সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: বাংলাদেশের পাঁচটি ফসলের নাম লেখ।
উত্তর: বাংলাদেশের পাঁচটি ফসলের নাম হলো- ১. ধান, ২. ডাল, ৩. গম, ৪. আলু এবং ৫. তৈলবীজ।
প্রশ্ন: বাংলাদেশের তিনটি বৃহৎ শিল্পের নাম লেখ।
উত্তর: বাংলাদেশের তিনটি বৃহৎ শিল্প হলো- সিমেন্ট শিল্প, সার শিল্প এবং চিনি শিল্প।
প্রশ্ন: মাটি দিয়ে তৈরি কয়েকটি জিনিসপত্রের নাম লেখ।
উত্তর: হাঁড়ি-পাতিল, থালা, ফুলদানি, টালি ইত্যাদি।
প্রশ্ন: কোন চামড়াজাত দ্রব্য এ দেশ থেকে রপ্তানি করা হয়?
উত্তর: চামড়াজাত দ্রব্য যেমন- জুতা, ব্যাগ, বেল্ট ইত্যাদি এ দেশ থেকে রপ্তানি করা হয়।
প্রশ্ন: পাটকলগুলো প্রধানত কোথায় অবস্থিত?
উত্তর: পাটকলগুলো প্রধানত নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনার দৌলতপুরসহ নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত।
বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: বৈদেশিক মুদ্রা অর্জনে কৃষি আমাদের কীভাবে সহায়তা করে?
উত্তর: বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এখানে বিভিন্ন ধরনের ফসল জন্মে। যেসব কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়, সেগুলোকে অর্থকরী ফসল বলে। পাট, চা, তামাক ইত্যাদি আমাদের অর্থকরী ফসল। বর্তমানে দেশের চাহিদা পূরণ করেও বিদেশে কৃষিপণ্য রপ্তানি করা হচ্ছে। এ ছাড়া আমাদের দেশ থেকে বিভিন্ন ধরনের মাছ ও হিমায়িত চিংড়ি রপ্তানি করা হচ্ছে। এসব দ্রব্য বিদেশে রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে।
শেখ মনিরুজ্জামান বিপ্লব,শিক্ষক
বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা/আবরার জাহিন