বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
অধ্যায়-৫
১. বাংলাদেশে কত সালের কোম্পানি আইন প্রচলিত?
ক. ১৯১৩ সালে খ. ১৯৩২ সালে
গ. ১৯৯৪ সালে ঘ. ২০০১ সালে
২. কোম্পানি অস্তিত্ব কোন প্রকৃতির?
ক. ক্ষণস্থায়ী খ. চিরস্থায়ী
গ. অস্থায়ী ঘ. নির্দিষ্ট মেয়াদি
৩. কোন ব্যবসাপ্রতিষ্ঠানে অধিক দক্ষতা ও অভিজ্ঞতার সমাবেশ ঘটে?
ক. একমালিকানা খ. অংশীদারি
গ. যৌথমূলধনী কোম্পানি ঘ. সমবায় সমিতি
৪. সীমিত দায় কোম্পানি কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৬ প্রকার
৫. প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কত?
ক. ২ থেকে ১০ জন খ. ২ থেকে ২০ জন
গ. ২ থেকে ৫০ জন ঘ. ৭ থেকে ৫০ জন
৬. পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম সদস্য সংখ্যা কত?
ক. ২ জন খ. ৩ জন গ. ৭ জন ঘ. ১০ জন
৭. পাবলিক লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?
ক. ২০ জন খ. ৫০ জন
গ. শেয়ার মূলধন দ্বারা সীমাবদ্ধ
ঘ. শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ
৮. প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ন্যূনতম পরিচালক সংখ্যা থাকে?
ক. ২ জন খ. ৩ জন গ. ৫ জন ঘ. ৭ জন
৯. পাবলিক লিমিটেড কোম্পানিতে ন্যূনতম পরিচালক সংখ্যা থাকে?
ক. ২ জন খ. ৩ জন গ. ৫ জন ঘ. ৭ জন
১০. হোল্ডিং কোম্পানি তার অধস্তন সাবসিডিয়ারি কোম্পানির ন্যূনতম কতভাগ শেয়ারের মালিক থাকে?
ক. ৪৯% খ. ৫১% গ. ৬০% ঘ. ৬১%
অধ্যায়-৬
১. সমবায় শব্দের অর্থ কী?
ক. বন্ধুত্ব খ. সাম্য
গ. মিলন ঘ. সম্মিলিত প্রচেষ্টা
২. বাংলাদেশে কত সালের সমবায় আইন চালু রয়েছে?
ক. ১৯৮৪ সালে খ. ১৯৮৭ সালে
গ. ২০০১ সালে ঘ. ২০০৪ সালে
৩. বাংলাদেশে কত সালের সমবায় বিধিমালা চালু রয়েছে?
ক. ১৯৮৪ সালে খ. ১৯৮৭ সালে
গ. ২০০১ সালে ঘ. ২০০৪ সালে
উত্তর: অধ্যায়-৫: ১.গ, ২. খ, ৩.গ, ৪.ক, ৫.গ, ৬.গ, ৭.ঘ, ৮. ক, ৯.খ, ১০.খ।
অধ্যায়-৬: ১.ঘ, ২.গ, ৩. ঘ।
মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ ঢাকা/আবরার জাহিন