বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩০. শিশুর প্রমিত রীতি শেখার প্রধান মাধ্যম—
ক. মায়ের মুখের ভাষা
খ. বিভিন্ন ভাষার বই
গ. বিভিন্ন উপভাষা
ঘ. পাঠ্যপুস্তক
৩১. কীসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে থাকে?
ক. কাল ও দেশভেদে
খ. পরিবেশ ও অঞ্চলভেদে
গ. কাল ও স্থানভেদে
ঘ. দেশ, কাল ও পরিবেশভেদে
৩২. বাংলা ভাষার সবচেয়ে পুরোনো রীতি হলো-
ক. অমিত্রাক্ষর খ. মিত্রাক্ষর
গ. পদ্য কাব্য ঘ. পয়ার
৩৩. বিভিন্ন অঞ্চলের উপভাষার কথ্যরীতি সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে কী বলে?
ক. সাধু ভাষা খ. মিশ্র ভাষা
গ. আদর্শ চলিত ভাষা ঘ. আঞ্চলিক ভাষা
৩৪. বাংলা ভাষার রীতি কয়টি?
ক. দুটি খ. তিনটি
গ. পাঁচটি ঘ. চারটি
৩৫. বাংলা লেখ্য ভাষার রীতি কয়টি?
ক. দুটি খ. তিনটি
গ. পাঁচটি ঘ. চারটি
৩৬. সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি?
ক. গুরুগম্ভীর খ. অবোধ্য
গ. গুরুচণ্ডালী ঘ. দুর্বোধ্য
৩৭. ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে?
ক. চলতি খ. আঞ্চলিক
গ. সাধু ঘ. প্রাকৃত
৩৮. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
ক. কথ্য ভাষা খ. লেখ্য ভাষা
গ. সাধু ভাষা ঘ. চলিত ভাষা
৩৯. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. প্যারীচাদ মিত্র
ঘ. প্রমথ চৌধুরী
৪০. কোন রীতির আঞ্চলিক ভেদ সহজে বোঝা যায়?
ক. আঞ্চলিক রীতির খ. চলিত রীতির
গ. কথ্য রীতির ঘ. সাধু রীতির
৪১. আসামের বরাক ও ত্রিপুরা অঞ্চলের উপভাষা কী নামে পরিচিত?
ক. বরেন্দ্রি খ. কামরূপি
গ. রাঢ়ি ঘ. পূর্বি
৪২. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?
ক. বিশেষ্য ও বিশেষণে
খ. ক্রিয়া ও সর্বনামে
গ. ক্রিয়ায়
ঘ. বিশেষ্যে
৪৩. কোনটি চলিত ভাষারীতির বৈশিষ্ট্য?
ক. বিশেষণ ও ক্রিয়া
খ. গুরুগম্ভীর
গ. তৎসম শব্দবহুল
ঘ. তদ্ভব শব্দবহুল
৪৪. ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী?
ক. সাধু রীতি
খ. কাব্য রীতি
গ. প্রমিত রীতি
ঘ. চলিত রীতি
৪৫. সাহিত্যের একমাত্র কোন মাধ্যমটিতে ভাষারীতি মিশ্রণ দূষণীয়?
ক. উপন্যাসে
খ. নাটকে
গ. গল্পে
ঘ. কবিতায়
৪৬. নিচের কোনটি চলিত রীতির শব্দ?
ক. তুলা খ. পড়িল
গ. শুকনো ঘ. শুকনা
৪৭. ‘বন্য’ শব্দের চলিত রূপ কোনটি?
ক. বুন খ. বন
গ. বুনো ঘ. বৃন
উত্তর: ৩০. ঘ, ৩১. ঘ, ৩২. গ, ৩৩. গ, ৩৪. ক, ৩৫. খ, ৩৬. ক, ৩৭. গ, ৩৮. গ, ৩৯. ঘ, ৪০. গ, ৪১. ঘ, ৪২. খ, ৪৩. ঘ, ৪৪. ক, ৪৫. ঘ, ৪৬. গ, ৪৭. গ।
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা/আবরার জাহিন