ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২, শুক্রবার, ১৩ জুন ২০২৫
English
শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২

Unit-22, Lesson-1-2-এর ১টি প্রশ্নোত্তর, পঞ্চম শ্রেণির ইংরেজি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৭:৩৬ পিএম
Unit-22, Lesson-1-2-এর ১টি প্রশ্নোত্তর, পঞ্চম শ্রেণির ইংরেজি

Seen Passage 

Read the given text and answer the questions (1-4).
Laila and Bithi are friends, but they are very different. Laila likes to run in the park and swim. She is very active. She also likes to talk. Here mother says, ‘Oh, Laila! You’re so talkative.’ On the other hand, Bithi is a quiet person. She doesn’t like running or swimming. She enjoys reading. She especially loves stories about other countries.
1. Match the words of column A with their meaning that is mentioned in the text in column B.
Answer: 
(a+ iii) Talkative - inclined to talk in a great deal.
(b+i) Enjoy - to feel sense or perceive with pleasure.
(c+vii) Especially - to a particular or to an exceptional degree.
(d+ ii) Love - A feeling of deep affection for another person.
(e+iv) Story - a short tale to amuse or instruct the reader.

আস-সাদিক, সিনিয়র শিক্ষক
বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা/আবরার জাহিন

Unit-6: Eat Healthy, Lesson-1-2-এর ১টি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির ইংরেজি

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৪:৫৮ পিএম
Unit-6: Eat Healthy, Lesson-1-2-এর ১টি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির ইংরেজি
ফল ও সবজি সুষম খাদ্য পিরামিডের পরবর্তী স্তরে রয়েছে। প্রতীকী ছবি- সংগৃহীত

Unit-6: Eat Healthy, Lesson-1-2

Unit-6, Lesson-1-2-এর Seen Passage

What food is good food? 
Sometimes the food we like to eat isn’t the healthiest food for us. The Food Pyramid helps us to understand the different food groups, and it tells us how much of each food group we should eat.
Look at the picture of the Food Pyramid. We eat more of the foods at the bottom of the pyramid. What foods do you see at the bottom? These are things made from grain, for example, rice, ruti and bread. Potatoes are not grains, but they are similar. Grains give us energy. 
Fruit and vegetables are in the next level of the pyramid. These are also very important for us. They have vitamins. They help our eyes and our health. On the next level, there are fish, meat, dairy products, beans and lentils. Meat, fish and chicken have protein. Beans and lentils do, too! Dairy products are things like milk and eggs. They help our teeth and bones. Protein and dairy make us strong. Fat and oil are at the top of the Food Pyramid. These make food delicious, but our body does not need very much of them.
Sometimes we can’t get food from all the different food groups. But when we have choices about food, we need to make good choices.        
1. Write only the answer on the answer script.

(a) What is the story about?
(i)  getting introduced to various kinds of foods 
(ii)getting introduced to many pyramids 
(iii) about historical places in Bangladesh  
(iv) about cultural functions of Bangladesh

আরো পড়ুন : Unit-4: Leisure Time, Lesson-1-2-এর ২টি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব
 
(b) Fruit and vegetables are ---- for us.

(i) bad                   (ii)  not good  
(iii)  important      (iv) unimportant

(c) Fruit and vegetables have---.

(i)  vitamins             (ii) iron         
(iii) phosphorus      (iv) carbohydrate

(d) Meat, fish and chicken have--.

(i)  carbohydrate      (ii) fat   
(iii) glucose              (iv) protein

(e) The foods at the bottom of the pyramid are ----.

(i) rice             (ii) ruti  
(iii) bread       (iv)  all stated above

Answer: (a)- i, (b)-iii, (c)-i, (d)-iv, (e)-iv.

