সৃজনশীল প্রশ্ন ও উত্তর-৫
উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ।
ক. UNICEF-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
খ. আন্তর্জাতিক সংগঠন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে কোন আন্তর্জাতিক সংস্থাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. মানবাধিকার সংরক্ষণ ও পরিবেশ উন্নয়নে উদ্দীপকে ইঙ্গিত করা আন্তর্জাতিক সংস্থার ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: ক. UNICEF-এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত।
খ. আন্তর্জাতিক সংস্থা বলতে একাধিক জাতির সমন্বয়ে গঠিত সংগঠনকে বোঝায়, যা একাধিক দেশে তার কার্যক্রমের বিস্তৃতি ঘটিয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশ বা জাতির সমন্বয়ে গঠিত যেসব সংস্থা আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে সমাজকল্যাণ কার্যক্রম প্রণয়ন, উন্নয়ন ও প্রসারে নিয়োজিত থাকে সেসব সংস্থাকেই আন্তর্জাতিক সংস্থা বলা হয়। যেমন- জাতিসংঘ, ইউনিসেফ, রেডক্রিসেন্ট সোসাইটি ইত্যাদি। এসব সংস্থা নিজস্ব নীতিমালা অনুযায়ী সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে।
গ. উদ্দীপকে জাতিসংঘের বিশেষ সংস্থা ইউএনডিপি (UNDP)-কে ইঙ্গিত করা হয়েছে।
বিশ্বব্যাপী আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে জাতিসংঘের যে অঙ্গসংগঠনগুলো কাজ করছে ইউএনডিপি তার অন্যতম। এর পূর্ণ রূপ United Nations Development Programme। ১৯৬৫ সালের নভেম্বরে এ সংস্থা গঠিত হলেও ১৯৬৬ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। ইউএনডিপি বিশ্বের উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোর অংশীদারত্বের ভিত্তিতে টেকসই জাতি গঠনের লক্ষ্যে কাজ করে। এ ছাড়া এর অন্যতম উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী দারিদ্র্য হ্রাস করা। সেই সঙ্গে সংস্থাটি ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত SDG (Sustainable Development Goals) লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করছে। যেসব দেশের শাসনকাঠামো তুলনামূলকভাবে দুর্বল সেসব দেশের গণতান্ত্রিক সরকারব্যবস্থা শক্তিশালীকরণে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার সাধন করা এর অন্যতম উদ্দেশ্য। এ ছাড়া বিভিন্ন দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করা এবং দুর্যোগ-পরবর্তী সময়ে সহায়তা ও পরিবেশের উন্নয়নেও সংস্থাটি কার্যকর ভূমিকা রাখে। ইউএনডিপি বিশ্বব্যাপী মানবাধিকার সংরক্ষণ, নারীর ক্ষমতায়ন এবং উন্নয়নে নারীর অংশীদারত্ব বৃদ্ধি এবং বেকার তরুণ-তরুণীদের জন্য কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। মূলত বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নের উদ্দেশ্যে ইউএনডিপি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। কাজেই বলা যায়, উদ্দীপকে আন্তর্জাতিক সংস্থা ইউএনডিপি (UNDP)-কে ইঙ্গিত করা হয়েছে।
ঘ. মানবাধিকার সংরক্ষণ ও পরিবেশ উন্নয়নে উদ্দীপকে ইঙ্গিত করা আন্তর্জাতিক সংস্থা তথা UNDP অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইউএনডিপির মানবাধিকার কর্মসূচি (এইচআরপি) প্রকল্পটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বিদ্যমান মানবাধিকারবিষয়ক কাঠামোর সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করছে। একই সঙ্গে বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠনগুলোর কর্মকাণ্ডকে এগিয়ে নিতে নাগরিক সমাজের প্রধান উদ্যোগগুলোকেও এর মাধ্যমে সহায়তা করা হয়। এ কর্মসূচিতে বিশেষভাবে নারী ও কমবয়সী মেয়ে, শিশু ও তরুণ, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু প্রতিবন্ধী, দলিত ও অন্যান্য সংখ্যালঘুসহ অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর নজর দেওয়া হয়।
এ ছাড়া পরিবেশ ও জ্বালানি প্রকল্পের মাধ্যমে বাংলাদেশকে UNDP দুই ভাবে সাহায্য করছে। একটি হলো জ্বালানি ও জলবায়ু পরিবর্তন, দ্বিতীয়টি হলো পরিবেশ ও টেকসই উন্নয়ন। গ্রিন হাউস গ্যাস নিয়ন্ত্রণে UNDP মন্ট্রিল প্রোটোকলের আওতায় বাংলাদেশকে সহায়তা দিচ্ছে। UNDP-এর মাধ্যমে বাংলাদেশ ও Global Environment Facility (GEF) ইট প্রস্তুত কারখানায় জ্বালানি সক্ষমতা বাড়ানোর জন্য ৩ মিলিয়ন মার্কিন ডলার দেয়।
সার্বিক আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের দেশগুলোর মানবাধিকার সংরক্ষণ ও পরিবেশ উন্নয়নসহ সামগ্রিক উন্নয়ন ব্যবস্থায় UNDP এবং তার উন্নয়ন সহযোগী সংস্থাগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কামরুন নাহার রুনু, প্রভাষক, সমাজকর্ম, শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ
মধুবাগ, মগবাজার, ঢাকা/আবরার জাহিন