প্রশ্ন: নিচের শব্দগুলোর প্রতিশব্দ লেখ
উত্তর: তুষার= বরফ, তুহীন, শীতল, হিম, হিমানী, নীহার।
তৃষ্ণা= পিপাসা, পিয়াসা, পিয়াস, ইচ্ছা, তেষ্টা, আকাঙ্ক্ষা।
তৈরি= তৈয়ার, গঠন, গড়া, বানানো, নির্মাণ, প্রস্তুত।
দক্ষ= কুশল, নিপুণ, সুনিপুণ, পারদর্শী, পটু।
দয়া= অনুগ্রহ, অনুকম্পা, ক্ষমা, কৃপা, বদান্যতা, করুণা, মায়া।
দরদ= ব্যথা, মমতা, টান, সহানুভূতি, সমবেদনা, বেদনা, আকর্ষণ।
দরিদ্র= অসহায়, দুর্গত, গরিব, দীন, বিত্তহীন, নির্ধন, সহায়সম্বলহীন।
দলিল= নথি, পাট্টা, কাগজপত্র, নথিপত্র, দস্তাবেজ।
দান= দেওয়া, ত্যাগ, বিতরণ, অর্পণ, প্রদান, সম্প্রদান, সমর্পণ, উৎসর্গ।
দাস= ভৃত্য, গোলাম, অনুগত, আজ্ঞাবহ, চাকর, কৈবর্ত, ক্রীতদাস, অধীন।
দীন= দরিদ্র, দুঃখ, হীন, অসহায়, দুস্থ, গরিব, অভাবগ্রস্ত।
দুঃখ= কষ্ট, যন্ত্রণা, মর্মপীড়া, ক্লেশ, অন্তর্বেদনা, ব্যথা, যাতনা, মনোবেদনা, বেদনা।
ধন= বিত্ত, সম্পদ, ঐশ্বর্য, অর্থ, সম্পত্তি, টাকা-পয়সা, টাকাকড়ি, বৈভব।
ধবল= ধলা, শ্বেত, শুভ্র, সাদা, সফেদ।
ধর্ম= রীতি, আইন, পুণ্য, আচরণ, হিতকর, সৎকর্ম, ধরম, পুণ্যকর্ম।
ধ্বংস= নাশ, ভস্ম, বিলোপ, বধ, শেষ, বিনাশ, প্রলয়, বিধ্বংস।
নদী= তটিনী, নদনদী, তরঙ্গিণী, শৈবলিনী, প্রবাহিনী, সমুদ্রকান্তা, দরিয়া, গাঙ।
নবীন= আনকোরা, নব্য, আধুনিক, সদ্যোজাত, অধুনা, তাজা, নতুন, নব, নয়া।
নম্র= ভদ্র, শান্ত, বিনয়াবনত, শিষ্ট, কোমল, বিনয়ী, নরম।
নর= মানব, মনুষ্য, মানুষ, মর্দ, লোক, পুরুষ।
নাম= অভিধা, খ্যাতি, আখ্যা, সুনাম, উল্লেখ, পরিচয়, মর্যাদা।
নারী= ললনা, কামিনী, মহিলা, স্ত্রী, রমণী, মেয়ে, রামা, মানবী।
নিকট= অদূর, কাছে, সন্নিহিত, অদূরবর্তী।
নিজ= আপন, স্বয়ং, নিজস্ব, আপনি, স্বীয়, স্বকীয়, ব্যক্তিগত।
নিত্য= নিয়মিত, প্রাত্যহিক, সতত, চিরস্থায়ী, প্রত্যহ, নিরন্তর, সর্বদা, রোজ।
নিদ্রা= ঘুম, সুপ্তি, বিশ্রাম, তন্দ্রা, অসাড়।
পণ্ডিত= বিজ্ঞ, প্রাজ্ঞ, সুধী, বিশারদ, বিচক্ষণ, বিদ্বান, বুধ, মনীষী।
পতন= অবনতি, পড়া, ধ্বংস, অধোগতি, স্থলন।
পতাকা= নিশান, ঝান্ডা, কেতু, কেতন, বৈজয়ন্তী, ধ্বজা।
পত্নী= বউ, সহধর্মিণী, কলত্র, জায়া, দারা, অর্ধাঙ্গী, গৃহিণী, জীবনসাথী, গিন্নি, স্ত্রী।
পত্র= চিঠি, পল্লব, পাতা, কিশলয়।
পথ= সড়ক, সরণি, নিগম, রাস্তা, অয়ন, রাহা, বাট, দ্বার।
পদ্ম= অম্বুজ, অরবিন্দ, উৎপল, কমল, কুবল, পঙ্কজ, শতদল, কুমুদ।
পরম= শ্রেষ্ঠ, অত্যন্ত, প্রকৃত, প্রধান, চূড়ান্ত, মহৎ, সর্বাতীত, ধ্রুব, চরম।
পরিবর্তন= রূপান্তর, বদল, বদলানো, সংস্কার, সংশোধন, প্রকারন্তর, পাল্টানো।
পর্বত= গিরি, শৈল, পাহাড়, অদ্রি, মহীধর, ধরাধর, ভূধর, ক্ষিতিধর।
পাথর= কাঁকর, উপল, প্রস্তর, শিলা, কঙ্কর।
পানি= জল, অম্বু, সলিল, উদক, নীর, প্রাণদ, বারি।
পাপ= গুনাহ, অনাচার, কলুষ, কুকর্ম, পাতক, দুষ্কর্ম, দুষ্কৃতি।
পিতা= বাবা, জন্মদাতা, আব্বা, পিতৃ, জনক, বাপ।
পুত্র= ছেলে, দুলাল, খোকা, তনয়, আত্মজ, পুত, কুমার, পোলা।
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক (বাংলা)
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা/আবরার জাহিন