বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৫। কোন যুদ্ধে হজরত মুহম্মদ (সা.)-এর পরাজয়ের মিথ্যা সংবাদ শোনা গিয়েছিল?
ক. বদর যুদ্ধে খ. ওহুদ যুদ্ধে
গ. আহজাব যুদ্ধে ঘ. খয়বরের যুদ্ধে
১৬। হজরতের সচেতন চিত্তে মুহূর্তের জন্যেও স্থান লাভ করেনি কোনটি?
ক. অর্থচিন্তা খ. বংশ গৌরব
গ. নিদারুণ মনোকষ্ট ঘ. প্রেম ও করুণা
১৭। কোনটির সাধনায় রাসুলের চরিত্র মধুময় হয়ে উঠেছিল?
ক. ধর্মের খ. ন্যায়ের
গ. সত্যের নিবিড় ঘ. সুশাসন
১৮। হজরত মুহম্মদ (সা.) মক্কা ছেড়ে মদিনায় গেলেন কেন?
ক. মদিনাবাসীর নিমন্ত্রণ রক্ষার্থে
খ. সাহাবিদের সঙ্গে দেখা করার জন্য
গ. মদিনাবাসীকে ইসলামী দাওয়াত প্রচার করার জন্য
ঘ. মক্কাবাসীর নির্যাতন সহ্য করতে না পেরে
১৯। ‘মানুষ মুহম্মদ (সা.)’ প্রবন্ধের মূল বক্তব্য কী?
ক. ইসলাম সম্পর্কে জ্ঞানগর্ভ আলোচনা করা
খ. মহানবীর গুণাবলি সম্পর্কে আলোকপাত করা
গ. মহানবীর অলৌকিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা
ঘ. মহানবীর মানবীয় বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা
২০। হজরত মুহম্মদ (সা.) পাপী মানুষকে কী করতেন?
ক. অভিশাপ দিতেন খ. ভালোবাসতেন
গ. উপদেশ দিতেন ঘ. ঘৃণা করতেন
২১। ‘মানুষ মুহম্মদ (সা.)’ প্রবন্ধে বক্তব্য প্রকাশের প্রধান বাহন কী?
ক. মহানবীর ধর্ম প্রচার
খ. মহানবী (সা.)-এর ক্ষমার দৃষ্টান্ত উপস্থাপন
গ. মহানবী (সা.)-এর উদারতার প্রচার
ঘ. মহানবী (সা.)-এর মানবীয় গুণাবলি
২২। হজরত মুহম্মদ (সা.)-কে ‘অনুকরণীয়’ ও ‘বরণীয়’ বলা হয়েছে কেন?
ক. ন্যায়বিচারের জন্য খ. সুশাসনের জন্য
গ. মানবীয় গুণাবলির জন্য ঘ. সাহসিকতার জন্য
২৩। ‘ইমাম হাসান (রা.) তার বিষদাতাকে চিনতে পেরেও তাকে ক্ষমা করে দেন এবং আশীর্বাদও করেন।’ ‘মানুষ মুহম্মদ (সা.)’ প্রবন্ধে উল্লিখিত মহানবী (সা.) এর কোন গুণটি ইমাম হাসান (রা.)-এর মধ্যে দেখা যায়?
ক. সৌজন্যতা খ. ন্যায়পরায়ণতা
গ. মহত্ত্ব ঘ. মানবপ্রেম
২৪। নিচের কোন বক্তব্যে ‘হজরত মুহম্মদ (সা.)’-এর সাদাসিদে জীবনযাপনের চিত্র প্রকাশ ঘটে?
ক. মুহম্মদ (সা.) একজন রাসুল আর কিছু নন
খ. জন্মদুঃখী হইয়া তিনি সংসারে আসিয়াছিলেন
গ. আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই
ঘ. ব্যঙ্গ বিদ্রুপে বারবার তিনি উপহাসিত হইয়াছেন
২৫। নিচের কোন ঘটনায় মহানবী (সা.)-এর মানবপ্রেমের প্রকাশ ঘটে?
