বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
অধ্যায়-৬
৪. আইন অনুযায়ী প্রাথমিক সমবায় সমিতি গঠনে ন্যূনতম কতজন ব্যক্তি সদস্য থাকতে হয়?
ক. ৭ জন খ. ১০ জন
গ. ১৫ জন ঘ. ২০ জন
৫. কেন্দ্রীয় ও জাতীয় সমবায় সমিতি গঠনে ন্যূনতম সদস্য সংখ্যা কত?
ক. ৭ জন খ. ১০ জন
গ. ১৫ জন ঘ. ২০ জন
৬. সমবায় সংগঠনের মুনাফা বণ্টনে ন্যূনতম শতকরা কতভাগ অর্থ সংরক্ষিত তহবিলে জমা রাখতে হয়?
ক. ১০ খ. ১২
গ. ১৫ ঘ. ১৮
৭. সমবায় সংগঠনের মুনাফা বণ্টনে কতভাগ অর্থ উন্নয়ন তহবিলে জমা রাখতে হয়?
ক. ১০% খ. ৭%
গ. ৫% ঘ. ৩%
৮. সমবায় সংগঠনে কোনো একক সদস্যের শেয়ার মূলধনের সর্বোচ্চ কী পরিমাণ শেয়ার কিনতে পারে?
ক. এক-তৃতীয়াংশ খ. এক-চতুর্থাংশ
গ. এক-পঞ্চমাংশ ঘ. এক-দশমাংশ
৯. সমবায়ে ‘একতাই বল’ কথাটি কোন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?
ক. ঐক্য খ. সাম্য
গ. বন্ধুত্ব ঘ. নৈকট্য
১০. সমবায়ে ‘দশে মিলে করি কাজ’ কোন নীতির সমার্থক?
ক. সহযোগিতা খ. সাম্য
গ. বন্ধুত্ব ঘ. নৈকট্য
অধ্যায়-১২
১। বাংলাদেশে কত সালের পরিবেশ সংরক্ষণ আইন প্রচলিত রয়েছে?
ক. ১৯৯৫ সালের খ. ১৯৯৭ সালের
গ. ২০০০ সালের ঘ. ২০০৬ সালের
২। বাংলাদেশে কত সালের পরিবেশ সংরক্ষণ বিধিমালা প্রচলিত রয়েছে?
ক. ১৯৯৫ সালে খ. ১৯৯৭ সালে
গ. ১৯৯৯ সালে ঘ. ২০০০ সালে
৩। বাংলাদেশে পরিবেশ সুরক্ষায় নিচের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?
ক. পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫
খ. পরিবেশ আদালত আইন ২০০০
গ. ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন ১৯৮৯
ঘ. পরিবেশ নীতি ১৯৯৯
৪। মূল্যবোধ দ্বারা মানুষের কোনটি প্রভাবিত হয়?
ক. বিবেক খ. উপজীবিকা
গ. আচরণ ঘ. জ্ঞানবুদ্ধি
অধ্যায়-৬: ৪. ঘ, ৫.খ, ৬.গ, ৭. ঘ, ৮. গ, ৯. ক, ১০. ক।
অধ্যায়-১২: ১. ক, ২. খ, ৩. ক, ৪. গ।
মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ ঢাকা/আবরার জাহিন