
শূন্যস্থান পূরণ করো
৮. মানুষ তার পরিবেশকে --- করতে পারে।
উত্তর: মানুষ তার পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারে।
৯. মানুষ আগুন জ্বালানো ও নিয়ন্ত্রণ করা শিখেছে প্রায় --- বছর আগে।
উত্তর: মানুষ আগুন জ্বালানো ও নিয়ন্ত্রণ করা শিখেছে প্রায় ৫০ বছর আগে।
১০. --- উদ্ভাবনের উৎস।
উত্তর: প্রয়োজনবোধ উদ্ভাবনের উৎস।
১১. আধুনিক প্রযুক্তির সবচেয়ে বড় বিস্ময় হলো---।
উত্তর: আধুনিক প্রযুক্তির সবচেয়ে বড় বিস্ময় হলো তথ্যপ্রযুক্তি।
১২. বিজ্ঞান ও প্রযুক্তি গভীরভাবে---।
উত্তর: বিজ্ঞান ও প্রযুক্তি গভীরভাবে সম্পর্কিত।
১৩. বিজ্ঞানের অগ্রগতি --- ওপর নির্ভরশীল।
উত্তর: বিজ্ঞানের অগ্রগতি প্রযুক্তির ওপর নির্ভরশীল।
১৪. জৈবপ্রযুক্তির একটি দিক হলো---।
উত্তর: জৈবপ্রযুক্তির একটি দিক হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং।
১৫. --- জ্ঞান ও অদক্ষতা নিয়ে প্রযুক্তি ব্যবহার করা উচিত নয়।
উত্তর: অস্পষ্ট জ্ঞান ও অদক্ষতা নিয়ে প্রযুক্তি ব্যবহার করা উচিত নয়।
১৬. --- সাল পর্যন্ত কৃষিপ্রযুক্তির অগ্রগতি ছিল খুব ধীরগতির।
উত্তর: ১৭০০ সাল পর্যন্ত কৃষিপ্রযুক্তির অগ্রগতি ছিল খুব ধীরগতির।
১৭. বিজ্ঞান হচ্ছে মানুষের অর্জিত বিশেষ---।
উত্তর: বিজ্ঞান হচ্ছে মানুষের অর্জিত বিশেষ জ্ঞান।
১৮. কৃষিতে --- ব্যবহারের ফলে সবচেয়ে বড় বিপ্লব ঘটে।
উত্তর: কৃষিতে জৈবপ্রযুক্তি ব্যবহারের ফলে সবচেয়ে বড় বিপ্লব ঘটে।
১৯. বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা --- হতে হবে।
উত্তর: বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা মানবিক হতে হবে।
২০. অনেক সময় প্রযুক্তির ব্যবহার --- পরিণত হয়।
উত্তর: অনেক সময় প্রযুক্তির ব্যবহার নেশায় পরিণত হয়।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রশ্ন: কয়েকটি কৃষিপ্রযুক্তির নাম লিখ।
উত্তর: কয়েকটি কৃষিপ্রযুক্তি নিম্নরূপ :
ট্রাক্টর, পাওয়ার টিলার, অগভীর নলকূপ, লো লিফট পাম্প, উচ্চ ফলনশীল ধান (উফশী), ধান মাড়াই যন্ত্র, ড্রাম সিডার ইত্যাদি।
বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : তুমি যে খাবার খেয়েছ তা কোন কোন প্রযুক্তির ভেতর দিয়ে তোমার কাছে এসেছে তা বর্ণনা করো।
উত্তর: প্রযুক্তির উন্নতির কারণে আমাদের নানারকম খাদ্য উৎপাদন করা সহজতর হয়েছে। বর্তমান যুগ প্রযুক্তিবিদ্যার যুগ। শিল্পক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার অধিক হলেও কৃষিক্ষেত্রে এর ব্যবহার কোনো অংশেই কম নয়। কৃষিক্ষেত্রে প্রযুক্তিকে কাজে লাগিয়ে ইস্পাতের লাঙল, বীজ বোনা ও ফসল কাটার মেশিন আবিষ্কার করা হয়েছে। বিংশ শতাব্দীতে এসে কৃষকরা ইঞ্জিনচালিত মেশিন দ্বারা কৃষিকাজ শুরু করেছে। ট্রাক্টর, পাওয়ার টিলার, বুলডোজার ইত্যাদি ইঞ্জিনচালিত মেশিন প্রযুক্তিরই অবদান। রাসায়নিক সার ও কীটনাশক আবিষ্কারের ফলে কৃষি উৎপাদন অনেক গুণ বেড়েছে। পানি সেচের জন্য দোন, গভীর নলকূপ এবং নদীনালা থেকে পানি তোলার জন্য লো লিফট পাম্প ব্যবহার করা হচ্ছে। এসব কৃষিপ্রযুক্তি কৃষকদের পরিশ্রম অনেক কমিয়ে দিয়েছে। এ ছাড়া জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কৃষিতে জৈবপ্রযুক্তির বিপ্লব ঘটিয়ে বিপুলভাবে ফসল উৎপাদন করা সম্ভব হয়েছে। এসব প্রযুক্তির সাহায্যে আমরা বিভিন্ন খাবার পেয়ে থাকি।
পিয়ারা আক্তার, শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা/আবরার জাহিন