ঢাকা ১ আশ্বিন ১৪৩১, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

৪টি অনুচ্ছেদ লিখন, এসএসসি বাংলা ২য় পত্র

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ১০:২১ পিএম
৪টি অনুচ্ছেদ লিখন, এসএসসি বাংলা ২য় পত্র

স্বাধীনতা দিবস

স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের গৌরব ও তাৎপর্যময় দিন। বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চ। এ দিনটি জাতীয় জীবনের ঐতিহ্য, অগ্রগতি ও বিকাশের প্রতীক। এটি একটি মর্যাদাপূর্ণ দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদারবাহিনীর অতর্কিত আক্রমণে ঢাকা শহর এক বধ্যভূমিতে পরিণত হয়। এ দেশের মানুষ উপলব্ধি করে যে স্বাধীনতা ছাড়া সম্মানজনকভাবে বেঁচে থাকার কোনো উপায় নেই। সে জন্য ২৬ মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয় এবং শুরু হয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার চূড়ান্ত বিজয় অর্জিত হয় পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে। বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। প্রতিবছর এ মহান দিনটি লাখো শহিদের স্মৃতি নিয়ে আমাদের সামনে দেখা দেয়। জাতীয় মর্যাদায় উদযাপিত হয় দিবসটি। কিন্তু আমাদের মনে রাখা দরকার, কী উদ্দেশ্য এবং পটভূমিকায় এই মহান স্বাধীনতা অর্জিত হয়েছে। দেশের সব শ্রেণির মানুষের কাছে স্বাধীনতাকে যদি অর্থবহ করে তোলা যায়, যদি সবাই স্বাধীনতার আনন্দ উপভোগ করতে পারে, তবেই স্বাধীনতা দিবসটি সার্থক হয়ে উঠবে। 
বাংলা নববর্ষ
বাংলা নববর্ষ বাঙালির জীবনে একটি আনন্দময় উৎসব হিসেবে প্রাচীনকাল থেকে উদযাপিত হয়ে আসছে। পহেলা বৈশাখ আমাদের নববর্ষের প্রথম দিন। এটি সরকারি ছুটির দিন। গতানুগতিক জীবনযাপন প্রণালির মধ্যে নববর্ষ নিয়ে আসে নতুন সুর ও উন্মাদনা। জীবনকে এক নতুন দৃষ্টিতে দেখার সুযোগ আসে তখন। অতীতকে বিসর্জন দিয়ে এক নতুন অধ্যায়ে উপনীত করে নববর্ষ জীবনকে এক নতুন চেতনায় উদ্দীপ্ত করে। দিনটি যাতে ভালোভাবে উপভোগ করা যায়, সেজন্য নানা উৎসব, খেলা, প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পারিবারিক জীবনে বিশেষ খাবারের আয়োজন করা হয়, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব হয় আমন্ত্রিত। ব্যবসাপ্রতিষ্ঠানে পালিত হয় হালখাতা অনুষ্ঠান। পুরোনো হিসাব শেষ করে নতুন হিসাবের খাতা খোলা হয়। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কিছু উপহার দেওয়ার রীতি প্রচলিত আছে। এভাবে ব্যক্তি জীবন নববর্ষের আনন্দ উৎসবে মেতে ওঠে। জাতীয় জীবনেও নববর্ষ এক সর্বজনীন উৎসবের রূপ ধারণ করে আছে। নববর্ষের মেলা অর্থাৎ বৈশাখী মেলা এ দেশের এক সুপ্রাচীন ঐতিহ্য। বিচিত্র জিনিসের সমাহার ও আনন্দ-কোলাহলে মুখরিত হয়ে ওঠে বৈশাখী মেলা। এই মেলার মধ্যেই নববর্ষের যথার্থ আনন্দময় রূপটি প্রত্যক্ষ করা যায়। মোটকথা, নববর্ষ আমাদের জীবনে পরম আনন্দের উৎসব। এটি জীবনকে নতুন করে উপলব্ধি করার দিন। জাতীয় জীবনেও নববর্ষের তাৎপর্যকে ছড়িয়ে দিতে হবে। 
বিজয় দিবস
