
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৮। সিরাতের অবস্থান কোথায়?
ক. জান্নাতের সম্মুখে খ. জাহান্নামের পাশে
গ. জাহান্নামের ওপর ঘ. হাশরের ময়দানে
১৯। দীন অনুসরণের ব্যাপারে নবীদের
দায়িত্ব ছিল-
ক. বাধ্য করা খ. বল প্রয়োগ
গ. শাস্তি দান ঘ. নির্দেশ দান
২০। দীনের মূল কাঠামো কীরূপ?
ক. সহজ খ. এক ও অভিন্ন
গ. বিভিন্ন ধরনের ঘ. কিছুটা কঠিন
২১। ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় কোনটি?
ক. রিসালাত খ. নবুওয়াত
গ. আখিরাত ঘ. কিতাবে বিশ্বাস
২২। ‘খাতামুন’ অর্থ কী?
ক. তালা খ. দরজা
গ. বন্ধ ঘ. সিলমোহর
২৩। কয় শ্রেণির লোক আরশের ছায়াতলে স্থান
পাবে?
ক. ৫ খ. ৬ গ. ৭ ঘ. ৮
২৪। যিনি ইসলামের বিধান অনুযায়ী চলেন
তিনি কী?
ক. মুমিন খ. মুত্তাকি
গ. মুসল্লি ঘ. মুসলিম
২৫। দুনিয়া ও আখিরাতে সফল হতে ঈমান ও
ইসলামের বাস্তবায়ন করতে হবে-
ক. স্বীয় জীবনে
খ. সবার জীবনে
গ. সামাজিক জীবনে
ঘ. সমগ্র পৃথিবীতে
২৬। কোন বিশ্বাস মুক্তি ও সফলতার দ্বার
উন্মুক্ত করে?
ক. রিসালাত খ. তাওহিদ
গ. আখিরাত ঘ. তাকদির
২৭। ‘জাব্বার’ অর্থ কী?
ক. অতিক্ষমাশীল খ. মহারক্ষক
গ. সর্বদ্রষ্টা ঘ. প্রবল
২৮। কোরআন মাজিদের ভাষা কেমন?
i. চমৎকার ii. অতুলনীয় iii. জীবন্ত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ১৮। গ ১৯। ঘ ২০। খ ২১। ঘ ২২। ঘ ২৩। গ ২৪। ঘ ২৫। ক ২৬। খ ২৭। ঘ ২৮। ঘ।
মো. ফরিদ উদ্দিন, সিনিয়র শিক্ষক
সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা/আবরার জাহিন