প্রশ্ন: নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখ।
ক. Constitutional Law of Bangladesh গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম।
খ. ইয়াকোহামা সমুদ্রবন্দর কোন দেশে অবস্থিত?
উত্তর: জাপানের হনসু দ্বীপে।
গ. দুবাই সিটি কোন দেশে অবস্থিত?
উত্তর: সংযুক্ত আরব আমিরাতে।
ঘ. ধ্রুবতারা কী?
উত্তর: যে নক্ষত্রটি পৃথিবীর সাপেক্ষে স্থির থাকে, কখনো তার অবস্থান পরিবর্তন করে না; তাকে ধ্রুবতারা বলে।
ঙ. বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষণের দায়িত্ব কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ওপর ন্যস্ত?
উত্তর: WIPO (World Intellectual Property Organization)
প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো।
ক. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সংবিধানের.... তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
উত্তর: পঞ্চম।
খ. কিরগিজস্তানের রাজধানীর নাম ....।
উত্তর: বিশকেক।
গ. দক্ষিণ এশিয়ার একমাত্র স্থলবেষ্টিত রাষ্ট্র....।
উত্তর: আফগানিস্তান।
প্রশ্ন: সঠিক উত্তরটি লেখ।
ক. বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কে?
i) আব্দুর রউফ তালুকদার ii) এ এস এম সায়েম
iii) বিচারপতি ওবায়দুল হাসান iv) মোস্তফা কামাল
উত্তর: iii) বিচারপতি ওবায়দুল হাসান।
খ. কোন গ্রহটির বাইরের বলয় বরফকণা দিয়ে তৈরি?
i) শুক্র ii) শনি
iii) মঙ্গল iv) বুধ
উত্তর: ii) শনি।
গ. নিচের কোন দেশটি ভূমধ্যসাগরে অবস্থিত?
i) মালদ্বীপ ii) শ্রীলঙ্কা
iii) সাইপ্রাস iv) বাহরাইন
উত্তর: iii) সাইপ্রাস।
শেখ শামীম আহমেদ, অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা/আবরার জাহিন