বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
গল্প: নিমগাছ
১। নিমগাছের ছাল নিয়ে লোকজন কী কাজে লাগায়?
ক) সেদ্ধ করে খায় খ) ভিজিয়ে খায়
গ) শুকিয়ে খায় ঘ) রান্না করে খায়
২। বাড়ির পাশে নিমগাছ গজালে বিজ্ঞরা খুশি হয় কেন?
ক) এটি দেখতে সুন্দর
খ) এটি উপকারী
গ) এটি পরিবেশবান্ধব
ঘ) এটি আকারে ছোট
৩। বনফুলের প্রকৃত নাম কী?
ক) বলাইঘোষ মুখোপাধ্যায়
খ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
গ) রামচাঁদ মুখোপাধ্যায়
ঘ) হরিপদ ঘোষ
৪। বনফুল কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৮৯৭ সালে খ) ১৮৯৮ সালে
গ) ১৮৯৯ সালে ঘ) ১৯৯০ সালে
৫। ‘নিমের হাওয়া ভালো’ কারা বলেন?
ক) জ্ঞানীরা খ) মূর্খরা
গ) বিজ্ঞরা ঘ) রোগীরা
৬। কে মুগ্ধদৃষ্টিতে চেয়ে রইল নিমগাছের দিকে?
ক) কবি খ) লেখক
গ) কবিরাজ ঘ) লক্ষ্মীবউ
৭। নীল আকাশ থেকে একঝাঁক কী নেমে এসেছে?
ক) তারা খ) নক্ষত্র
গ) ফুল ঘ) পরী
৮। লোকটার সঙ্গে চলে যেতে কার ইচ্ছে করতে লাগল?
ক) কবির খ) নিমগাছটির
গ) বনফুলের ঘ) লক্ষ্মীবউটির
৯। বাড়ির পেছনে আবর্জনার স্তূপের মধ্যে কে দাঁড়িয়ে রইল?
ক) লক্ষ্মীবউ খ) কবি
গ) নিমগাছ ঘ) লেখক
১০। ‘নিমগাছ’ গল্পের ম্যাজিক লাইন কোনটি?
ক) প্রথম লাইন খ) মাঝের লাইন
গ) শেষ লাইন ঘ) দ্বিতীয় লাইন
১১। ‘ছাল’ শব্দের অর্থ কী?
ক) বাকল খ) কাণ্ড
গ) পাতা ঘ) ফল
১২। ‘নিমগাছ’ গল্পটি বনফুলের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
ক) বনফুলের গল্প খ) বিন্দুবিসর্গ
গ) দূরবীন ঘ) অদৃশ্যলোক
১৩। ‘অদৃশ্যলোক’ গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত?
ক) ১৯৪৭ সালে খ) ১৯৪৮ সালে
গ) ১৯৪৯ সালে ঘ) ১৯৫০ সালে
১৪। কেউ নিমগাছটিকে কী করে না?
ক) ভালোবাসে খ) ঘৃণা
গ) যত্ন ঘ) রোপণ
১৫। ‘নিমগাছ’ বনফুল রচিত কোন ধরনের গল্প?
ক) ব্যঞ্জনাধর্মী খ) প্রতীকী
গ) আখ্যানমূলক ঘ) বৃক্ষপ্রেমমূলক
১৬। নিমগাছের সৌন্দর্যে হঠাৎ কাকে ভালো লাগে?
ক) লক্ষ্মীবউকে খ) কবিরাজকে
গ) কবিকে ঘ) লোককে
উত্তর: ১. ক, ২. গ, ৩. খ, ৪. গ, ৫. গ, ৬. ক, ৭. খ, ৮. খ, ৯. গ, ১০. গ, ১১. ক, ১২. ঘ, ১৩. ক, ১৪. গ, ১৫. খ, ১৬. গ।
আতাউর রহমান সায়েম, সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা/আবরার জাহিন