করতে হবে। এই ঘাটতি কীভাবে পূরণ করা যায় তার উপায় খুঁজে বের করতে হবে। এ জন্য প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। পারস্পরিক সম্পর্ক বাড়াতে হবে। 

বিভিন্ন কারণে দেশে শিক্ষাব্যবস্থায় যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা দূর করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, এ কথা মাথায় রেখেই সামগ্রিক শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। বিদ্যমান শিক্ষাব্যবস্থাকে আনন্দপূর্ণ করে গড়ে তুলতে হবে। যাতে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পায়। আশা করছি, অন্তর্বর্তী সরকার সাম্প্রতিক সময়ের অচলাবস্থা দূর করে শিক্ষার গুণগত মান বজায় রাখতে সক্ষম হবে।

বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন বিদ্যমান পরিস্থিতির উন্নয়নে উদ্যোগ নিন

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ এএম
বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন
বিদ্যমান পরিস্থিতির উন্নয়নে উদ্যোগ নিন

৫ আগস্টের পর থেকে বাংলাদেশ ও ভারতের দীর্ঘ ঐতিহাসিক সম্পর্কে টানাপোড়েন চলছে। এই সম্পর্ক কীভাবে স্বাভাবিক হবে, তা নিয়ে চলছে নানা আলোচনা। তবে এ অবস্থা বেশি দিন থাকবে না। দিন শেষে দুই দেশের সম্পর্কের কালো মেঘ কেটে যাবে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। ঢাকা ও দিল্লির পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে সম্পর্ক স্বাভাবিক করার। কূটনীতিকদের মতে, উভয় দেশের পারস্পরিক প্রয়োজনেই এই সম্পর্ককে স্বাভাবিক করা দরকার। কিন্তু দুই দেশের মধ্যে একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি এই সংকটকে ক্রমেই অবিশ্বাস আর অনাস্থার দিকে ঠেলে দিচ্ছে। 

মাঝখানে তৃতীয় পক্ষও সুযোগ নেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন নিয়ে বহির্বিশ্বে বিভিন্ন প্রতিষ্ঠান অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশেরে সহকারী হাইকমিশনে গত সোমবার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

এই হামলার ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। অন্যদিকে দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে দুই দেশের মধ্যে আলোচনার পথ আরও কঠিন হয়ে পড়ছে। অথচ অর্থনৈতিক ও ভৌগোলিক কারণে বাংলাদেশ ও ভারত একে অপরকে ছাড়া চলা কঠিন। এ অবস্থায় দুই দেশের জনগণের মধ্যেও অস্থিরতা সৃষ্টি হচ্ছে। দুই দেশের মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে আলোচনা-সমালোচনা কম হচ্ছে না। এতে জল আরও ঘোলা হচ্ছে। জনগণের পারস্পরিক মেলবন্ধন ও দীর্ঘদিনের যে ঐতিহ্য রয়েছে, তাতেও এর প্রভাব পড়ছে। 

ঢাকা-দিল্লি সম্পর্কের এই জটিল সমীকরণের মধ্যেই এই মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় শুরু হচ্ছে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ে নিয়মিত বৈঠক। এই বৈঠকে কিছুটা আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা। বৈঠকে অনেক সমস্যার কথা উঠে আসবে এবং ভুল-বোঝাবুঝির অবসান হবে। এতে পারস্পরিক আস্থা আরও বাড়বে, যা আগামী দিনে এই সম্পর্ককে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনবে বলে মনে করছেন কূটনীতিকরা। বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে বিভিন্ন পর্যায়ে রদবদল হয়েছে। এক কথায় দেশে বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে। তাই এখন ‘ওয়েট অ্যান্ড সি’ নীতিতে চলছে ভারত। 

