ঢাকা ৫ চৈত্র ১৪৩১, বুধবার, ১৯ মার্চ ২০২৫
English

ভুয়া বিজ্ঞপ্তি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জিডি

প্রকাশ: ২৮ মে ২০২৪, ০৮:০২ পিএম
ভুয়া বিজ্ঞপ্তি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জিডি
জাতীয় বিশ্ববিদ্যালয়

‘পরীক্ষার কারণে ঘূর্ণিঝড় স্থগিত’ শিরোনামে ভাইরাল ভুয়া বিজ্ঞপ্তি নিয়ে সাধারণ ডায়েরি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়সংক্রান্ত সব তথ্য জানার জন্য ওয়েবসাইট অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আতাউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রতারণামূলক সংবাদ বিজ্ঞপ্তি প্রচার বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে গাজীপুরের গাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি নং- ১৪০৮) করা হয়েছে। ঘূর্ণিঝড় রিমাল দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানার বিষয়ে আবহাওয়া সংবাদ সম্পর্কে অবহিত হয়ে পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে জাতীয় বিশ্ববিদ্যালয় গত ২৬ মে রবিবারের স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়। এই বিজ্ঞপ্তি সব গণমাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু সাইবার অপরাধীদের একটি সংঘবদ্ধ চক্র বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করার হীন প্রয়াসে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই সংবাদকে বিকৃত করে প্রচার চালিয়েছে। যার সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়-সম্পর্কিত সব তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) অনুসরণ করার জন্য আহ্বান করা হয়েছে। 

এসএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ, পেছাল গণিত পরীক্ষা

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৫:২৩ পিএম
আপডেট: ১৯ মার্চ ২০২৫, ০৫:৪৭ পিএম
এসএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ, পেছাল গণিত পরীক্ষা
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। ছবি- সংগৃহীত

২০২৫ সালের এসএসসি ও সমমানের গণিত  বিষয়ের পরীক্ষা পেছানো হয়েছে। গণিত বিষয়ের এ পরীক্ষা আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ জন্য নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড নতুন এই রুটিন প্রকাশ করেছে।

এর আগে গণিত বিষয়ের পরীক্ষা ২০ এপ্রিল ইস্টার সানডের ছুটির দিনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নানা আলোচনার পর ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড গণিতের পরীক্ষা পিছিয়ে নতুন রুটিন প্রকাশ করেছে।

মঙ্গলবার (১৯ মার্চ) প্রকাশিত ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সংশোধিত রুটিন অনুযায়ী ২০২৫ সালের এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১০ এপ্রিল থেকে। এ পরীক্ষা শেষ হবে ১৩ মে। তত্ত্বীয় পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

২০২৫ সালের এসএসসি পরীক্ষার নতুন রুটিন নিচে দেওয়া হলো-

২০২৫ সালের এসএসসির ব্যবহারিক পরীক্ষা আগামী ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। নিচে এসএসসির ব্যবহারিক পরীক্ষার সূচি দেওয়া হলো-

২০২৫ সালের এসএসসি পরীক্ষার নতুন রুটিন দেখতে এখানে ক্লিক করুন।

কবীর

ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৭ম পর্ব, এইচএসসি ভূগোল ১ম পত্র

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৮:০০ পিএম
ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৭ম পর্ব, এইচএসসি ভূগোল ১ম পত্র
জ্বালামুখে বৃষ্টির পানি সঞ্চিত হয়ে হ্রদের সৃষ্টি হয় মৃত আগ্নেয়গিরিতে। প্রতীকী ছবি- সংগৃহীত

তৃতীয় অধ্যায়: ভূমিরূপ পরিবর্তন

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকের আলোকে ৮০ ও ৮১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

ব্রহ্মপুত্র নদী তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তি হয়ে ভারতের অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে পাঁচটি নদীর পানি সংগ্রহ করে কুড়িগ্রাম জেলার মাজাহরালীতে দক্ষিণ দিকে মোড় নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

৮০। উদ্দীপকের পাঁচটি নদী কোন নদী ব্যবস্থার সৃষ্টি করেছে?
ক) গঙ্গা-ব্রহ্মপুত্র       খ) ব্রহ্মপুত্র-পদ্মা
গ) মেঘনা-ব্রহ্মপুত্র    ঘ) ব্রহ্মপুত্র-যমুনা

৮১। উদ্দীপকের নদীটি প্রবাহপথে যে নদীগুলোর পানি সংগ্রহ করে-
i. ডিহঙ্গ ii. লুহিত 
iii.আত্রাই
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii     খ) ii ও iii
গ) i ও iii     ঘ) i, ii ও iii

৮২। কোন অঞ্চলে দিন ও রাতের তাপের ব্যাপক পার্থক্য হয়ে থাকে?
ক) মেরু    খ) সুমেরু
গ) মরু     ঘ) বিষুবীয়

৮৩। হাওয়াই দ্বীপের উৎপত্তি হয় কীভাবে?
ক) ভূমিকম্পের কারণে    খ) অগ্ন্যুৎপাতের ফলে
গ) প্লেটের সঞ্চালনে         ঘ) সমুদ্রতলের উত্থানে

নিচের উদ্দীপকটি পড়ে এবং ৮৪ ও ৮৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

রহিম ও করিম অফিসে কাজ করতে গিয়ে লক্ষ করল টেবিল, চেয়ার মৃদু কাঁপছে। তারা তাড়াতাড়ি অন্যদের সতর্ক করে রাস্তায় গিয়ে দাঁড়াল।

৮৪। রহিম ও করিম যে বিষয়টি অনুভব করলেন তা কোন ধরনের পরিবর্তনের ফলে সৃষ্টি হয়?
ক) ধীর পরিবর্তন               খ) আকস্মিক পরিবর্তন
গ) মহীভাবক আলোড়ন    ঘ) গিরিজনি আলোড়ন

৮৫। উদ্দীপকের অবস্থার ফলে ভূত্বকে  কী হতে পারে-
i. ফাটল ii. চ্যুতি 
iii. সমভূমি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii      খ) i ও iii
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

আরো পড়ুন : ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ষষ্ঠ পর্ব

৮৬। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় নির্গত পদার্থগুলো হলো-
i. লাভা ii. পাথর খণ্ড 
iii. বাষ্প
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii     খ) ii ও iii
গ) i ও iii     ঘ) i, ii ও iii

৮৭। কর্ণফুলী নদীর উৎপত্তি কোথায়?
ক) গাঙ্গোত্রী হিমবাহে    
খ) মানস সরোবরে
গ) নাগা-মনিপুর পাহাড়ে    
ঘ) আসামের লুসাই পাহাড়ে

৮৮। কোন অঞ্চলে সর্বাধিক যান্ত্রিক বিচূর্ণীভবন সংঘটিত হয়?
ক) মালভূমিতে    খ) মরুভূমিতে
গ) সমভূমিতে     ঘ) নিরক্ষীয় অঞ্চলে

৮৯। জ্বালামুখে বৃষ্টির পানি সঞ্চিত হয়ে হ্রদের সৃষ্টি হয় কোন ধরনের আগ্নেয়গিরিতে?
ক) মৃত        খ) সুপ্ত
গ) সক্রিয়    ঘ) জীবন্ত

উত্তর: ৮০. ঘ, ৮১. ক, ৮২.গ, ৮৩. খ, ৮৪. খ, ৮৫. ক, ৮৬. ঘ, ৮৭. ঘ, ৮৮. খ, ৮৯. ক।

লেখক : প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা 

কবীর

তাহারেই পড়ে মনে কবিতার ৪টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ৫ম পর্ব, এইচএসসি বাংলা ১ম পত্র

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৭:০০ পিএম
তাহারেই পড়ে মনে কবিতার ৪টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ৫ম পর্ব, এইচএসসি বাংলা ১ম পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ

কবিতা : তাহারেই পড়ে মনে 

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর 

প্রশ্ন-৪৭. গঠনরীতির দিক থেকে ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কেমন?
উত্তর: গঠনরীতির দিক থেকে ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি সংলাপনির্ভর।

প্রশ্ন-৪৮. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কয়টি ফুলের কথা উল্লেখ করেছেন?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি তিনটি ফুলের কথা উল্লেখ করেছেন।

আরো পড়ুন : তাহারেই পড়ে মনে কবিতার ১৮টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ৪র্থ পর্ব

প্রশ্ন-৪৯. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কয়টি ঋতুর কথা বলা হয়েছে?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় দুটি ঋতুর কথা বলা হয়েছে।

প্রশ্ন-৫০. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কয়টি চরিত্র রয়েছে?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় দুটি চরিত্র রয়েছে।

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা

কবীর

জেএসটি গুচ্ছভুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর: ব্যবসায় নীতি ও প্রয়োগ, পর্ব-২৩

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৪:০০ পিএম
আপডেট: ১৯ মার্চ ২০২৫, ০৪:০০ পিএম
জেএসটি গুচ্ছভুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর: ব্যবসায় নীতি ও প্রয়োগ, পর্ব-২৩
শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিচ্ছে। ছবি- সংগৃহীত


জেএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘সি’ ইউনিট - ব্যবসায় নীতি ও প্রয়োগ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২১। আমাদের দেশে শেয়ার বাজার প্রথম প্রতিষ্ঠিত হয়-
(ক) ১৯৭০ সালে    (খ) ১৯৫৪ সালে    
(গ) ১৯৮০ সালে    (ঘ) ১৯৭২ সালে    
(ঙ) ১৯৯০ সালে 

উত্তর: (খ) ১৯৫৪ সালে।

২২। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট হলো-
(ক) ৫.৫%    (খ) ৬%    
(গ) ৫%    (ঘ) ১০%    
(ঙ) ৯% 

উত্তর: (ঘ) ১০%।

২৩। বর্তমানে বাংলাদেশে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা-
(ক) ৫টি    (খ) ৭টি    
(গ) ৪টি    (ঘ) ৬টি    
(ঙ) ৩টি

উত্তর: (গ) ৪টি।

২৪। কোন শর্তসাপেক্ষে একজন অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিকে ফার্মের অংশীদার বানানো হয়?
(ক) মুনাফা দেওয়ার শর্তে    
(খ) দায় গ্রহণের শর্তে    
(গ) সুনামের শর্তে
(ঘ) বাড়তি যোগ্যতার শর্তে    
(ঙ) মূলধন সরবরাহের শর্তে 

উত্তর: (ক) মুনাফা দেওয়ার শর্তে।

আরো পড়ুন : জেএসটি গুচ্ছভুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ৬টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর: ব্যবসায় নীতি ও প্রয়োগ, পর্ব-২২

২৫। নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে সঠিক বক্তব্য নয়?
(ক) এটি ঋণদান করার আগে ঋণগ্রহীতার চরিত্র, মূলধন ও জামানত সম্পর্কে গুরুত্বসহকারে বিবেচনা করে
(খ) এটি চলতি, সঞ্চয়ী ও স্থায়ী আমানত গ্রহণ করে
(গ) এটি জনগণের মধ্যে সঞ্চয় প্রবণতা সৃষ্টি করে
(ঘ) এটি প্রধানত দীর্ঘমেয়াদি ঋণদান করে
(ঙ) ঋণের টাকা কোথায় বিনিয়োগ হচ্ছে সে  সম্পর্কে খোঁজখবর নেয়

উত্তর: (ঘ) এটি প্রধানত দীর্ঘমেয়াদি ঋণদান করে।

২৬। একটি ব্যাংকের আয়ের প্রধান উৎস হলো-
(ক) কমিশন     (খ) সুদ     
(গ) লভ্যাংশ     (ঘ) বিবিধ     
(ঙ) সার্ভিস চার্জ 

