প্রশ্ন: সঠিক উত্তরটি লেখ।
ক. কোনটির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই?
i) জ্যোতির্বিদ্যা ii) জ্যোতিষিবিদ্যা iii) অণুজীববিদ্যা iv) মহাকাশবিজ্ঞান
উত্তর: ii) জ্যোতিষিবিদ্যা।
খ. ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা কোন দ্বীপে অবস্থিত?
i) লুজন ii) মিন্দানাও iii) ভিসায়াস iv) বর্নিও আইল্যান্ড
উত্তর: i) লুজন।
গ. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?
i) ১টি ii) ৭টি iii) ১১টি iv) ১৫৩টি
উত্তর: iv) ১৫৩টি।
ঘ. ভারতের কেন্দ্রশাসিত রাজ্য নয় কোনটি?
i) নয়াদিল্লি ii) পশ্চিমবঙ্গ iii) লাদাখ iv) জম্মু ও কাশ্মীর
উত্তর: ii) পশ্চিমবঙ্গ।
ঙ. কোনটি বাংলাদেশ ও নেপালকে পৃথক করেছে?
i) লাইন অব কন্ট্রোল ii) ডুরান্ড লাইন iii) শিলিগুড়ি করিডোর iv) র্যাডক্লিফ লাইন
উত্তর: iii) শিলিগুড়ি করিডোর।
প্রশ্ন: সত্য/মিথ্যা যাচাই করে লেখ।
ক. বাংলাদেশের সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা।
উত্তর: মিথ্যা।
প্রশ্ন: বুদ্ধিবৃত্তিক সম্পদ, কপিরাইট ও পেটেন্ট সম্পর্কে লেখ। উদাহরণের মাধ্যমে ধারণাগুলো স্পষ্ট করে লেখ।
উত্তর: কেউ যখন বুদ্ধি খাটিয়ে কোনো কিছু তৈরি করে সেগুলোকে বুদ্ধিবৃত্তিক সম্পদ বলে। কপিরাইট হলো যিনি তৈরি করেছেন, তিনি ছাড়া আর কারও ওই বস্তুটি কপি করার অধিকার নেই। যদি না তাকে অনুমতি দেওয়া হয়।
আর পেটেন্ট হলো- কেউ কোনো কিছু তৈরি করেছেন, অন্যরাও চাইলে এটি ব্যবহার করতে পারবেন; কিন্তু সেক্ষেত্রে যিনি তৈরি করেছেন তার নাম ব্যবহার করতে হবে এবং ব্যবসার স্বার্থে হলে কিছু অর্থ দিতে হবে।
উদাহরণ: চিত্রকর্ম: মোনালিসা। এটি লেওনার্দো দা ভিঞ্চির বুদ্ধিবৃত্তিক সম্পদ।
শেখ শামীম আহমেদ, অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা,/আবরার জাহিন