বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১২. মুদ্রার কাজ হলো-
i. মূল্যের পরিমাপক ii. বিনিময়ের মাধ্যম
iii জোগানের বাহন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: (ক) i ও ii
নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মি. রমিজ ব্যবসায়িক কারণে ব্যাংকে একটি হিসাব চালু করেন। এতে তিনি যে আমানত জমা করেন তা থেকে যখন ইচ্ছা এবং যত টাকা প্রয়োজন লেনদেন করতে পারেন।
১৩. উদ্দীপকে কোন আমানতের কথা বলা হয়েছে?
(ক) সঞ্চয়ী আমানত (খ) চলতি আমানত
(গ) স্থায়ী আমানত (ঘ) মেয়াদি আমানত
উত্তর: (খ) চলতি আমানত।
১৪. উক্ত আমানতের বৈশিষ্ট্য হলো-
i. আমানতকারীকে নির্দিষ্ট মেয়াদে আমানত রাখতে হয়
ii. আমানতকারী সুদ পায় না
iii. আমানতকারীর হিসাব থেকে সার্ভিস চার্জ নেওয়া হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: (খ) ii ও iii
১৫. মনোপলি বাজারের বৈশিষ্ট্য হলো-
i. পণ্যের দাম বিক্রেতা নির্ধারণ করে
ii. ক্রেতা অসংখ্য হলেও বিক্রেতা দুজন
iii. ক্রেতার অবাধ প্রবেশ ও প্রস্থান বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: (গ) i ও iii
১৬. সীমাবদ্ধ সম্পদের জোগান রেখার ঢাল কেমন হবে?
(ক) ধনাত্মক (খ) ঋণাত্মক
(গ) শূন্য (ঘ) অসীম
উত্তর: (ঘ) অসীম।
১৭. D = 25 – 5P, S = 5 +5P হলে ভারসাম্য পরিমাণ কত?
(ক) 15 (খ) 5 (গ) 10 (ঘ) 4
উত্তর: (ক) 15
১৮. Y = 20 - 2X সমীকরণের চিত্ররূপ কীরূপ?
(ক) ডান দিকে ঊর্ধ্বগামী
(খ) ডান দিকে নিম্নগামী
(গ) ভূমি অক্ষের সমান্তরাল
(ঘ) লম্ব অক্ষের সমান্তরাল
উত্তর: (খ) ডান দিকে নিম্নগামী।
মোহাম্মদ ফখরুল আলম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
অর্থনীতি বিভাগ, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা/আবরার জাহিন