কবিতা : বঙ্গভূমির প্রতি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৬। ‘চিরস্থির কবে নীর, হায় রে, জীবন নদে?’ এখানে ‘নীর’-এর মাধ্যমে কী বোঝানো হয়েছে?
(ক) পরমায়ু (খ) কোকনদ
(গ) অমৃত হ্রদ (ঘ) মক্ষিকা
৩৭। ‘কিন্তু কোন গুণ আছে, যাচিব যে তব কাছে’- এখানে কবি নিজের স্বরূপকে কী হিসেবে চিহ্নিত করেছেন?
(ক) গুণহীন (খ) গুণবান
(গ) গুণধর (ঘ) গুণাধার
৩৮। ‘সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ’ এই পঙ্ক্তির মাধ্যমে কী বোঝানো হয়েছে?
(ক) ভুল করে মনোবাঞ্ছা গোপন করা
(খ) ভুল করে মনোবাঞ্ছা প্রকাশ না করা
(গ) মনের সাধ প্রকাশে ত্রুটি না হওয়া
(ঘ) মনের সাধ প্রকাশে ত্রুটি হওয়া
৩৯। ‘রেখো, মা, দাসের মনে, এ মিনতি করি পদে।’ কবি বঙ্গভূমির মনে ঠাঁই পাওয়ার কথা বলেছেন। কারণ-
(ক) জীবন ক্ষণস্থায়ী (খ) কবি পরবাসী
(গ) পদ্ম জলে ফোটে (ঘ) কবি মরণশীল
৪০। ‘তবে যদি দয়া করো’ এখানে যার কাছে দয়া চাওয়া হয়েছে, সে হলো-
(ক) মক্ষিকা (খ) অমৃত হ্রদ
(গ) বঙ্গভূমি (ঘ) বিদেশ
৪১। ‘যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি’ এখানে ‘অমরতা’ শব্দটিতে কী প্রকাশ পেয়েছে?
(ক) মৃত্যুহীন প্রাণ (খ) অবিনশ্বর আত্মা
(গ) মৃত্যুঞ্জয়ী শরীর (ঘ) অবিনশ্বর দেহ
আরো পড়ুন : বঙ্গভূমির প্রতি কবিতার ১৪টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৮ম পর্ব
৪২। ‘নিজে যারে বড় বলে, বড় সেই নয়,
লোকে যারে বড় বলে, বড় সেই হয়।’ এর সমার্থক পঙ্ক্তি কোনটি?
(ক) জন্মিলে মরিতে হবে (খ) কিন্তু যদি রাখ মনে
(গ) ফুটি যেন স্মৃতি জলে (ঘ) লোকে যারে নাহি ভুলে
৪৩। ‘মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবার চাই।’ এর বিপরীতার্থক পঙ্ক্তি কোনটি?
(ক) জন্মিলে মরিতে হবে (খ) নাহি, মা, ডরি শমনে
(গ) সেই ধন্য নরকুলে (ঘ) জীব-তারা যদি খসে
৪৪। ‘সহায় সম্পদ বল, সকলি ঘুচায় কাল আয়ু যেন পদ্মপত্রে নীর।’ এর সমার্থক পঙ্ক্তি কোনটি?
(ক) হেন অমরতা আমি
(খ) অমর করিয়া বর
(গ) মনের মন্দিরে সদা
(ঘ) চিরস্থির কবে নীর
৪৫। ‘এমন জীবন তুমি করবে গঠন, মরলে হাসবে তুমি, কাঁদবে ভুবন।’ এই পঙ্ক্তির প্রতিফলন নিচের কোন চরণে সর্বাধিক?
(ক) জন্মিলে মরতে হবে
(খ) সেই ধন্য নরকুলে
(গ) অমর কে কোথা কবে
(ঘ) জীবতারা যদি খসে
৪৬। ‘শিথিল মুঠি, কে মা শ্যামা-তুই কি মোদের জন্মভূমি?’ এর সমার্থক পঙ্ক্তি কোনটি?
(ক) কহ, গো, শ্যামা জন্মদে (খ) এ মিনতি করি পদে
(গ) হায় রে, জীবন নদে (ঘ) দেহ দাসে, সুবর দে
উত্তর: ৩৬. ক, ৩৭. ক, ৩৮. ঘ, ৩৯. খ, ৪০. গ, ৪১. ক, ৪২. ঘ, ৪৩. ক, ৪৪. ঘ, ৪৫. খ, ৪৬. ক।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর