বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫৫। ইকবাল সাহেবের কর্মরত মন্ত্রণালয়টি প্রতিবন্ধী কল্যাণ ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করে। ইকবাল সাহেব কোন মন্ত্রণালয়ে কর্মরত আছেন?
(ক) সমাজকল্যাণ মন্ত্রণালয়ে
(খ) আইন মন্ত্রণালয়ে
(গ) শিক্ষা মন্ত্রণালয়ে
(ঘ) সমবায় মন্ত্রণালয়ে
৫৬। সমাজকল্যাণ মন্ত্রণালয় স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাগুলোকে কী দিয়ে থাকে?
(ক) সনদপত্র
(খ) জনসমর্থন
(গ) আর্থিক অনুদান
(ঘ) নাগরিক অধিকার
৫৭। দরিদ্র রোগীদের সাহায্যার্থে পরিচালিত কর্মসূচি কার্যকর বাস্তবায়ন নিশ্চিতকরণের ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী?
(ক) সমাজকল্যাণ মন্ত্রণালয়
(খ) স্বাস্থ্য মন্ত্রণালয়
(গ) আইন মন্ত্রণালয়
(ঘ) সমবায় মন্ত্রণালয়
৫৮। জাতিসংঘের সহযোগিতায় কাদের জন্য তিন মাসের প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা করা হয়?
(ক) চিকিৎসকদের
(খ) আইনজীবীদের
(গ) সাংবাদিকদের
(ঘ) সমাজকর্মীদের
৫৯। জাতিসংঘের সহযোগিতায় কোন সালে সমাজকর্মীদের জন্য তিন মাসের প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা করা হয়?
(ক) ১৯৫০ সালে
(খ) ১৯৫১ সালে
(গ) ১৯৫২ সালে
(ঘ) ১৯৫৩ সালে
৬০। বর্ধমান হাউজের বর্তমান নাম কী?
(ক) বাংলা একাডেমি
(খ) শিল্পকলা একাডেমি
(গ) মডেল একাডেমি
(ঘ) মডার্ন একাডেমি
৬১। জাতীয় সমাজসেবা পরিষদ গঠিত হয় কখন?
(ক) ১৯৫৫ সালে
(খ) ১৯৫৬ সালে
(গ) ১৯৫৭ সালে
(ঘ) ১৯৫৮ সালে
৬২। স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা অর্ডিন্যান্স প্রণয়ন করা হয় কত সালে?
(ক) ১৯৬১ সালে
(খ) ১৯৬২ সালে
(গ) ১৯৬৩ সালে
(ঘ) ১৯৬৪ সালে
৬৩। সামাজিক নিরাপত্তা সেবা হিসেবে নিচের কোনটি অধিক যৌক্তিক?
(ক) শিশুভাতা কার্যক্রম
(খ) নারীভাতা কার্যক্রম
(গ) দরিদ্রভাতা কার্যক্রম
(ঘ) বয়স্কভাতা কার্যক্রম
৬৪। বর্তমানে কতটি জেলায় সমাজসেবা কার্যালয় রয়েছে?
(ক) ৪টি (খ) ৫টি
(গ) ৬টি (ঘ) ৭টি
উত্তর: ৫৫. ক, ৫৬. গ, ৫৭. ক, ৫৮. ঘ, ৫৯. ঘ, ৬০. ক, ৬১. খ, ৬২. ক, ৬৩. ঘ, ৬৪. খ।
কামরুন নাহার রুনু, প্রভাষক, সমাজকর্ম
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, মধুবাগ, মগবাজার, ঢাকা/আবরার জাহিন