কূটনীতিকরা বলছেন, দুই সরকারের বাইরে থেকে নানা ধরনের অপপ্রচার ও পরস্পরবিরোধী উসকানি আসছে, যা উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। যদিও সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে কূটনৈতিক উদ্যোগের যথেষ্ট দক্ষতা ও পেশাদারির অভাব আছে। সম্পর্কোন্নয়নের কূটকৌশলে অনেক ধরনের উপায় আছে। কাজেই কোনটি এখন দরকার এবং কীভাবে উত্তেজনা কমিয়ে এনে পারস্পরিক আস্থা তৈরি করা যায়, সে বিষয়ে উদ্যোগ নিতে হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আঞ্চলিক সংস্থা সার্ককে কার্যকর করতে চান। এ ক্ষেত্রে ভারতও সার্কের গুরুত্বপূর্ণ সদস্য। ফলে সার্ককে কার্যকর করতে হলে ভারতকে সঙ্গে রাখতে হবে। সমতা ও সম্মানের ভিত্তিতে সব দেশের সঙ্গে সম্পর্ক রাখার কথা বলেন প্রধান উপদেষ্টা। 

সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবীর খবরের কাগজকে বলেন, ঢাকা-দিল্লি সম্পর্কের ক্ষেত্রে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, তা আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে। এই মুহূর্তে দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার যথেষ্ট ঘাটতি আছে। আমরা ভারতকে সম্মান করি, তাদের উচিত বাংলাদেশকে সম্মান জানানো। পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হবে। ভারতকে বাংলাদেশের জনগণের চাহিদা বুঝতে হবে। দুই দেশের অভ্যন্তরীণ বিষয়ে বেশি উত্তেজনা সৃষ্টি করলে সম্পর্কে বাধা আসবেই। তবে দুই দেশের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ে যে বৈঠক হতে যাচ্ছে, তাতে উত্তেজনা কমতে পারে। এ ধরনের আলোচনা ঘন ঘন চলতে থাকলে সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে। 

ভারত নিকটতম প্রতিবেশী বৃহত্তর একটি দেশ। এ দেশের স্বাধীনতায় ভারতের অবদানের কথা বিবেচনায় রেখেই সম্পর্কোন্নয়নে গুরুত্ব দিতে হবে। ভারতকেও মনে রাখতে হবে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। কাজেই দুই দেশের সম্পর্ক সমমর্যাদার ভিত্তিতেই হওয়া উচিত। ছোট দেশ হিসেবে বাংলাদেশকে অবমূল্যায়ন করার সুযোগ নেই। আমরা প্রত্যাশা করি, প্রতিবেশী দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতাই হোক সম্পর্কের মূল ভিত্তি।

 

দুর্নীতির শ্বেতপত্র পাচার করা অর্থ ফিরিয়ে আনুন

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬ এএম
দুর্নীতির শ্বেতপত্র
পাচার করা অর্থ ফিরিয়ে আনুন

যেকোনো দেশের মূল প্রাণপ্রবাহ হচ্ছে তার অর্থনীতি। জীবন-জীবিকার এই প্রবাহ ক্ষীণ হয়ে গেলে দেশ হয়ে পড়ে রক্তশূন্য। জনজীবন ও রাষ্ট্রে নেমে আসে বিপর্যয়। বিগত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে বাংলাদেশে এমনটিই ঘটেছে। গত রবিবার অর্থনীতির শ্বেতপত্র প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এ তথ্য। ৩৯৭ পৃষ্ঠার শ্বেতপত্রে সব মিলিয়ে ২২টি ক্ষেত্রের ওপর আলোকপাত করা হয়েছে। 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদনটি হস্তান্তরের মুহূর্তে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন, এই সময়ে পাচার হয়েছে ২৩ হাজার ৪০০ কোটি ডলার। টাকার হিসাবে ২৮ লাখ কোটি টাকা। সেই হিসাবে প্রতিবছর গড়ে পাচার হয়েছে ১ লাখ ৮০ হাজার কোটি টাকা। দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা এবং আর্থিক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত কুশীলবরা এ কাজটি করেছেন। গড়ে তুলেছেন দুর্নীতির ভয়াবহ চক্র। পুঁজিবাদের পৃষ্ঠপোষকতায় জন্ম হয়েছে অলিগার্কদের। তাদের লুণ্ঠন, লুটপাট ও পাচার এমন মাত্রায় ঘটেছে যে প্রধান উপদেষ্টা সেটা জেনে নিজেই আতঙ্কিত হয়ে পড়েছেন।