লেখক : সিনিয়র শিক্ষক
বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা

কবীর

জীবকোষ ও টিস্যু অধ্যায়ের ২টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, নবম শ্রেণির জীববিজ্ঞান

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৪:৪৯ পিএম
জীবকোষ ও টিস্যু অধ্যায়ের ২টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, নবম শ্রেণির জীববিজ্ঞান
মিয়োসিস পদ্ধতিতে জনন মাতৃকোষের বিভাজন ঘটে। প্রতীকী ছবি- সংগৃহীত

দ্বিতীয় অধ্যায় : জীবকোষ ও টিস্যু

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: দেহকোষ ডিপ্লয়েড কেন? 
উত্তর: বহুকোষী জীবের দেহ গঠনে যেসব কোষ অংশগ্রহণ করে তাদের দেহকোষ বলে। মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহকোষ বিভাজিত হয় এবং এভাবে দেহের বৃদ্ধি ঘটে। বিভিন্ন তন্ত্র ও অঙ্গপ্রত্যঙ্গ গঠনে দেহকোষ অংশ নেয়। দুই সেট ক্রোমোজোমকে ডিপ্লয়েড বলে। দেহকোষে দুই সেট ক্রোমোজোম থাকায় দেহকোষ ডিপ্লয়েড।

আরো পড়ুন : জীবকোষ ও টিস্যু অধ্যায়ের ১৫টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব

প্রশ্ন: জননকোষ হ্যাপ্লয়েড কেন? 
উত্তর: মিয়োসিস পদ্ধতিতে জনন মাতৃকোষের বিভাজন ঘটে এবং জনন কোষ উৎপন্ন হয়। অপত্য জননকোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক থাকে। অর্থাৎ জননকোষ হ্যাপ্লয়েড হয়।

লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল

কবীর

সমান্তরাল সরলরেখা অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, সপ্তম শ্রেণির গণিত

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৪:১৭ পিএম
সমান্তরাল সরলরেখা অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, সপ্তম শ্রেণির গণিত
শিক্ষার্থীরা স্কুলের ক্লাস শেষ করে বাসায় যাচ্ছে। ছবি- সংগৃহীত

অষ্টম অধ্যায় : সমান্তরাল সরলরেখা     

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

অনুশীলনী-৮

৬। দুটি রেখাকে একটি রেখা ছেদ করলে উৎপন্ন অনুরূপ কোণগুলোর বৈশিষ্ট্য হলো-
i. ছেদকের একই পাশে অবস্থিত
ii. ছেদকের বিপরীত পাশে অবস্থিত
iii. কৌণিক বিন্দুগুলো আলাদা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii     খ) i ও iii 
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

৭। জ্যামিতিতে যেসব বিষয়ে আলোচনা করা হয় সাধারণভাবে তাদের কী বলে?
ক) উপাত্ত        খ) প্রতিজ্ঞা 
গ) স্বতঃসিদ্ধ     ঘ) শর্ত

৮। নিচের কোনটি উপপাদ্যের অংশ নয়?
ক) অঙ্কন                খ) উপাত্ত 
গ) বিশেষ নির্বচন     ঘ) সাধারণ নির্বচন

আরো পড়ুন : সমান্তরাল সরলরেখা অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব

৯। সর্বসমের সাংকেতিক চিহ্ন কোনটি?
ক) ॥     খ) ∆
গ) ≅     ঘ) >

১০। সমান্তরালের সাংকেতিক চিহ্ন কোনটি?
ক) ∆    খ) ॥
গ) =     ঘ) >

১১। সম্পাদ্যে যা দেওয়া থাকে তাকে কী বলে?
ক) প্রমাণ      খ) উপাত্ত
গ) প্রতিজ্ঞা     ঘ) অঙ্কন

উত্তর: ৬. খ, ৭. খ, ৮. খ, ৯. গ, ১০. খ, ১১. খ।

লেখক : সহকারী শিক্ষক 
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ 

কবীর

বঙ্গভূমির প্রতি কবিতার ১১টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৯ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৩:১০ পিএম
বঙ্গভূমির প্রতি কবিতার ১১টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৯ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা
শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে বের হয়ে প্রশ্ন নিয়ে গ্রুপ ডিসকাশন করছে। ছবি- সংগৃহীত