আমাদের জাতীয় জীবনে সবচেয়ে বড় অর্জন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় লাভ। দীর্ঘ ৯ মাস যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বর্বর পাকিস্তানিদের পরাজিত করে আমরা বিজয় অর্জন করি। আমাদের প্রিয় বাংলাদেশ হয়েছিল হানাদারমুক্ত। আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম একটি দেশ। একটি নিজস্ব মানচিত্র ও পতাকা। বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর ঠিকানা। এ বিজয়ের গৌরব ও আনন্দ অম্লান হয়ে থাকবে চিরদিন। কিন্তু এ বিজয় সহজে আসেনি। দীর্ঘপথ পরিক্রমায় অনেক ত্যাগ-তিতিক্ষার ফলে এ বিজয় লাভ সম্ভব হয়েছে। পাকিস্তানি বর্বর শাসকগোষ্ঠী বাংলার নিরীহ মানুষের ওপর আক্রমণ করে। হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, অগ্নিসংযোগ করে। বীর বাঙালিও পাকিস্তাদিনের এ বর্বর আক্রমণ রুখে দেয়। অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতিবছর ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয়ভাবে এ দিনটি পালন করা হয়। বিজয় দিবস আমাদের জাতীয় দিবস। তাই বিজয় দিবসের চেতনাকে জাতীয় জীবনের সর্বত্র ছড়িয়ে দিতে হবে। একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারলেই বিজয় দিবসের সত্যিকারের তাৎপর্য আমরা অনুধাবন করতে সক্ষম হব। বিজয় দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে জাতীয় উন্নতির জন্য আমাদের সব ভেদাভেদ ভুলে একযোগে দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে। 
বইমেলা
বই মানবসভ্যতার অন্যতম প্রাণসত্তা। বই মানুষকে পূর্ণতা দেয়; জীবনকে করে সমৃদ্ধ। বইমেলা প্রত্যেক জাতির সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। মানুষের মধ্যে বই সম্পর্কে আগ্রহ সৃষ্টি, বই পাঠের ব্যাপক প্রসার, মননশীলতা বৃদ্ধিতে বইমেলা অর্থবহ ভূমিকা পালন করে থাকে। বিশ্ব ইতিহাসে ১৮০২ সালে ম্যাথু কেরির উদ্যোগে প্রথম বইমেলার আসর বসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। ১৮৭৫ সালে প্রায় ১০০ জন প্রকাশক মিলে নিউইয়র্কের ক্লিনটন শহরে আয়োজন করে বৃহৎ এক বইমেলার। ওই মেলায় প্রদর্শিত হয়েছিল প্রায় ৩০ হাজার বই। ১৯৪৯ সালে শুরু হয় জার্মানির ফ্রাঙ্কফুর্টের বৃহৎ বইমেলা। সেখান থেকেই আধুনিক বইমেলার স্মরণীয় শুভযাত্রা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশে দেশে বইমেলা জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে পৃথিবীর অধিকাংশ দেশেই আন্তর্জাতিক মানের বইমেলার আয়োজন করে থাকে। বাংলাদেশের বইমেলার ইতিহাস খুব দীর্ঘ নয়। ১৯৭২ সালে মুক্তধারা প্রকাশনীর কর্ণধার চিত্তরঞ্জন সাহা নিজের উদ্যোগে প্রথম বইমেলার আয়োজন করেন। ১৯৭৮ সালে বাংলা একাডেমি পূর্ণাঙ্গ প্রাতিষ্ঠানিক বইমেলার আয়োজন করে। ১৯৮৫ সাল থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত বইমেলার নাম দেওয়া হয় ‘একুশে বইমেলা’। এই মেলা এখন বাঙালির প্রাণের মেলায় পরিণত হয়েছে। লেখক, প্রকাশক ও লাখ লাখ পাঠক সমাজ এ মেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। প্রতিবছর ১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলে এই বইমেলা। বইমেলা নিছক একটি আনন্দ মেলা নয়। এ মেলা লেখক-লেখিকা ও প্রকাশক-বিক্রেতার মাঝে অভূতপূর্ব সেতু বন্ধন ঘটায়। কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক ইত্যাকার মননশীল মানুষ তৈরিতেও বইমেলার গুরুত্ব অনস্বীকার্য। এ মেলাতেই মিলন ঘটে লেখক, পাঠকের, প্রকাশক-লেখকের। বইমেলার উৎসবে যোগ দিয়ে পাঠক পরিচিত হন নিত্যনতুন বইয়ের সঙ্গে। বিচিত্র লেখকের, বিচিত্র বর্ণের, বিচিত্র বিষয়ের উন্নতমানের বই মন কেড়ে নেয় পাঠকদের। বইয়ের প্রতি তাদের আকর্ষণ বাড়ে; তৈরি হয় বই কেনার মানসিকতা। সর্বসাধারণকে পাঠমুখী করা এবং মননশীল জাতি গঠনের ক্ষেত্রে বইমেলার গুরুত্ব অপরিসীম।

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা/আবরার জাহিন

 

স্বাধীন বাংলাদেশ অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব, এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৫ পিএম
স্বাধীন বাংলাদেশ অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব, এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৪। বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে বিশেষ দূত নিয়োগ করা হয়। এর যথার্থতা নিরূপণে বলা যায়-
i.   তিনি বাংলাদেশ সরকারের পক্ষে প্রচারণা চালান
ii.  মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন আদায় করেন
iii. তিনি ছিলেন তৎকালীন বরেণ্য ব্যক্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii    খ. i ও iii        
গ. ii ও iii    ঘ. i, ii ও iii

২৫। স্বাধীনতা অর্জনে মওলানা ভাসানীর ভূমিকা উল্লেখযোগ্য। এর যথাার্থ কারণ হলো-

i.  তিনি আগরতলা মামলা থেকে বঙ্গবন্ধুকে মুক্তির ব্যাপারে সংগ্রাম করেছিলেন
ii. তিনি ভারতে অবস্থান করে মুক্তিযুদ্ধের প্রতি বিশ্ববাসীর সমর্থনের আহ্বান জানান 
iii. যুদ্ধ পরিচালনার দিক-নির্দেশনা দেন 
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii    
খ. i ও iii    
গ. ii ও iii    
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
জনাব ‘ক’ তার দেশকে মুক্ত করার জন্য একত্র হওয়ার আহ্বান জানান। তার এ আহ্বান পরবর্তীতে দেশকে শত্রুমুক্ত করেছিল।

২৬। জনাব ‘ক’-এর সঙ্গে সাদৃশ্য রয়েছে কোন চরিত্রের?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের    
খ. জেনারেল ইয়াহিয়া খানের
গ. জেনারেল এরশাদের        
ঘ. মেজর জিয়াউর রহমানের
২৭। উদ্দীপকটিতে যে বিষয়টি ফুটে উঠেছে-
i.  ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ
ii.  ১৯৭০ সালের নির্বাচন 
iii. ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii    খ. i ও iii
গ. ii ও iii    ঘ. i, ii ও iii
২৮।  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন দেশে ফিরে আসেন?
ক. ১৯৭১ সালের ১০ জানুয়ারি    
খ. ১৯৭২ সালের ১০ জানুয়ারি
গ. ১৯৭৩ সালের ১০ জানুয়ারি    
ঘ. ১৯৭৪ সালের ১০ জানুয়ারি

২৯। স্বাধীন বাংলাদেশ সরকার কখন শাসন ক্ষমতা গ্রহণ করে?
ক. ২২ জানুয়ারি        
খ. ১০ এপ্রিল
গ. ১৭ এপ্রিল        
ঘ. ২২ ডিসেম্বর

