বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৫. বিমা করা বিষয়বস্তুতে বিমাগ্রহীতার কোন স্বার্থ থাকে? ক. অর্থনৈতিক স্বার্থ
খ. চুক্তিভিত্তিক স্বার্থ
গ. বৈধ আর্থিক স্বার্থ
ঘ. অনিশ্চিত স্বার্থ
৩৬. ক্ষতির আশঙ্কা স্বাভাবিকের চেয়ে কম থাকলে তাকে কী ঝুঁকি বলা হয়?
ক. আদর্শিক খ. উত্তম আদর্শিক
গ. উপ-আদর্শিক ঘ. অবিমাযোগ্য
৩৭. বিমাযোগ্য স্বার্থের ভিত্তি কোনটি?
ক. অর্থ খ. সুনাম
গ. মালিকানা ঘ. সম্পর্ক
৩৮. বিমা চুক্তির সাধারণ উপাদান কোনটি?
ক. বিমাযোগ্য স্বার্থ
খ. বৈধ প্রতিদান
গ. পরম সদ্বিশ্বাস
ঘ. প্রত্যক্ষ কারণ
৩৯. বিমাচুক্তির আইনগত উপাদান কোনটি?
ক. বিমাযোগ্য স্বার্থ
খ. বৈধ প্রতিদান
গ. প্রত্যক্ষ কারণ
ঘ. স্থলাভিষিক্তকরণ
৪০. বিমা চুক্তির সাধারণ উপাদান কোনটি?
ক. বিমাযোগ্য স্বার্থ খ. বৈধ প্রতিদান
গ. পরম সদ্বিশ্বাস ঘ. প্রত্যক্ষ কারণ
৪১. বিমাযোগ্য স্বার্থ বিমাগ্রহীতার কীসের ওপর নির্ভর করে?
ক. বিষয়বস্তু খ. সুনাম
গ. উদ্দেশ্য ঘ. আর্থিক সুবিধা
৪২. বিমাযোগ্য স্বার্থ হলো-
ক. আর্থিক স্বার্থ খ. প্রত্যক্ষ স্বার্থ
গ. নিজ স্বার্থ ঘ. পরোক্ষ স্বার্থ
৪৩. নিচের কোনটি বিমা চুক্তির বৈশিষ্ট্য?
ক. আর্থিক প্রতিরক্ষা
খ. নিরাপত্তা ও বিনিয়োগের সুযোগ
গ. সঞ্চয় সৃষ্টি ও মূলধন গঠন
ঘ. বৃদ্ধ বয়সের অবলম্বন
৪৪. পুনর্বিমার মুখ্য উদ্দেশ্য কোনটি?
ক. মুনাফা বাড়ানো
খ. গ্রাহক সন্তুষ্টি অর্জন
গ. ঝুঁকি কমানো
ঘ. আস্থা পুনঃপ্রতিষ্ঠা
৪৫. বিমাপত্র সমর্পণ করলে কী ধরনের প্রতিদান মূল্য পাওয়া যায়?
ক. বোনাস খ. সমর্পণ মূল্য
গ. ভাবীস্বত্ব ঘ. প্রতিদান মূল্য
৪৬. জীবন বিমার ক্ষেত্রে বিমা করা অর্থের সঙ্গে ঘোষিত বোনাস যুক্ত করে, যখন পরিশোধ করা হয় তখন তাকে কী বলে?
ক. প্রত্যাবর্তনশীল বোনাস
খ. নগদ বোনাস
গ. কিস্তি হ্রাসকারী বোনাস
ঘ. বাট্টাকৃত বোনাস
৪৭. নিচের কোন বিমাটি ক্ষতিপূরণের চুক্তি বহির্ভূত? ক. জীবন বিমা খ. নৌ বিমা
গ. অগ্নি বিমা ঘ. দুর্ঘটনা বিমা
৪৮. প্রিমিয়াম পরিমাণ বিমাগ্রহীতার কীসের ওপর নির্ভর করে?
ক. ইচ্ছা খ. আয়
গ. প্রত্যাশা ঘ. পেশা
৪৯. কখন অন্যের জীবনের ওপর বিমা করা যায়?
ক. চূড়ান্ত সদ্বিশ্বাস থাকলে
খ. বিমাযোগ্য স্বার্থ থাকলে
গ. ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা থাকলে
ঘ. মুনাফা হওয়ার সম্ভাবনা থাকলে
৫০. জীবন বিমার ক্ষেত্রে বিমাযোগ্য স্বার্থ নেই কোনটিতে?
ক. স্ত্রীর জীবনে স্বামীর
খ. স্বামীর জীবনে স্ত্রীর
গ. দেনাদারের জীবনে পাওনাদার
ঘ. পাওনাদারের জীবনে দেনাদার
উত্তর: ৩৫. ক, ৩৬. খ, ৩৭. ক, ৩৮. ঘ, ৩৯. খ, ৪০. খ, ৪১. ঘ, ৪২. ক, ৪৩. ক, ৪৪. গ, ৪৫. খ, ৪৬. ক, ৪৭. ক, ৪৮. ঘ, ৪৯. খ, ৫০. গ।
মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা/আবরার জাহিন