কবিতা : বঙ্গভূমির প্রতি

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৬। ‘চিরস্থির কবে নীর, হায় রে, জীবন নদে?’ এখানে ‘নীর’-এর মাধ্যমে কী বোঝানো হয়েছে? 
(ক) পরমায়ু        (খ) কোকনদ 
(গ) অমৃত হ্রদ     (ঘ) মক্ষিকা

৩৭। ‘কিন্তু কোন গুণ আছে, যাচিব যে তব কাছে’- এখানে কবি নিজের স্বরূপকে কী হিসেবে চিহ্নিত করেছেন? 
(ক) গুণহীন    (খ) গুণবান
(গ) গুণধর     (ঘ) গুণাধার

৩৮। ‘সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ’ এই পঙ্‌ক্তির মাধ্যমে কী বোঝানো হয়েছে? 
(ক) ভুল করে মনোবাঞ্ছা গোপন করা
(খ) ভুল করে মনোবাঞ্ছা প্রকাশ না করা
(গ) মনের সাধ প্রকাশে ত্রুটি না হওয়া
(ঘ) মনের সাধ প্রকাশে ত্রুটি হওয়া

৩৯। ‘রেখো, মা, দাসের মনে, এ মিনতি করি পদে।’ কবি বঙ্গভূমির মনে ঠাঁই পাওয়ার কথা বলেছেন। কারণ-
(ক) জীবন ক্ষণস্থায়ী    (খ) কবি পরবাসী
(গ) পদ্ম জলে ফোটে    (ঘ) কবি মরণশীল

৪০। ‘তবে যদি দয়া করো’ এখানে যার কাছে দয়া চাওয়া হয়েছে, সে হলো-
(ক) মক্ষিকা    (খ) অমৃত হ্রদ 
(গ) বঙ্গভূমি     (ঘ) বিদেশ 

৪১। ‘যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি’ এখানে ‘অমরতা’ শব্দটিতে কী প্রকাশ পেয়েছে? 
(ক) মৃত্যুহীন প্রাণ      (খ) অবিনশ্বর আত্মা
(গ) মৃত্যুঞ্জয়ী শরীর    (ঘ) অবিনশ্বর দেহ 

আরো পড়ুন : বঙ্গভূমির প্রতি কবিতার ১৪টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৮ম পর্ব

৪২। ‘নিজে যারে বড় বলে, বড় সেই নয়,
লোকে যারে বড় বলে, বড় সেই হয়।’ এর সমার্থক পঙ্‌ক্তি কোনটি?
(ক) জন্মিলে মরিতে হবে    (খ) কিন্তু যদি রাখ মনে
(গ) ফুটি যেন স্মৃতি জলে    (ঘ) লোকে যারে নাহি ভুলে

৪৩। ‘মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবার চাই।’ এর বিপরীতার্থক পঙ্‌ক্তি কোনটি? 
(ক) জন্মিলে মরিতে হবে    (খ) নাহি, মা, ডরি শমনে
(গ) সেই ধন্য নরকুলে        (ঘ) জীব-তারা যদি খসে 

৪৪। ‘সহায় সম্পদ বল, সকলি ঘুচায় কাল আয়ু যেন পদ্মপত্রে নীর।’ এর সমার্থক পঙ্‌ক্তি কোনটি? 
(ক) হেন অমরতা আমি     
(খ) অমর করিয়া বর
(গ) মনের মন্দিরে সদা     
(ঘ) চিরস্থির কবে নীর

৪৫। ‘এমন জীবন তুমি করবে গঠন, মরলে হাসবে তুমি, কাঁদবে ভুবন।’ এই পঙ্‌ক্তির প্রতিফলন নিচের কোন চরণে সর্বাধিক? 
(ক) জন্মিলে মরতে হবে    
(খ) সেই ধন্য নরকুলে
(গ) অমর কে কোথা কবে     
(ঘ) জীবতারা যদি খসে

৪৬। ‘শিথিল মুঠি, কে মা শ্যামা-তুই কি মোদের জন্মভূমি?’ এর সমার্থক পঙ্‌ক্তি কোনটি? 
(ক) কহ, গো, শ্যামা জন্মদে     (খ) এ মিনতি করি পদে 
(গ) হায় রে, জীবন নদে           (ঘ) দেহ দাসে, সুবর দে

