বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। প্রাণিজগতের ভিন্নতার কারণ কী?
(ক) প্রজাতিগত বৈচিত্র্য
(খ) আচরণগত বৈচিত্র্য
(গ) খাদ্যাভ্যাসগত বৈচিত্র্য (ঘ) চলাচলগত বৈচিত্র্য
২। প্রাণিবিদ্যার জনক কে?
(ক) লিনিয়াস
(খ) থিওফ্রাস্টাস
(গ) অ্যারিস্টটল
(ঘ) ডারউইন
৩। অরীয় ক্লিভেজ দেখা যায় কোন পর্বে?
(ক) Annelida
(খ) Arthropda
(গ) Mollusca
(ঘ) Chordata
৪। দ্বিপার্শীয় ক্লিভেজ/প্রতিসম্যতা দেখা যায় কোন পর্বে?
(ক) Annelida (খ) Arthropda
(গ) Mollusca (ঘ) Chordata
৫। সর্পিল ক্লিভেজ দেখা যায় কোন পর্বে?
i. Annelida ii. Mollusca iii. Chordata
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৬। প্রাণিদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সৃষ্টি হয় কোথা থেকে?
(ক) সিলোম (খ) ভ্রূণস্তর
(গ) খণ্ডক (ঘ) নটোকর্ড
৭। নিচের কোন প্রাণী দ্বিস্তরী?
(ক) তারামাছ (খ) ঘাসফড়িং
(গ) জোঁক (ঘ) হাইড্রা
৮। প্রতিসাম্যতা হলো-
(ক) তিনটি ভ্রূণস্তরবিশিষ্ট দশা
(খ) যেকোনো তলের ভিত্তিতে প্রাণীর অঙ্গীকার অবস্থান
(গ) একই ধরনের খণ্ডাংশবিশিষ্ট অবস্থা
(ঘ) প্রাণীতে কয়েকটি অঞ্চলে বিভাজনের পদ্ধতি
৯। Volvox-এ কোন ধরনের প্রতিসাম্য দেখা যায়?
(ক) গোলীয় (খ) অরীয়
(গ) দ্বিপার্শ্বীয় (ঘ) অপ্রতিসাম্য
১০। নিচের কোনটিতে অরীয় প্রতিসাম্যতা দেখা যায়?
(ক) জেলিফিস (খ) শামুক
(গ) মানুষ (ঘ) প্রজাপতি
১০। অরীয় প্রতিসাম্যের উদাহরণ হলো–
i. Hydra ii. Taenia iii. Astropecten
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১১। কোন প্রাণী দ্বি-অরীয় প্রতিসম?
(ক) Metridium (খ) Cliona
(গ) Cealoplana (ঘ) Aurdia
১২। সমুদ্র তারা-এর প্রতিসাম্যতা কোন ধরনের?
(ক) দ্বিপার্শ্বীয় (খ) গোলীয়
(গ) পঞ্চ অরীয় (ঘ) দ্বি-অরীয়
১৩। কোন প্রাণী দ্বিপাশ্বয় প্রতিসম?
(ক) ব্যাঙ (খ) হাইড্রা
(গ) তারা মাছ (ঘ) জোঁক
১৪। অপ্রতিসাম্যতার উদাহরণ কোনটি?
(ক) Volvox (খ) Pila
(গ) Hydra (ঘ) Julus
১৫। ত্রিপদ নামকরণের প্রবক্তা কোন বিজ্ঞানী?
(ক) লিনিয়াস (খ) স্লেজেল
(গ) ল্যামার্ক (ঘ) হ্যাক্সলে
১৬। অঞ্চলায়ন কোন পর্বের শ্রেণিবিন্যাসের জন্য গুরুত্বপূর্ণ?
(ক) Mollusca (খ) Arthropda
(গ) Annelida (ঘ) Echinodermata
উত্তর: ১. ক, ২. গ, ৩. খ, ৪. ঘ, ৫. ক, ৬. ঘ, ৭. খ, ৮. ক, ৯. ক, ১০. খ, ১১. গ, ১২. গ, ১৩. ক, ১৪. খ, ১৫. খ, ১৬. খ।
সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল/আবরার জাহিন