খবরের কাগজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মূল প্রকল্পের সঙ্গে অতিরিক্ত উপাদান যোগ করে, জমির দাম বেশি দেখিয়ে, কেনার ক্ষেত্রে হেরফের করে এবং কর অব্যাহতি দিয়ে ব্যয় প্রায় ৭০ শতাংশ বাড়ানো হয়েছে। বর্ধিত এই ব্যয়ের ৪০ শতাংশ অর্থ লুটপাট করেছেন আমলারা। অবশিষ্ট ৬০ শতাংশ অসৎ রাজনীতিবিদ ও মধ্যস্থতাকারী ব্যবস্থাপক বা নিয়ন্ত্রণকারী সংস্থার ক্রীড়নকরা আত্মসাৎ করেছেন। তারা এই অর্থের প্রায় সবটাই পাচার করেছেন বিদেশে। প্রতিবেদনে হিসাব করে দেখানো হয়েছে, প্রতিবছর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৪ শতাংশ পরিমাণ অর্থ পাচার হয়েছে। পাচার করা অর্থ দিয়ে বিদেশে কেনা হয়েছে বিলাসবহুল বাড়ি এবং বিনিয়োগ করা হয়েছে বিভিন্ন ধরনের ব্যবসায়। পাচারের অভয়ারণ্য হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারতসহ বেশ কিছু ছোট দেশে পাচারকারীরা গড়ে তুলেছেন নিজস্ব সাম্রাজ্য। 

পাচারের এই ভয়াবহ চিত্রটি শুধু লুটপাট নয়, আরও বেশ কিছু বিষয় আমাদের সামনে নিয়ে আসে। যারা টাকা পাচার করেছেন তাদের কাছে দেশ বা দেশপ্রেম কখনো গুরুত্ব পাননি। নীতি-নৈতিকতার পরিবর্তে ব্যক্তিগত স্বার্থ ও পরিবার তাদের কাছে প্রাধান্য পেয়েছে। দেশের সম্পদ বিদেশে নিয়ে যাওয়ার মতো অপরাধও তারা করেছেন। নিজের দেশকে সম্পদশূন্য করার এই প্রবণতা একদিকে যেমন বেআইনি, অমানবিক; তেমনি উন্নয়নের প্রতিবন্ধক। উন্নয়নের যে প্রচার দেখা গেছে, তা ছিল আসলে ‘ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট’ ধরনের মতো বিষয় অর্থাৎ আইওয়াশ। প্রতিবেদনের আরেকটি যে দিক আমাদের নজরে এসেছে তাও মারাত্মক। বিদেশি ঋণ যত এসেছে তার দ্বিগুণ পাচার হয়ে গেছে। একেবারে সাদা চোখে দেখলেও বোঝা যায়, এভাবে অর্থ পাচারের ফলে বাংলাদেশ নানা দিক থেকে বঞ্চিত হয়েছে। শুধু কর অব্যাহতির পরিমাণ অর্ধেকে নামিয়ে আনা গেলে শিক্ষা বাজেট দ্বিগুণ ও স্বাস্থ্য বাজেট তিন গুণ করা যেত। অথচ এই খাতগুলো ধুঁকছে। 

এই প্রেক্ষাপটে এখন আমাদের কী করণীয়, সেটা বিলক্ষণ বোঝা যায়। পাচারের যে চক্র গড়ে উঠেছিল, ভবিষ্যতে সেটা আর দেখতে চাই না। যেকোনো উপায়ে পাচার করা অর্থ ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। কাজটি কঠিন, তবে অসম্ভব নয়। আর কিছু না হোক, ফিরিয়ে আনার আন্তরিক উদ্যোগটুকু আমরা দেখতে চাই। পাচার করা অর্থ ফিরিয়ে আনা গেলে রক্তশূন্যতায় কঙ্কাল হয়ে যাওয়া অর্থনীতিতে প্রাণপ্রবাহের সঞ্চার হবে।