৩০। শেখ মুজিব পরিবারের প্রায় সব সদস্য কত সালে নিহত হন?
ক. ১৯৭৪ সালের ১৫ আগস্ট    
খ. ১৯৭৫ সালের ১০ আগস্ট
গ. ১৯৭৫ সালের ১৫ আগস্ট    
ঘ. ১৯৭৬ সালের ২০ সেপ্টেম্বর 
উত্তর: ২৪. ক, ২৫. ক, ২৬. ক, ২৭. খ, ২৮.খ, ২৯.ঘ, ৩০.গ।

অমিত ইরেনিউস আনজুস, সিনিয়র শিক্ষক
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা/আবরার জাহিন

ইংরেজি বিষয়ের ১১টি প্রশ্নোত্তর, ৩য় পর্ব, ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩২ পিএম
ইংরেজি বিষয়ের ১১টি প্রশ্নোত্তর, ৩য় পর্ব, ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট

1. Multiple choice questions. (Tense) 
i. I ----unwell.
(a) am feeling (b) feel (c) feeling
Answer: (b) feel.
ii. I have ---- him.
(a) see (b) seen (c) saw
Answer: (b) seen.
iii. The work ---- done by him.   
(a) being (b) was (c) had
Answer: (b) was.

2. Translation into English.     
i. আল্লাহর/সৃষ্টিকর্তার করুণার শেষ নেই। 
Ans:  The kindness of Allah/God knows no bounds.
ii. বয়োজ্যেষ্ঠদের সম্মান করবে। 
Ans:  Respect your elders.
iii. আমি তাকে উচিত শিক্ষা দেব। 
Ans:  I shall teach him a good lesson.
iv. কখন সে যাবে তা আমি জানি। 
Ans: I know when he will go.

3. Write the correct phrases in the blanks and make the sentence.     
a) At a discount ----: Simple living is at a discount now a days.
b) At arm’s length ----: Keep abd boys at arm’s length.
c) At bay ----: Thee enemy was at bay.
d) A maiden speech ----: His maiden speech was applauded.

Answer: a) At a discount Devaluation: Simple living is at a discount now a days.
b) At arm’s length Keep far: Keep abd boys at arm’s length.
c) At bay Stymied: Thee enemy was at bay.
d) A maiden speech First speech: His maiden speech was applauded.

শেখ শামীম আহমেদ,অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা/আবরার জাহিন

Experience-9: Writing Differently-এর ৫টি প্রশ্নোত্তর, অষ্টম শ্রেণির নতুন পাঠ্যক্রম- ইংরেজি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৯ পিএম
Experience-9: Writing Differently-এর ৫টি প্রশ্নোত্তর, অষ্টম শ্রেণির নতুন পাঠ্যক্রম- ইংরেজি

Question: Write a text on Metaphors.

Answer: When we say, A true friend is a treasure, we suggest the significance of true friends in our life. Here, the implied meaning is that a treasure is very precious and it is very hard to find. In the same way, a true friend is highly admired as he/she is not found so easily in our lives. 
In our village, two friends named Arif and Swapan grew up together from their boyhood. They were very intimate. When they grew up and completed their education, Arif managed to get a good job in Dhaka. But Swapan remained in the village for taking care of his ailing parents. One day suddenly his mother fall. The doctors diagnosed that his mother needed an immediate operation as she had blockages in her arteries. Swapan didn’t have the capability of doing that. He was very worried about that. Whenever Arif came to know that he managed everything as soon as possible. This is why it is called, ‘A true friend is a treasure.’

9.1.1 Look at the illustrations and imagine what is happening there.
Question: a) What are the children doing?
b) Where are they?
c) How will you describe the place children are in?
d) Discuss the importance of using a library?

Answer:
a) The children are doing different things. Some are talking to a woman who seems to be a librarian. Some are looking at the books on the shelves.
b) They are at the library.
c) The place the children are in is a place stocked with full of books categorized into different sections.
d) A library is important for a few reasons. Firstly, students can read books in the library. Secondly, they can borrow books from library to study at home. Thirdly, they can also read newspapers and magazines in the library.

কাজী শরীফুল আলম, সিনিয়র শিক্ষক 
বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা/আবরার জাহিন

 

Use of Preposition-এর ৫টি ব্যবহার নিয়ে আলোচনা, এইচএসসি ইংরেজি ২য় পত্র

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৬ পিএম
Use of Preposition-এর ৫টি ব্যবহার নিয়ে আলোচনা, এইচএসসি ইংরেজি ২য় পত্র

প্রশ্ন : Preposition বলতে কী বুঝ? 
উত্তর : ‘Pre’ অর্থ হলো পূর্বে এবং ‘Position’ অর্থ হলো অবস্থান। যে word, Noun বা Pronoun-এর আগে বসে বাক্যের অন্য word-এর সঙ্গে সম্পর্ক তৈরি করে তাকে Preposition বলে। যেমন-
The cat in the box is mine. 
The flowers of the garden look beautiful. 
He is about to go. It depends on how he behaves. 
We listened to music.

Preposition মোট ছয় প্রকার। যথা-
1. Simple Preposition: In, On, For, By, After, Before
2. Double Preposition: Into Upon, Within
3. Compound Preposition: Besides, Behind, Between
4. Phrasal Preposition: In order to, Because of, By dint of, By means of
5. Participle Preposition: Regarding, Concerning
6. Disguised Preposition: The hunter went a (on) hunting. It is 7 o’clock (of).

At-এর ব্যবহার
1. ছোট স্থান বোঝাতে At বসে- He lives at Mirpur.
2. কাজের জায়গা বোঝাতে At বসে- He works at Sonali Bank.
3. ঘড়ির কাঁটার সময় বোঝাতে At বসে- We started at 7am.
4. দিনের বিশেষ সময় বোঝাতে At বসে- At dawn, At dusk At noon, At night.
5. নির্দিষ্ট কোনো দিকে বোঝাতে At বসে- He looked at me.
6. বিশেষ কোনো অবস্থা বোঝাতে At বসে- His life is at risk.
7. দক্ষতা বোঝাতে At বসে- He is good at painting.
8. মূল্য বোঝাতে At বসে- Rice sells at tk 30 per kg. 
9. কোনো কিছু লক্ষ করে বোঝাতে At বসে- He aimed at the bird.

About-এর ব্যবহার
1. কোনো কিছু সম্পর্কে বোঝাতে About বসে- I know nothing about him. 
2. এদিক ওদিক বোঝাতে About বসে- He looked about the room. 
3. প্রায় বোঝাতে About বসে- He came at about 7am.

Above-এর ব্যবহার
1. উপর বোঝাতে Above বসে- He is above 50. The plane flew above our heads.
2. সংখ্যা বা বয়সের তুলনায় বেশি বোঝাতে Above বসে- Children above 10 are not allowed here. 
3. অপেক্ষাকৃত বেশি বোঝাতে Above বসে- I value honour above everything.
4. সামর্থ্যের বেশি বোঝাতে Above বসে- The price was above my means.

Against-এর ব্যবহার
1. বিরুদ্ধে বোঝাতে Against বসে- We fought against the Pak army.
2. কোনো কিছুর গা ঘেঁষে বোঝাতে Against বসে- He sat against the wall.
3. প্রতিকূল অবস্থা বোঝাতে Against বসে- We should save something against the rainy day.

After-এর ব্যবহার
1. পরে বোঝাতে After বসে- He came after the dinner.
2. বিরামহীনভাবে বোঝাতে After বসে- He worked hard day after day.
3. গুরুত্বের দিক থেকে কম বোঝাতে After বসে- He is the most intelligent after Rana. 
4. কোনো ব্যক্তি বা বস্তুর নাম অনুসারে বোঝাতে After বসে- Tajmahal was named after the name of Momtaj

বিদ্যুৎ রায়, সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা/আবরার জাহিন

 

বঙ্গবাণী কবিতার ২৫টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, এসএসসি বাংলা ১ম পত্র

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২১ পিএম
বঙ্গবাণী কবিতার ২৫টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, এসএসসি বাংলা ১ম পত্র

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. কবি আবদুল হাকিম কত সালে জন্মগ্রহণ করেন?
(ক) ১৬০৫ সালে     (খ) ১৬১০ সালে
(গ) ১৬১৫ সালে     (ঘ) ১৬২০ সালে
২. কবি আবদুল হাকিম কত সালে মৃত্যুবরণ করেন?
(ক) ১৬৮০ সালে     (খ) ১৬৮৫ সালে
(গ) ১৬৯০ সালে     (ঘ) ১৬৯৫ সালে
৩. নিজ পরিশ্রম দ্বারা আবদুল হাকিম কাদের তুষ্ট করেন?
(ক) বাদশাকে     (খ) আল্লাহকে 
(গ) দেশবাসীকে    (ঘ) সব লোককে
৪. ‘লালমতি’ কার লেখা গ্রন্থ?
(ক) শাহাদৎ হোসেনের    
(খ) সুফিয়া কামালের
(গ) আবদুল হাকিমের     
(ঘ) কাজী নজরুল ইসলামের

৫. মধ্যযুগের কোন কবি পরবর্তী প্রজন্মের জন্য কালজয়ী আদর্শ?
(ক) শাহ মুহাম্মদ সগীর 
(খ) আলাওল
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 
(ঘ) আবদুল হাকিম
৬. আবদুল হাকিম কোন যুগের কবি?
(ক) প্রাচীন যুগের     (খ) আধুনিক যুগের
(গ) মধ্যযুগের     (ঘ) বর্তমান যুগের
৭. মধ্যযুগের কোন প্রধান কবির স্বদেশের ও স্বভাষার প্রতি ছিল অপরিসীম প্রেম?
(ক) আবদুল হাকিমের 
(খ) মাইকেল মধুসূদন দত্তের
(গ) গোলাম মোস্তফার 
(ঘ) কায়কোবাদের
৮. পাঠ্যবইয়ে কবি আবদুল হাকিমের যে জন্ম তারিখ দেওয়া আছে তা কী ধরনের?
(ক) ঠিক     (খ) আনুমানিক 
(গ) তথ্যপূর্ণ     (ঘ) ঠিক নয়
৯. ‘বঙ্গবাণী’ কবিতার রচয়িতার নাম কী?
(ক) আবদুল হাকিম     
(খ) মাইকেল মধুসূদন দত্ত
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর     
(ঘ) কায়কোবাদ

১০. ‘সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।’ কবি আবদুল হাকিম কাদের সম্পর্কে এ উক্তি করেছেন?
(ক) বাংলাদেশে জন্মে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে 
(খ) দেশি ভাষায় বিদ্যা লাভ করে যার মন না জুড়ায়
(গ) বাংলাকে হিন্দুয়ানী ভাষা গণ্য করে যারা
(ঘ) নিজ দেশ ত্যাগ করে যারা বিদেশ যায়
১১. কবি আবদুল হাকিমের মতে প্রভু কোন ভাষা বুঝতে পারেন?
(ক) হিন্দি ভাষা     (খ) আরবি ভাষা
(গ) ইংরেজি ভাষা     (ঘ) সর্বভাষা
১২. দেশি ভাষা কাব্য রচনা করার পেছনে কবির যুক্তি কী?
(ক) সাধারণ মানুষের উপকার 
(খ) দেশি ভাষার প্রতি ভালোবাসা
(গ) দেশি ভাষার দক্ষতা অর্জন 
(ঘ) সুন্দর জীবনযাপন করা
১৩. ‘বঙ্গবাণী’ কবিতাটি কবি আবদুল হাকিমের কোন কাব্যের অন্তর্গত?
 (ক) লালমতি     (খ) কারবালা 
(গ) শহরনামা     (ঘ) নূরনামা
১৪. ‘নিজ দেশ তেয়াগী যেন বিদেশ ন যায়’, কবি কাদের বিদেশ যেতে বলেছেন?
(ক) স্বদেশ ও স্বভাষার প্রতি যাদের অনুরাগ নেই
(খ) যাদের জন্ম পরিচয় ঠিক নেই
(গ) যারা কিতাব পড়তে পারে না 
(ঘ) যারা মারফতে জ্ঞানহীন

