
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। ‘বই পড়া’ প্রবন্ধে লেখক লাইব্রেরিকে কীসের উপর স্থান দিয়েছেন?
ক) হাসপাতালের
খ) স্কুল-কলেজের
গ) অর্থ-বিত্তের
ঘ) জ্ঞানী মানুষের
২। ‘স্বশিক্ষিত’ বলতে কী বোঝায়?
ক) সৃজনশীলতা অর্জন
খ) বুদ্ধির জাগরণ
গ) সার্টিফিকেট অর্জন
ঘ) উচ্চশিক্ষা অর্জন
৩। প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কী ছিল?
ক) ভানুসিংহ
খ) রূপকার
গ) বীরবল
ঘ) দূরবীন
৪। প্রমথ চৌধুরী সম্পাদিত সাময়িকীর নাম কী ছিল?
ক) সমাচার দর্পণ
খ) নীল নকশা
গ) সবুজপত্র
ঘ) বাংলা গেজেট
৫। শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটি?
ক) সাহিত্যচর্চা
খ) লাইব্রেরি গড়ে তোলা
গ) খবরের কাগজ পড়া
ঘ) অনুশীলন করা
৬। দর্শনের চর্চা করা যায় কোথায়?
ক) ঘরে খ) স্কুলে
গ) জাদুঘরে ঘ) গুহায়
৭। আমাদের শিক্ষার বর্তমান অবস্থায় মনের হাসপাতাল কোনটি?
ক) গুরুগৃহ খ) স্কুল
গ) লাইব্রেরি ঘ) ফুলের বাগান
৮। মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ শখ কোনটি?
ক) খেলাধুলা খ) উদরপূর্তি
গ) লেখাপড়া ঘ) বই পড়া
৯। কীসের ফল লাভের জন্য আমরা সবাই উদ্বাহু?
ক) পরীক্ষার ফল খ) শিক্ষার ফল
গ) পাসের ফল ঘ) কর্মের ফল
১০। কোন মৃত্যুর রেজিস্ট্রারি রাখা যায় না?
ক) আত্মার খ) দেহের
গ) মানুষের ঘ) মনের
১১। আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি কোথায় পড়েছে?
ক) অর্থে খ) বিজ্ঞানে
গ) শিক্ষায় ঘ) সাহিত্যে
১২। লাইব্রেরি কীসের জন্য দরকার?
ক) সাহিত্যচর্চার জন্য
খ) ধর্মচর্চার জন্য
গ) বিজ্ঞানচর্চার জন্য
ঘ) নীতিচর্চার জন্য
১৩। ‘দর্শনের চর্চা গুহায়, নীতির চর্চা ঘরে।’ কিন্তু সাহিত্যের চর্চা কোথায় হওয়া উচিত?
ক) স্কুলে
খ) কলেজে
গ) জাদুঘরে
ঘ) লাইব্রেরিতে
১৪। ‘আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না।’ বই পড়া প্রবন্ধে লেখকের এ মতামতকে সমর্থন করে নিজের কোন বাক্যটি?
ক) আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নেই
খ) সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত
গ) যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়
ঘ) ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়
১৫। লাইব্রেরিকে স্কুল-কলেজের উপর স্থান দেওয়ার কারণ কী?
ক) বিজ্ঞানচর্চার জন্য
খ) ধর্মীয় চর্চার জন্য
গ) পরীক্ষায় ভালো ফলাফল না করা
ঘ) স্বশিক্ষিত হওয়ার সুযোগ পাওয়ার জন্য
১৬। আমরা জাত হিসেবে কী নই?
ক) অশান্ত খ) শান্ত
গ) শৌখিন গ) অভদ্র
১৭। মন গঙ্গার তোলা জল কোনটি?
ক) ধর্মীয় শাস্ত্র
খ) সাহিত্যিক রচনা
গ) দর্শন-বিজ্ঞান
ঘ) গবেষণা গ্রন্থ
১৮। মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন কে?
ক) লেখক খ) শিক্ষক
গ) বন্ধু ঘ) কবি
১৯। শিষ্যকে বিদ্যার সাধনা অর্জনের জন্য কী করতে হয়?
ক) নোট করতে হয়
খ) নিজে অর্জন করতে হয়
গ) মুখস্থ করতে হয়
ঘ) প্রাইভেট পড়ে অর্জন করতে হয়
২০। বই পড়ার অভ্যাস বাড়াতে হলে কী করা উচিত বলে তুমি মনে করো?
ক) নিয়মিত স্কুলে যাওয়া উচিত
খ) শিক্ষকের আদেশ মেনে নেওয়া উচিত
গ) লাইব্রেরি প্রতিষ্ঠা করা উচিত
ঘ) নিয়মিত বই পড়া উচিত
২১। যে জাতি মনে বড় নয়, সে জাতি কীসে বড় নয়?
ক) ধনে খ) জ্ঞানে
গ) লেখাপড়ায় ঘ) ব্যক্তিত্বে
২২। কারা সবাইকে সমান করতে চেয়েছিলেন?
ক) ডেমোক্রেসির শিষ্যরা
খ) ডেমোক্রেসির গুরুরা
গ) ডেমোক্রেসির নীতি নির্ধারকরা
ঘ) ডেমোক্রেসির সাহিত্যিকরা
২৩। ‘গতাসু’ শব্দের আভিধানিক অর্থ কী?
ক) মৃত
খ) মরণশীল
গ) গতানুগতিক
ঘ) গতকাল
২৪। ‘বই পড়া’ প্রবন্ধটি কোথায় পঠিত হয়েছিল?
ক) একটি লাইব্রেরির বার্ষিক সভায়
খ) একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে
গ) একটি আলোচনা সভায়
ঘ) একটি জনসভায়
২৫। ‘বই পড়া’ প্রবন্ধের মূল উপজীব্য কী?
ক) দেশের ভুল শিক্ষা পদ্ধতি ব্যাখ্যা করা
খ) সাহিত্যচর্চার প্রতি গুরুত্ব আরোপ করা
গ) জনগণকে বই কেনার প্রতি উদ্বুদ্ধ করা
ঘ) ঘরে ঘরে লাইব্রেরি গড়ে তোলা
২৬। কীসের দ্বারা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই-ই দূর হতে পারে?
ক) ব্যবসায় খ) সাহিত্যচর্চা
গ) উপাসনা ঘ) খেলাধুলা
২৭। কী ছাড়া সাহিত্যচর্চার উপায় নেই?
ক) বই কেনা
খ) লাইব্রেরি প্রতিষ্ঠা করা
গ) বইয়ের দোকান দেওয়া
ঘ) বই পড়া
উত্তর: ১. খ ২. ক ৩. গ ৪. গ ৫. ক ৬. ঘ ৭. গ ৮. ঘ ৯. খ ১০. ক ১১. ক ১২. ক ১৩. ঘ ১৪. খ ১৫. ঘ ১৬. গ ১৭. গ ১৮. খ ১৯. খ ২০. গ ২১. খ ২২. খ ২৩. ক ২৪. ক ২৫. খ ২৬. খ ২৭. ঘ।
আতাউর রহমান সায়েম, সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা/আবরার জাহিন