
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮৬. রেওয়ামিল কী?
ক. একটি হিসাব
খ. হিসাবের উদ্বৃত্তের তালিকা
গ. চূড়ান্ত হিসাবের অংশ
ঘ. হিসাবের সহকারী বই
৮৭. নিচের কোনটি স্পর্শনীয় সম্পত্তি?
ক. যন্ত্রপাতি খ. সুনাম
গ. প্রাপ্য নোট ঘ. বিলম্বিত বিজ্ঞাপন
৮৮. হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় হিসাবচক্রের কোন ধাপে?
ক. জাবেদাভুক্তকরণ
খ. খতিয়ানভুক্তকরণ
গ. রেওয়ামিল প্রস্তুতকরণ
ঘ. আর্থিক বিবরণী প্রস্তুতকরণ
৮৯. নিচের কোনটি অস্পর্শনীয় সম্পত্তি?
ক. ব্যাংক জমা খ. প্রাপ্য নোট
গ. ট্রেডমার্ক ঘ. অগ্রিম খরচ
৯০. নিচের কোনটি কাল্পনিক সম্পদ?
ক. প্রাপ্য হিসাব খ. প্রাথমিক খরচ
গ. সুনাম ঘ. ট্রেডমার্ক
৯১. নিচের কোনটি অলীক সম্পত্তি?
ক. ট্রেডমার্ক খ. সুনাম
গ. শেয়ার বাট্টা ঘ. প্যাটেন্ট
৯২. নিচের কোনটি দ্বারা ভবিষ্যতে সুবিধা পাওয়া যায়?
ক. অনুপার্জিত আয় খ. অনিঃশেষিত ব্যয়
গ. প্রাপ্ত আয় ঘ. প্রদেয় ব্যয়
৯৩. নিচের কোনটি প্রতিষ্ঠানের বহির্দায় বৃদ্ধি করে?
ক. ধারে ক্রয়
খ. স্থায়ী সম্পদের অবচয়
গ. আয়কর পরিশোধ
ঘ. প্রদেয় বিলের পরিশোধ
৯৪. প্রাপ্য হিসাব কোন ধরনের সম্পদ?
ক. চলতি খ. স্থায়ী
গ. অস্পর্শনীয় ঘ. অলীক
৯৫. অনুপার্জিত আয় একটি-
ক. আয় খ. দায়
গ. সম্পদ ঘ. স্বত্বাধিকার
৯৬. নিচের কোন কোন হিসাব ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে?
ক. সম্পদ, ব্যয় ও দায় হিসাব
খ. সম্পদ, উত্তোলন ও ব্যয় হিসাব
গ. সম্পদ, উত্তোলন ও আয় হিসাব
ঘ. ব্যয়, দায় ও সম্পদ হিসাব
৯৭. স্বত্ব ধারণা অনুসারে মালিকের সরবরাহ করা মূলধন ব্যবসায়ের-
ক. দায় খ. আয়
গ. ব্যয় ঘ. সম্পদ
উত্তর: ৮৬. খ, ৮৭. ক, ৮৮. গ, ৮৯. গ, ৯০. খ, ৯১. গ, ৯২. খ, ৯৩. ক, ৯৪. ক, ৯৫. খ, ৯৬. খ, ৯৭. ক।
মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা/ আবরার জাহিন