১৫. ‘বঙ্গবাণী’ কবিতায় কবি মূলভাবটি ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টি প্রয়োগের মাধ্যমে?
(ক) প্রকাশ ভঙ্গিতে দক্ষতা দিয়ে
(খ) ভাষার আঙ্গিক গঠনের মাধ্যমে
(গ) উপদেশ দিয়ে
(ঘ) কবিতার আঙ্গিক গঠনের মাধ্যমে
১৬. কবি আবদুল হাকিম এর ‘বঙ্গবাণী’ কবিতায় কোনটি প্রকাশ পেয়েছে?
(ক) বাংলা ভাষার প্রতি মমতা 
(খ) মানুষের প্রতি মমতা
(গ) মাতৃভাষার প্রতি মমতা 
(ঘ) দেশের প্রতি মমতা
১৭. কবি আবদুল হাকিমের কাব্য রচনার উদ্দেশ্য কী?
(ক) সাধারণ মানুষের তুষ্টি 
(খ) শিক্ষিতজনকে আনন্দ দান
(গ) রাজকর্মচারীদের তুষ্টি করা
(ঘ) আত্মপ্রচার করা
১৮. ‘তে কাজে নিবেদি’-এর পরবর্তী অংশ কোনটি?
(ক) মোতো নাহি হাবিলাষ 
(খ) নাই কোন রাগ
(গ) প্রভু কিংবা হিন্দুয়ানী 
(ঘ) বাংলা করিয়া বচন 

১৯. ‘বঙ্গবাণী’ কবিতাটি কোন শতকে রচিত?
(ক) ষোড়শ শতকে     
(খ) সপ্তদশ শতকে 
(গ) অষ্টাদশ শতকে     
(ঘ) ঊনবিংশ শতকে
২০. ‘মারফত’ শব্দের অর্থ কী?
(ক) মরমী সাধনা     (খ) বলিষ্ঠ
(গ) সরল পথ     (ঘ) সংকীর্ণমনা
২১. ‘সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন’- এ বাক্যে ‘নিরঞ্জন’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) সৃষ্টিকর্তা অর্থে     
(খ) কুশ্রী অর্থে
(গ) সুন্দর অর্থে     
(ঘ) ইচ্ছা অর্থে 

২২. ‘ছিফত’ কোন ভাষার শব্দ?
(ক) বাংলা     (খ) আরবি 
(গ) ফারসি     (ঘ) ইংরেজি
২৩. ‘ছিফত’ অর্থ কী?
(ক) দোষ     (খ) গিবত 
(গ) গুণ     (ঘ) বদনাম
২৪. কবিতার প্রধান বাহন কী?
(ক) ভাব     (খ) ভাষা 
(গ) চিত্রকল্প     (ঘ) বিষয়বস্তু

উত্তর: ১। ঘ ২। গ ৩। গ ৪। গ ৫। ঘ ৬। গ ৭। ক ৮। খ ৯। ক ১০। ক ১১। ঘ ১২। ক ১৩। ঘ ১৪। ক ১৫। ক ১৬। গ ১৭। ক ১৮। ঘ ১৯। খ ২০। ক ২১। ক ২২। গ ২৩। গ ২৪। ক ২৫। ক।

আতাউর রহমান সায়েম,সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা/আবরার জাহিন