ক. নির্যাতন সহ্য করায়
খ. হিজরত করায়
গ. মক্কা জয়ের পর দেওয়া ঘোষণায়
ঘ. অন্ধ লোকটির প্রতি আচরণে
২৬। হজরত মুহম্মদ (সা.)-এর মৃত্যু সংবাদ শুনে হজরত ওমর (রা.)-এর তরবারি হাতে লাফিয়ে ওঠার ঘটনায় প্রকাশ পায়-
ক. বীরত্ব ও ঔদ্ধত্য
খ. রাগ ও ক্ষোভ
গ. গভীর প্রেম ও ভালোবাসা
ঘ. দুঃখ ও হতাশা
নিচের উদ্দীপক দুটি পড়ো এবং ২৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
i. ‘ভাই, তাহার নাম আমি কখনোই মুখে আনিব না। তাহার প্রতি আমার রাগ হিংসা-বিদ্বেষ কিছুই নাই।’
ii. ‘অভিসম্পাত করিতে অনুরুদ্ধ হইয়াও তিনি বলিলেন, না না, তাহা কখনোই সম্ভব নয়।’
২৭। উদ্ধৃতাংশ দুটির মধ্যে বক্তাদের কোন চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
ক. সততা ও ন্যায়বোধ
খ. ঔদার্য ও মহত্ত্ব
গ. স্বজনপ্রীতি ও দয়া
ঘ. মানবপ্রেম ও ভালোবাসা
২৮। মানুষ মুহম্মদ (সা.) প্রবন্ধে তায়েফবাসীর আচরণে কী ফুটে উঠেছে?
ক. নিষ্ঠুরতা ও বর্বরতা
খ. ঘৃণা ও প্রতিশোধস্পৃহা
গ. উগ্রতা ও দমননীতি
ঘ. রসিকতা ও কৌতুকতা
২৯। ‘মানুষ মুহম্মদ (সা.)’ প্রবন্ধের নামকরণ কোন যুক্তিতে ‘মুহম্মদ’ রাখা যায়?
ক. কেন্দ্রীয় চরিত্র খ. স্নেহবাৎসল্য
গ. সত্য প্রচারকারী ঘ. আল্লাহর নবী
৩০। ‘তোমার পতাকা যদি দিয়াছ প্রভু, হীন আমি, তুচ্ছ আমি, নির্বল আমি, তাহা বহন করিবার শক্তি আমায় দাও।’-এ উক্তিতে কী অভিব্যক্ত হয়েছে?
ক. আল্লাহর গুণকীর্তন ও প্রার্থনা
খ. আল্লাহর প্রতি আনুগত্য ও প্রার্থনা
গ. নিজের দুর্বলতা প্রকাশ ও ক্ষমা প্রার্থনা
ঘ. নিজের আত্মবিশ্বাস ও সাহস
৩১। ‘অপূর্ব ক্ষমা’ গল্প ও ‘মানুষ মুহম্মদ (সা.)’ প্রবন্ধ দুটির প্রধান দুটি চরিত্রের বৈশিষ্ট্যগত মিল খুঁজে পাওয়া যায়-
i. ক্ষমা প্রদর্শনে ii. মানবপ্রেমের নজির স্থাপনে
iii. মহত্ত্ব প্রদর্শনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩২। ‘মহৎ হৃদয়ের অধিকারী হাতেমতায়ী তার ঘাতকের পরিচয় জানতে পেরেও ক্ষমা করে দেন এবং ঘাতককে শিরশ্ছেদ করে তার মাথা নিয়ে যেতে বলেন’। ‘মানুষ মুহম্মদ (সা.)’ প্রবন্ধে উল্লিখিত হজরত মুহম্মদ (সা.)-এর যে গুণটি হাতেমতায়ীর মধ্যে লক্ষ করা যায়-
i. মহত্ত্ব ii. মানবপ্রেম iii. প্রতিশোধ
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ১৫. ঘ, ১৬. খ, ১৭. গ, ১৮. ঘ, ১৯. ঘ, ২০. খ, ২১. ঘ, ২২. গ, ২৩. গ, ২৪. গ, ২৫. গ, ২৬. গ, ২৭. খ, ২৮. ক, ২৯. ক, ৩০. খ, ৩১. খ, ৩২. গ।
আতাউর রহমান সায়েম, সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা/আবরার জাহিন