উত্তর: (খ) সুদ।

২৭। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম- 
(ক) ব্যাংক অব আমেরিকা     
(খ) স্টেট ব্যাংক অব আমেরিকা     
(গ) ফেডারেল রিজার্ভ সিস্টেম 
(ঘ) সেন্ট্রাল ব্যাংক অব ইউএসএ    
(ঙ) আমেরিকান ব্যাংক

উত্তর: (গ) ফেডারেল রিজার্ভ সিস্টেম।

লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

কবীর

পরিবেশ দূষণ ও তার প্রতিকার বিষয়ক প্রবন্ধ রচনা, ২য় পর্ব, এসএসসি বাংলা ২য় পত্র

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০২:২৩ পিএম
পরিবেশ দূষণ ও তার প্রতিকার বিষয়ক প্রবন্ধ রচনা, ২য় পর্ব, এসএসসি বাংলা ২য় পত্র
কারখানার আবর্জনা ও রঙ খাল ও নালায় ফেলায় এর পানি দূষিত হয়। প্রতীকী ছবি- সংগৃহীত

প্রবন্ধ রচনা

পরিবেশ দূষণ ও তার প্রতিকার

(গত ১৮ মার্চ প্রকাশের পর)

৩. পরিবেশ আদালত স্থাপন: দেশকে অধিকতর বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সরকার আরও যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তন্মধ্যে রয়েছে পরিবেশ আদালত স্থাপন। এ আদালতে পরিবেশ দূষণজনিত সব অপরাধের দ্রুত বিচার সম্পন্ন করা হবে। প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রাম নগরীসহ ছয়টি বিভাগীয় শহরে পরিবেশ আদালতের কার্যক্রম শুরু হয়েছে। 

৪. বায়ুদূষণ পরিমাপক যন্ত্র: পরিবেশ মন্ত্রণালয় কর্তৃক ঢাকায় ‘কন্টিনিউয়াস এয়ার মনিটরিং স্টেশন’ (সিএএমএস) নামক বায়ুদূষণ পরিমাপক যন্ত্র স্থাপন করা হয়েছে। এ যন্ত্রের মাধ্যমে বায়ুদূষণের মাত্রা জানা যাবে এবং যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে। 

আরো পড়ুন : পরিবেশ দূষণ ও তার প্রতিকার বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব

৫. অন্যান্য পদক্ষেপ: জীববৈচিত্র্য সংরক্ষণের প্রধান উপায় জলাভূমি রক্ষার পদক্ষেপ হিসেবে গুলশান, বারিধারার লেক এবং আশুলিয়ার জলাভূমি রক্ষার জন্য সরকার সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাহাড় কাটা বন্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। ইটের ভাটায় কাঠ ব্যবহার নিষিদ্ধ হয়েছে এবং ভাটা থেকে উদগীড়িত ধোঁয়া নিয়ন্ত্রণের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বুড়িগঙ্গাসহ সারা দেশে নদী দূষণ বন্ধ করার জন্য নেওয়া হয়েছে কার্যকর পদক্ষেপ।

উপসংহার: পরিবেশ দূষণ পরিবেশের ভারসাম্য তথা মানবজাতির জন্য এক মারাত্মক হুমকিস্বরূপ। এ ব্যাপারে সারা বিশ্বের মানুষের সচেতনতা প্রয়োজন। আমাদের মতো উন্নয়নশীল দেশে এ সমস্যা আরও প্রকট। পরিবেশ দূষণ মানবসভ্যতার জন্য এক ভয়ংকর বিপদ নিয়ে আসে। জাতির বৃহত্তর স্বার্থে তথা অস্তিত্ব রক্ষার প্রশ্নে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা নেওয়া একান্ত অপরিহার্য। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে যেকোনো মূল্যে পরিবেশদূষণ রোধ করা প্রয়োজন। কবি সুকান্ত ভট্টাচার্যের ভাষায় আমাদেরও বলা উচিত- 

‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।’

লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

কবীর