বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৯. X দ্রব্যের দাম 10 টাকা থেকে 20 টাকা হওয়ায় Y দ্রব্যের চাহিদা 50 থেকে 25 একক হলে X ও Y পরস্পর কোন ধরনের দ্রব্য?
(ক) সাধারণ দ্রব্য
(খ) বিলাসজাতীয় দ্রব্য
(গ) পরিপূরক দ্রব্য
(ঘ) পরিবর্তক দ্রব্য
উত্তর: (গ) পরিপূরক দ্রব্য।
২০. Q = - 10 +2P যোগান সমীকরণে-
i. P = অধীন চলক
ii. 10= ধ্রুবক
iii. 2= সহগ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর: (খ) ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
জোগান সমীকরণ : S =- 3 + 3P
(যেখানে = S জোগান, P = দাম)
২১. উদ্দীপকের আলোকে দ্রব্যটির কত দামে জোগান ঋণাত্মক হবে?
(ক) 0 (খ) 5
(গ) 1 (ঘ) 2
উত্তর: (ক) 0
২২. উদ্দীপকের আলোকে দ্রব্যটির দাম বেড়ে 3 টাকা থেকে টাকা 6 হলে জোগান স্থিতিস্থাপকতা (ES) হবে-
(ক) Es < 1
(খ) Es = 0
(গ) Es = 1
(ঘ) Es> 1
উত্তর: (ঘ) Es> 1
২৩. মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে জরুরি-
i. কম্পিউটার
ii. পিন কোড
iii. মোবাইল সেট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: (খ) ii ও iii
২৪। অধ্যাপক মার্শাল অর্থনীতিকে কী বলে অভিহিত করেছেন?
(ক) কল্যাণের বিজ্ঞান
(খ) স্বল্পতার বিজ্ঞান
(গ) সম্পদের বিজ্ঞান
(ঘ) সমস্যার বিজ্ঞান
উত্তর: (ক) কল্যাণের বিজ্ঞান।
২৫। সামষ্টিক শব্দটি ইংরেজি প্রতিশব্দ ‘Macro’ এসেছে কোন শব্দ থেকে?
(ক) Makros
(খ) Macros
(গ) Makro
(ঘ) Macross
উত্তর: (ক) Makros
২৬। ‘শ্রেণিশোষণ অনুপস্থিত’-এটি কোন অর্থব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য?
(ক) ধনতান্ত্রিক
(খ) মিশ্র
(গ) সমাজতান্ত্রিক
(ঘ) ইসলামী
উত্তর: (গ) সমাজতান্ত্রিক।
নিচের চিত্রটি লক্ষ করো এবং ২৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
২৭। ৬০ মণ আলুর সুযোগ ব্যয় কত মণ গম?
(ক) ৪৫ (খ) ৩০ (গ) ২০ (ঘ) ১০
উত্তর: (গ) ২০
২৮. কোনটি সসীম বিহিত মুদ্রা?
(ক) ১০০০ টাকার নোট
(খ) ১০০ টাকার নোট
(গ) ২ টাকার নোট
(ঘ) ১০ টাকার নোট
উত্তর: (গ) ২ টাকার নোট।
২৯. অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে কী বলে?
(ক) চাহিদা (খ) জোগান
(গ) দুষ্প্রাপ্যতা (ঘ) নির্বাচন
উত্তর: (গ) দুষ্প্রাপ্যতা।
৩০. অর্থনীতির যমজ সমস্যাদ্বয় কী?
(ক) চাহিদা ও জোগান
(খ) দক্ষতা ও নির্বাচন
(গ) দুষ্প্রাপ্যতা ও নির্বাচন
(ঘ) নির্বাচন ও অসীমতা
উত্তর: (গ) দুষ্প্রপ্যতা ও নির্বাচন।
মোহাম্মদ ফখরুল আলম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
অর্থনীতি বিভাগ, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা/আবরার জাহিন