উত্তর: ৩৬. ক, ৩৭. ক, ৩৮. ঘ, ৩৯. খ, ৪০. গ, ৪১. ক, ৪২. ঘ, ৪৩. ক, ৪৪. ঘ, ৪৫. খ, ৪৬. ক।

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

কবীর

জীবকোষ ও টিস্যু অধ্যায়ের ১৫টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, নবম শ্রেণির জীববিজ্ঞান

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০২:৩৯ পিএম
জীবকোষ ও টিস্যু অধ্যায়ের ১৫টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, নবম শ্রেণির জীববিজ্ঞান
ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন ও প্রসারণক্ষম বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে। প্রতীকী ছবি- সংগৃহীত

দ্বিতীয় অধ্যায় : জীবকোষ ও টিস্যু

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: মাইক্রোটিউবিউল কী? 
উত্তর: কোষকঙ্কালের প্রোটিন নির্মিত অশাখ, লম্বা ও নলাকার তন্তুকে মাইক্রোটিউবিউল বলে।

প্রশ্ন: মাইক্রোফিলামেন্ট কী? 
উত্তর: কোষকঙ্কালের প্রোটিন নির্মিত অতিসূক্ষ্ম সংকোচনশীল তন্তু কোষের চলনে অংশগ্রহণ করে তাদের মাইক্রোফিলামেন্ট বলে।

প্রশ্ন: সেন্ট্রোজোম কী? 
উত্তর: প্রাণিকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁকা নলাকার বা দন্ডাকার অঙ্গাণু দেখা যায়, তাদের সেন্ট্রিওল বলে। সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে সেন্ট্রোস্ফিয়ার বলে। সেন্ট্রোস্ফিয়ারসহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম বলে।

প্রশ্ন: ক্লোরেনকাইমা কী? 
উত্তর: প্যারেনকাইমা কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে, তখন তাকে ক্লোরেনকাইমা বলে।

প্রশ্ন: অ্যারেনকাইমা কী? 
উত্তর: জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলে।

প্রশ্ন: জটিল টিস্যু কী? 
উত্তর: বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু তৈরি হয় তাকে জটিল টিস্যু বলে।

প্রশ্ন: সিভপ্লেট কী? 
উত্তর: সিভনলের চালুনির মতো রন্ধ্রগুলোকে সিভপ্লেট বলে।

আরো পড়ুন : জীবকোষ ও টিস্যু অধ্যায়ের ১৩টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব

প্রশ্ন: কোমলাস্থি কী? 
উত্তর: কোমলাস্থি এক ধরনের নমনীয় স্কেলিটাল যোজক টিস্যু।

প্রশ্ন: রক্ত কী? 
উত্তর: রক্ত এক ধরনের ক্ষারীয়, ঈষৎ লবণাক্ত এবং লাল বর্ণের তরল যোজক টিস্যু।

প্রশ্ন: লসিকা কাকে বলে?
উত্তর: মানবদেহে বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ জমা হয় তাকে লসিকা বলে।

প্রশ্ন: পেশি টিস্যু কী? 
উত্তর: ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন ও প্রসারণক্ষম বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে।

প্রশ্ন: ঐচ্ছিক পেশি কী?
উত্তর: যে পেশির টিস্যুর সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন হয় তাকে ঐচ্ছিক পেশি বলে।

প্রশ্ন: ত্বক বা চামড়া কী? 
উত্তর: দেহের বাইরের দিকে যে আচ্ছাদনকারী আবরণ থাকে, তাকে ত্বক বা চামড়া বলে।

প্রশ্ন: অন্তঃক্ষরা গ্রন্থি কী? 
উত্তর: নালিবিহীন গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে।

প্রশ্ন: স্টোইন কী? 
উত্তর: স্টেইন হলো বর্ণযুক্ত জৈবযৌগ যা ল্যাবরেটরিতে অণুজীবগুলোর দৃশ্যমান করার জন্য ব্যবহার করা হয়।

লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল

কবীর