
নমুনা প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: একটি কল্পনানির্ভর গল্প লেখ।
উত্তর: লেখাটি তুমি বানিয়ে লিখতে পারো কিংবা সেটি তোমার আগে থেকে পড়া বা কারও কাছ থেকে শোনা গল্পও হতে পারে। লেখার শুরুতে একটি শিরোনাম দেওয়া হলো-
রাজকুমারী ও ব্যাঙ রাজকুমারী স্বর্ণ দিয়ে বানানো একটা বল নিয়ে খেলতে খুব পছন্দ করত। যেখানেই যেত সেটা সে সঙ্গে করে নিয়ে যেত। একদিন পুকুরে গোসলের সময় বলটা মাটি থেকে গড়িয়ে পানিতে পড়ে যায়। রাজকুমারীর সে কী কান্না! তার অবস্থা দেখে পদ্মপাতায় বসে থাকা একটি ব্যাঙ এসে তাকে শান্ত করার জন্য কথা দিল যে, সে ওই বলটি তার জন্য খুঁজে নিয়ে আসবে। কিন্তু ব্যাঙ একটি শর্ত রাখল। বলল, সে ওই বলটি যদি খুঁজে নিয়ে আসতে পারে তাহলে তাকে প্রাসাদে থাকতে দিতে হবে।
সে রাজকুমারীর সঙ্গে খাবে এবং ঘুমাবে! রাজকুমারী ব্যাঙের শর্তে রাজি হয়ে গেল। ব্যাঙ প্রায় সারা দিন ধরে ডুব-সাঁতার করে অনেক বড় আর গভীর পুকুর তন্নতন্ন করে খুঁজে বের করল রাজকুমারীর স্বর্ণের বল এবং রাজকুমারী বল নিয়ে খুশি মনে প্রাসাদে ফিরে গেল। রাজকুমারী বেমালুম ভুলে গেল তার প্রতিজ্ঞার কথা। অনেকদিন ব্যাঙ প্রাসাদের বাইরে অপেক্ষা করতে লাগল, কখনো যদি আবার রাজকুমারীর দেখা পায়।
এরপর একদিন প্রচণ্ড ঝড়ে চারদিক অন্ধকার হয়ে আসে। অনেক বৃষ্টি আর ভয়ংকর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ব্যাঙ অসুস্থ হয়ে পড়ে। আর তখন পুকুরের টলমল পানিতে সাঁতারের আকাঙ্ক্ষায় রাজকুমারী রওনা হলো সে দিকে। দেখল রাস্তায় ব্যাঙ পড়ে আছে। রাজকুমারীর মনে পড়ে গেল তার প্রতিজ্ঞার কথা! সে ব্যাঙকে নিয়ে গেল প্রাসাদে এবং অনেক সেবা করে ভালো করে তুলল। দুজন দুজনের খুব ভালো বন্ধু হয়ে গেল। সেই বন্ধুত্বের কথা ছড়িয়ে পড়ল সর্বত্র। একদিন রাজ প্রাসাদে একটি গোলাপি রঙের প্রজাপতি এসে ব্যাঙকে ছুঁয়ে দিল, তখন ব্যাঙ হয়ে গেল রাজকুমার! এরপর থেকে রাজকুমারী ও রাজকুমার বন্ধু হয়ে গেল।
রাজকুমার আসলে এক বন্ধুর প্রতি অবহেলা করেছিল, আর কথা দিয়ে কথা রাখেনি বলে রাজকুমার ব্যাঙ হয়ে অভিশপ্ত জীবনযাপন করছিল। কিন্তু রাজকুমারীর বন্ধুত্ব তাকে সব অভিশাপ থেকে মুক্তি দেয়। আমাদের কত রকম ভুল হয়। কতজনকে দেওয়া প্রতিজ্ঞা রাখি না। তাতে কী? আমাদের ভুলগুলো শুধরে নেব। আর কোনো বন্ধুকে কথা দেওয়ার আগে ভেবে নেব! ভুলে হয়ে গেলে তাদের তো সরি বলা যায়, তাই না।
প্রশ্ন: এককথায় প্রকাশ করো।
উত্তর: ১। দ্রুত ছুটে চলার শব্দ– শোঁ শোঁ।
২। যে কলমের মাথায় সূক্ষ্ম বল থাকে– বলপয়েন্ট কলম।
৩। যে পাত্রে জ্বালানি তেল থাকে– ফুয়েল ট্যাংক।
৪। যে কলমে তরল কালি ব্যবহার করা হয়– ফাউনটেন পেন।
৫। মেঝেতে পাতা হয় এমন পুরু চাদর– কার্পেট।
৬। কোনো কিছু চিবানোর শব্দ– কচকচ।
৭। হঠাৎ চলে আসা ব্যক্তি– আগন্তুক।
৮। মরিচা পড়ে না এমন চকচকে লোহা– স্টেইনলেস।
৯। শৈশবে অতিবাহিত সময়– ছেলেবেলা।
১০। রাতের মধ্য ভাগ– মাঝরাত।
১১। কোনো কাজ করার ইচ্ছা– উৎসাহ।
১২। বিভিন্নভাবে বিরক্ত করা– উৎপাত।
১৩। বানানো কাল্পনিক বিষয়– আজগুবি।
১৪। দেখতে কুৎসিত যা– বিদঘুটে।
১৫। খুব বেশি পরিমাণে– ভীষণ।
১৬। চোখে দেখার ভুল যা– দৃষ্টিবিভ্রম।
১৭। উচ্চৈঃস্বরের কথা– চিৎকার।
১৮। অল্প অল্প দেখা যাচ্ছে এমন– আবছা।
১৮। জ্বল জ্বল করছে এমন– উজ্জ্বল।
১৯। বিভিন্ন ধরনের ঘটনা বা বিষয়– বিচিত্র।
২০। দেহে বল কম– দুর্বল।
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক (বাংলা)
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা/আবরার জাহিন