নিচের প্রশ্নের সমাধান করো।
প্রশ্ন: ৫ লিটার ও ৭ লিটার পানির বালতি দিয়ে কীভাবে ৯ লিটার পানি পরিমাপ করা যায়? এক্ষেত্রে বালতির গায়ে কোনো রকম পরিমাপ নির্দেশক দাগ দেওয়া থাকবে না। আবার অন্য কোনো পরিমাপ যন্ত্র যেমন স্কেল বা দাঁড়িপাল্লা ইত্যাদি ব্যবহার করা যাবে না।
সমাধান: প্রথমে ৭ লিটারের বালতিতে পানি দিয়ে পূর্ণ করে সেটা রেখে দিই। অতঃপর আবারও ৭ লিটারের বালতিটি পানি দিয়ে পূর্ণ করে তা থেকে ৫ লিটার বালতিতে ওই পানি ঢেলে আলাদা করে রাখি।
সুতরাং ৭ লিটার বালতিতে পানি অবশিষ্ট থাকে (৭ – ৫) = ২ লিটার।
সুতারাং মোট পানির পরিমাণ হলো-
৭ + ২ = ৯ লিটার।
প্রশ্ন: নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ।
ক। ৪৫-এর মোট কতটি মৌলিক গুণনীয়ক আছে?
উত্তর: ২টি।
খ। ৩৫ ঢ ২; ‘ঢ’ চিহ্নিত অংশে কত বসালে সংখ্যাটি ১, ২, ৩ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
উত্তর: ২।
গ। ‘৭৫২’-এর সঙ্গে কমপক্ষে কত যোগ করলে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে?
উত্তর: ৪।
ঘ। গ.সা.গু.-এর পূর্ণরূপ লেখ।
উত্তর: গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
ঙ। গ.সা.গু. নির্ণয় করার পদ্ধতি মোট কতটি এবং কী কী পদ্ধতি রয়েছে?
উত্তর: গ.সা.গু. নির্ণয় করার পদ্ধতি ৩টি, যথা- মৌলিক গুণনীয়কের বা উৎপাদকের সাহায্যে, গুণিতক তালিকা পদ্ধতি এবং ইউক্লিডীয় পদ্ধতি।
শেখ শামীম আহমেদ, অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা/আবরার জাহিন