বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
প্রবন্ধ: মানুষ মুহম্মদ (সা.)
৩৩। ‘মানুষ মুহম্মদ (সা.)’ প্রবন্ধের মূল প্রতিপাদ্য কী?
ক. মহানবীর অলৌকিক বৈশিষ্ট্যের আলোচনা
খ. মানুষ হিসেবে মহানবীর বৈশিষ্ট্য আলোচনা
গ. ইসলামের শিক্ষার আলোচনা
ঘ. মহানবীর বহুমাত্রিক গুণ আলোচনা
৩৪। ‘এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো’ - উক্তিটির মধ্য দিয়ে হজরত মুহম্মদ (সা.)- এর চরিত্রের যে দিক ফুটে উঠেছে-
i. ক্ষমাশীলতা ii. উদারতা
iii. সহনশীলতা
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীকটি পড়ো এবং ৩৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মকবুল সাহেব একজন ধর্মপরায়ণ ব্যক্তি হওয়াতে প্রতিবেশীরা তার কাছে টাকা-পয়সা, জিনিসপত্র আমানত রাখেন। মকবুল সাহেবও চাওয়ামাত্র তাদের জিনিসপত্র ফেরত দেন। হজে যাওয়ার সময় তিনি তার ভাইয়ের কাছে সব আমানত রেখে বুঝিয়ে দিয়ে যান, যাতে তার ভাই সময়মতো প্রতিবেশীদের আমানত ফেরত দিতে পারেন।
৩৫। ‘মানুষ মুহম্মদ (সা.)’ প্রবন্ধে উল্লিখিত মহানবী (সা.)-এর কোন গুণটি মকবুল সাহেবের মধ্যে দেখা যায়?
ক. সততা খ. ন্যায়বিচার
গ. বিশ্বস্ততা ঘ. সত্যবাদিতা
নিচের উদ্দীপক পড়ো এবং ৩৬ ও ৩৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
‘একটিমাত্র পিরান কাচিয়া শুকায়নি বলে,
রৌদ্রে ধরিয়া বসিয়া আছে তা খলিফা আঙিনা তলে।’
৩৬। পঙ্ক্তিতে ‘মানুষ মুহম্মদ (সা.)’ প্রবন্ধের কোন বিষয়ের সঙ্গে মিল রয়েছে?
ক. মহানবী (সা.)-এর আড়ম্বরপূর্ণ জীবন
খ. মহানবী (সা.)-এর তুচ্ছতাবোধের প্রকাশ
গ. মহানবী (সা.)-এর নির্যাতিত হওয়ার চিত্র
ঘ. মহানবী (সা.)-এর সাদাসিদে জীবন
৩৭। উল্লিখিত পঙ্ক্তিতে বহিঃপ্রকাশ ঘটেছে-
i. মহানবী (সা.)-এর দারিদ্র্যের মুকুট মাথায় পরিধানের কথা
ii. গৃহে প্রদীপ জ্বালাবার তেল না থাকার কথা
iii. মহানবী (সা.)-এর আত্মকষ্ট সবার কাছে প্রকাশের জন্য
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ৩৩. খ, ৩৪. ঘ, ৩৫. গ, ৩৬. ঘ, ৩৭. ক।
আতাউর রহমান সায়েম, সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা/আবরার জাহিন