প্রথম অধ্যায়: সূচনা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭৪. লেনদেনের সত্যতা যাচাইয়ের জন্য কোনটি ব্যবহৃত হয়?
ক. স্মারকলিপি খ. পরিমেল নিয়মাবলি
গ. ভাউচার ঘ. বিবরণপত্র
৭৫. ভাউচার কে অনুমোদন করেন?
ক. হিসাবরক্ষক খ. ব্যবস্থাপক
গ. ক্যাশিয়ার ঘ. পরিচালক
৭৬. চালানের ওপর ভিত্তি করে কোনটি লেখা হয়?
ক. ক্রয় জাবেদা
খ. বিক্রয় জাবেদা
গ. ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা
ঘ. বহিঃ ফেরত বহি
৭৭. একটি চালান বহিতে কার স্বাক্ষর থাকে?
ক. ক্রেতার খ. ক্রেতার ও বিক্রেতার
গ. বিক্রেতার ঘ. বাণিজ্যিক সংস্থার
৭৮. কে চালান তৈরি করে?
ক. বিক্রেতা খ. ক্রেতা
গ. সরকার ঘ. মধ্যস্থতাকারী কারবারি
৭৯. চালানে কোনটি দেখানো হয় না?
ক. মালের বিবরণ
খ. প্রাপকের ঠিকানা
গ. নগদ বাট্টা
ঘ. টাকার অঙ্ক
৮০. বিক্রয় ফেরত লিপিবদ্ধ করার জন্য যে দলিল ব্যবহৃত হয় তাকে কী বলে?
ক. ডেবিট ভাউচার খ. ডেবিট নোট
গ. ক্রেডিট ভাউচার ঘ. ক্রেডিট নোট
৮১. বিভিন্ন ব্যয়ের স্বপক্ষে কোনটি ব্যবহৃত হয়?
ক. ক্রেডিট নোট
খ. ক্রেডিট ভাউচার
গ. ডেবিট ভাউচার
ঘ. ডেবিট নোট
৮২. ধারে ক্রয় করা পণ্য ফেরত দেওয়ার সময় কোন দলিলটির প্রয়োজন হয়?
ক. ডেবিট ভাউচার খ. ক্রেডিট ভাউচার
গ. ডেবিট নোট ঘ. ক্রেডিট নোট
৮৩. ভাউচার কে প্রস্তুত করেন?
ক. পরিচালক খ. উপ-পরিচালক
গ. ম্যানেজার ঘ. ক্যাশিয়ার
৮৪. নগদ মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়?
ক. ক্যাশমেমো খ. চালান
গ. ক্রেডিট নোট ঘ. ডেবিট নোট
৮৫. ক্রয় ফেরতের জন্য কোন দলিল ব্যবহার করা হয়?
ক. ভাউচার খ. চালান
গ. ক্রেডিট নোট ঘ. ডেবিট নোট
৮৬. ‘আয়’ করার জন্য যে দলিল ব্যবহৃত হয় তাকে কী বলা হয়?
ক. ডেবিট ভাউচার খ. ক্রেডিট ভাউচার
গ. ডেবিট নোট ঘ. ক্রেডিট নোট
৮৭. ক্রেডিট ভাউচারে কয়জনের স্বাক্ষর থাকে?
ক. তিনজনের খ. চারজনের
গ. দুজনের ঘ. একজনের
৮৮. ভাউচার হিসাবভুক্ত করার সময় এতে কে স্বাক্ষর করেন?
ক. মালিক খ. হিসাবরক্ষক
গ. ব্যবস্থাপক ঘ. ক্যাশিয়ার
৮৯. ডেবিট নোটের সাহায্যে লেখা হয়-
ক. ক্রয় বই খ. বিক্রয় বই
গ. ক্রয় ফেরত বই ঘ. বিক্রয় ফেরত বই
উত্তর: ৭৪. গ, ৭৫. খ, ৭৬. গ, ৭৭. খ, ৭৮. ক, ৭৯. গ, ৮০. ঘ, ৮১. গ, ৮২. গ, ৮৩. ঘ, ৮৪. ক, ৮৫. ঘ, ৮৬. খ, ৮৭. খ, ৮৮. খ, ৮৯. গ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর