ঢাকা ২০ আশ্বিন ১৪৩১, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

Experience-7, A Whole in the Fence-এর ৩টি নমুনা প্রশ্নোত্তর, অষ্টম শ্রেণির নতুন পাঠ্যক্রম- ইংরেজি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ০৮:১৬ পিএম
Experience-7, A Whole in the Fence-এর ৩টি নমুনা প্রশ্নোত্তর, অষ্টম শ্রেণির নতুন পাঠ্যক্রম- ইংরেজি

7.3.1 Now, read the following note about how to use different forms of verbs to indicate different times. It will help you to use the correct forms of verbs expressing the specific time of actions in a sentence.

Note on ‘The use of correct forms of verbs’.
Prasun is a curious young boy who loves learn different languages. One day, while reading a book on how to use the English language correctly, he lost himself in the book and started his learning journey with his language teacher, a talking parrot. “Hello there, young boy! I am a parrot. What’s your name?” said the parrot. 
“My name is Prasun. Nice to meet you, dear Parrot,” replied Prasun.” “Call me Polly, Prasun,” said Polly.
“A lovely name. How fluently you speak! Will you help me to speak English fluently and correctly?” said Prasun.
“I would love to do that,” said Polly.
Question: “How will I learn to speak?” said Prasun.
Answer: “You need to learn some things. Using correct forms of verbs is one of them and for this you need to know the tenses with time adverbials,” said Polly. 
Polly also said, “To learn tenses you need to know about helping verbs and forms of verbs.”
Question: “What is helping verb?” said Prasun.
Answer (Polly replied): The verb which is used with a main verb to form tenses, voices is called helping verb. They are-
Am, is, are, was, were, do, does, did, have, has, had, can, could, may, might, must, need, dare, ought to, used to.
Question: “How many kinds of forms of verbs are there?” said Prasun. 

Answer (Polly replied): There are six kinds forms of verbs-
1. Base form (be)
2. Present form (go)
3. Past form (went)
4. Past participle form (gone)
5. ‘ing’ form (going)
6. ‘s/es’ form (goes)

মো. নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক
সাভার অধরচন্দ্র সরকারি উচ্চবিদ্যালয় সাভার, ঢাকা/আবরার জাহিন

চলতি মাসেই এইচএসসির ফলাফল

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ১০:২৭ পিএম
আপডেট: ০৪ অক্টোবর ২০২৪, ১০:৪৪ পিএম
চলতি মাসেই এইচএসসির ফলাফল
চলতি অক্টোবর মাসের মাঝামাঝিতে এইচএসসির ফলাফল প্রকাশ

অক্টোবরের ১৫ থেকে ১৭ তারিখের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রস্তাব করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার এ তথ্য জানান। শিক্ষা মন্ত্রণালয় এই তিন তারিখ মধ্যে যেকোনো দিন ফল প্রকাশ করার জন্য নির্ধারণ করবে।

প্রসঙ্গত, চলতি বছরের গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। কিন্তু কোটা সংস্কার আন্দোলনের কারণে পরীক্ষা কয়েক দফা স্থগিত করা হয়। স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হলেও পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে তা বাতিল করা হয়। আর ফলাফল প্রস্তুতের ক্ষেত্রে নির্দেশনায় বলা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষায় যেসব বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেসব বিষয়ে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন পূর্ণ মানের ভিত্তিতে প্রস্তুত করতে হবে। আর যেসব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, সেসব বিষয়ের জন্য সংশ্লিষ্ট পরীক্ষার্থীর স্ব-স্ব এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলকে শতভাগ ভিত্তি ধরে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতি ব্যবহার করে ফল প্রস্তুত করতে হবে।



সাধারণ জ্ঞান বিষয়ের ১২টি প্রশ্নোত্তর, ১১তম পর্ব, ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৩:০৫ পিএম
সাধারণ জ্ঞান বিষয়ের ১২টি প্রশ্নোত্তর, ১১তম পর্ব, ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট
ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা প্যারেড করছে। প্রতীকী ছবি-সংগৃহীত

মডেল টেস্ট-সাধারণ জ্ঞান

প্রশ্ন: এক কথায় উত্তর লেখ।
ক। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতির নাম লেখ। 
উত্তর: এম এ জি ওসমানি।

খ। ১০ এপ্রিল ১৯৭১ সালে সমগ্র দেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়? 
উত্তর: ৪টি অঞ্চলে।

গ। মহান মুক্তযুদ্ধে সমগ্র দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 
উত্তর: ১১টি সেক্টরে।

ঘ। মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনী হিসেবে কাজ করত কারা? 
উত্তর: ছাত্র ও যুবকরা।

ঙ। মুক্তিযুদ্ধে ঢাকার গেরিলাদল কী নামে পরিচিত ছিল? 
উত্তর: ক্র্যাক প্লাটুন।

চ। বঙ্গবন্ধু নৌ বহর কত সালের কত তারিখে উদ্বোধন করা হয়? 
উত্তর: ১৯৭১ সালের ৯ নভেম্বর।

ছ। মুক্তিযুদ্ধে নৌপথ কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 
উত্তর: ১০ নম্বর সেক্টর। 

জ। মিশ্রণ কাকে বলে? 
উত্তর: একের অধিক বিভিন্ন পদার্থের সংমিশ্রণে যা পাওয়া যায় তাকে মিশ্রণ বলে। 

ঝ। রাষ্ট্র কাকে বলে? 
উত্তর: রাষ্ট্র হলো এমন একটি সংগঠন যার একটি নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌম ক্ষমতা আছে। 

ঞ। ইন্টারনেট বিশ্ব কোষের নাম লেখ। 
উত্তর: Wikipidea।

প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো। 
ক। মহান মুক্তিযুদ্ধে ভারত উপহার দেন, …… পদ্মা জাহান। 
খ। এম এফ বা মুক্তি ফৌজ ……গঠিত হয়। 

উত্তর: ক। মহান মুক্তিযুদ্ধে ভারত উপহার দেন, বি এন এস পদ্মা জাহান। 
খ। এম এফ বা মুক্তি ফৌজ বাঙালি সৈনিকদের নিয়ে গঠিত হয়।

লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা

কবীর

কোষ ও এর গঠন অধ্যায়ের ১৬টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, এইচএসসি জীববিজ্ঞান প্রথম পত্র

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০১:৩৫ পিএম
কোষ ও এর গঠন অধ্যায়ের ১৬টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, এইচএসসি জীববিজ্ঞান প্রথম পত্র
কোষের গঠন, প্রতীকী ছবি-সংগৃহীত

প্রথম অধ্যায় : কোষ ও এর গঠন

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১। পাশাপাশি কোষপ্রাচীরের সূক্ষ্ম ছিদ্রপথে সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হলে তাকে বলে- 
(ক) প্লাজমালেমা        
(খ) প্লাজমোডেসমাটা
(গ) মাইসেলি        
(ঘ) পিটমেমব্রেন

২। জীবনের ভৌত ভিত্তি কোনটি? 
(ক) প্রোটোপ্লাজম    
(খ) সাইটোপ্লাজম
(গ) নিউক্লিওপ্লাজম    
(ঘ) প্লাজমোডিয়াম

৩। কোষঝিল্লির ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? 
(ক) ভেদ্য                         (খ) ত্রিস্তরী 
(গ) প্লাজমোডেসমাযুক্ত     (ঘ) স্থিতিস্থাপক

৪। কোনটি আদি কোষ? 
(ক) Riccia     (খ) Ulothrix 
(গ) Mucor     (ঘ) E. coli

৫। Ribosome-এর নাম কে প্রস্তাব করেন?
(ক) Albert Claude    
(খ) Richard B. Roberts
(গ) George Palade    
(ঘ) Christian de Duve

৬। মধ্যপর্দায় অধিক পরিমাণে থাকে-
(ক) পেকটিক অ্যাসিড    (খ) সেলুলোজ
(গ) গ্লাইকোপ্রোটিন         (ঘ) লিগনিন

৭। কোষ আবিষ্কার করেন কে? 
(ক) লিউয়েন হুক        (খ) রবার্ট হুক    
(গ) রবার্ট ব্রাউন           (ঘ) রবার্ট ডারউইন

৮। উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি? 
(ক) সেলুলোজ           (খ) স্টার্চ
(গ) গ্লাইকোজেন        (ঘ) মাইসেলি

৯। কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটি? 
(ক) সেলুলোজ           (খ) স্টার্চ
(গ) গ্লাইকোজেন        (ঘ) মাইসেলি

১০। কোষবিভাজনের সময় কোষপ্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু? 
(ক) গলজি বস্তু    
(খ) রাইবোসোম
(গ) মাইক্রোটিউবিউল    
(ঘ) লাইসোজোম

১১। আদি কোষী জীব কোনটি? 
(ক) ইস্ট                    (খ) অ্যামিবা
(গ) প্লাজমোডিয়াম    (ঘ) মাইকোপ্লাজমা

১২। প্লাজমা মেমব্রেনের খাঁজ সৃষ্টির জন্য দায়ী-
(ক) অ্যাকটিন ও মায়োসিন    
(খ) অ্যাকটিন ও নিয়াসিন
(গ) মায়োসিন ও নিয়াসিন    
(ঘ) অ্যাকটিন ও সাইটোসিন

১৩। প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলের কোন অংশ তরল? 
(ক) লিপিট                   (খ) প্রোটিন 
(গ) কার্বোহাইড্রেট        (ঘ) এনজাইম

১৪। ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী ফসফোলিপিড অণুগুলো-
i. পাশে ব্যাপ্ত হয় 
ii. অক্ষ বরাবর ঘুরতে সক্ষম
iii. দুই স্তরের মধ্যে স্থান পরিবর্তন করে 
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii     (খ) i ও iii 
(গ) ii ও iii     (ঘ) i, ii ও iii

১৫। নিচের কোন গঠনটি সাইটোপ্লাজমের নয়? 
(ক) গালগি বডি        
(খ) রাইবোসোম
(গ) ক্রোমাটিন তন্তু    
(ঘ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

১৬। নিচের চিত্রে A চিহ্নিত অংশটি হলো-


(ক) মধ্যপর্দা                  (খ) প্রাইমারি প্রাচীর
(গ) সেকেন্ডারি প্রাচীর    (ঘ) প্লাজমোডেসমাটা

উত্তর: ১. খ, ২. ক, ৩. ঘ, ৪. ঘ, ৫. খ, ৬. ক, ৭. খ, ৮. ক, ৯. ঘ, ১০. ক, ১১. ঘ, ১২. ক, ১৩. ক, ১৪. ক, ১৫. গ, ১৬. খ।

লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল

কবীর

 

Right Forms of Verbs- এর ৪টি Rules, অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার ইংরেজি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ১২:২৯ পিএম
আপডেট: ০৩ অক্টোবর ২০২৪, ১২:৩০ পিএম
Right Forms of Verbs- এর ৪টি Rules, অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার ইংরেজি
শিক্ষক ক্লাস নিচ্ছেন। প্রতীকী ছবি-সংগৃীত

Right Forms of Verbs-এর Rule

Right Forms of Verbs-এর Rule: Right অর্থ সঠিক। আমরা ইচ্ছে করলেই যেকোনো বাক্যে যেকোনো number ও person-এর subject-এর সঙ্গে verb-এর যেকোনো form ব্যবহার করতে পারি না। Tense এবং subject-এর number ও person অনুযায়ী verb-এর সঠিক রূপ ব্যবহার করতে হয়। Verb-এর form মোট ৬টি। সেগুলো হলো-
1. Base Form
2. Present Form
3. Past Form
4. Past participle Form
5. ‘Ing’ Form
6. ‘S/es’ Form
Rule-1. কোন বাক্যে regularly, generally, usually, normally, often, very often ইত্যাদি থাকলে বাক্যটি present indefinite tense হবে। যেমন- 
Question: We usually (take) our supper at 9 pm.
Answer: We usually take our supper at 9 pm.

Rule- 2. কোন বাক্য দিয়ে Universal truth (চিরন্তন সত্য), Scientific truth (বৈজ্ঞানিক সত্য), habitual fact (অভ্যাসগত কর্ম) বোঝালে বাক্যটি present indefinite tense হবে। যেমন-
Question: Man (be) mortal. 
Answer: Man is mortal. 

Rule-3. কোনো বাক্য Present Indefinite Tense হলে এবং subject 3rd person singular number হলে verb-এর সঙ্গে ‘s’ বা ‘es’ যুক্ত হয়। verb-এর শেষে ch, o, sh থাকলে ‘es’ আর সকল ক্ষেত্রে ‘s’ যুক্ত হয়। যেমন-
Question: 1. He (go) to school daily.
Answer: He goes to school daily. 
Question: They (play) football every afternoon. 
Answer: They play football every afternoon.

Rule-4. কোন বাক্যে now, at this moment থাকলে বাক্যটি present continuous tense হবে। যেমন-
Question: The boys (play) cricket now.
Answer: The boys are playing cricket now.

লেখক : সিনিয়র  শিক্ষক
সাভার অধরচন্দ্র সরকারি উচ্চবিদ্যালয় সাভার, ঢাকা

কবীর

বিলাসী গল্পের ৫২টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, এইচএসসি বাংলা প্রথম পত্র

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ১২:২০ পিএম
বিলাসী গল্পের ৫২টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, এইচএসসি বাংলা প্রথম পত্র
বিলাসী গল্পের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ছবি-সংগৃহীত

 

গল্প: বিলাসী 

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

 
১। ‘বিলাসী’ গল্পটি প্রথম কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়? 
উত্তর: ১৩২৫ বঙ্গাব্দে (১৯১৮ খ্রিষ্টাব্দ) ‘ভারতী’ পত্রিকায় প্রকাশিত হয়।

২। লেখকের কাছে কেবল সার্থকতা নয় কোনটি? 
উত্তর: ‘টিকিয়া থাকা’। 

৩। ‘বিলাসী’ গল্পে শরৎচন্দ্রের কোন জীবনের ছায়া রয়েছে? 
উত্তর: জীবনের প্রথম অংশের।

৪। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে, কেন সন্ন্যাসী হয়েছিলেন? 
উত্তর: ২৪ বছর বয়সে, ঝোঁকের মাথায়।

৫। ‘বিলাসী’ গল্পটি কোন পুরুষে বর্ণিত? 
উত্তর: উত্তম পুরুষে। 

৬। বিলাসী চরিত্রের প্রধান তিনটি গুণ কী? 
উত্তর: কর্মনিপুণ, বুদ্ধিমতী, সেবাব্রতী।

৭। ‘বিলাসী’ গল্পে সমাজের প্রধানত কোন চেহারাটি প্রকাশিত হয়েছে? 
উত্তর: অনুদারতা ও রক্ষণশীলতার চেহারা।

৮। ভূদেব বাবু কে? 
উত্তর: উনিশ শতকের বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ।

৯। ‘কামাখ্যা’ কোথায় অবস্থিত? 
উত্তর: ভারতের আসামের একটি প্রাচীন তীর্থস্থান।

১০। ‘সত্যযুগ’ কোন সময়?    
উত্তর: ভারতীয় পুরাণে বর্ণিত পৃথিবীর প্রথম যুগ।

১১। ‘কলিযুগ’ কী? 
উত্তর: ভারতীয় পুরাণে বর্ণিত পৃথিবীর শেষ যুগ।

১২। ‘মালো’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? 
উত্তর: সাপের ওঝা অর্থে।

১৩। ‘সেকেন্ড ক্লাস’ কোন শ্রেণি? 
উত্তর: বর্তমান নবম শ্রেণি।

১৪। ন্যাড়ার বয়স কত ছিল? 
উত্তর: চল্লিশের কোঠা পেরিয়েছিল।

১৫। ‘পারশিয়া’ বর্তমান কোন দেশ? 
উত্তর: ইরান।

১৬। ‘এডেন বন্দর’ কীসের জন্য বিখ্যাত ছিল? 
উত্তর: সামুদ্রিক লবণ তৈরির জন্য।

১৭। শরৎচন্দ্রের প্রথম গল্প কোনটি? 
উত্তর: মন্দির (কুন্তলীন পুরস্কারপ্রাপ্ত)।

১৮। ‘বিলাসী’ গল্পে স্কুল-বালকদের যাতায়াতে কত ক্রোশ পথ ব্যয় করতে হতো? 
উত্তর: চার ক্রোশ।

১৯। বালকদের দুরবস্থা দেখে মা সরস্বতী মুখ লুকান কেন? 
উত্তর: লজ্জায়।

২০। ভদ্রলোকেরা ছেলেপুলে নিয়ে শহরে পালান কেন? 
উত্তর: চার ক্রোশ হাঁটার জ্বালায়।

 ২১। মৃত্যুঞ্জয়ের কোন ক্লাসে পড়ার ইতিহাস কেউ কখনো শোনেনি? 
উত্তর: ফোর্থ ক্লাসে।

২২। মৃত্যুঞ্জয়ের একমাত্র আত্মীয় কে ছিলেন? 
উত্তর: এক জ্ঞাতি খুড়ো।

২৩। মৃত্যুঞ্জয়ের খুড়োর কাজ কী ছিল? 
উত্তর: ভাইপোর নানাবিধ দুর্নাম রটনা করা।

২৪। খুড়ো কোন আদালতের হুকুমে মৃত্যুঞ্জয়ের সম্পত্তি পান?
উত্তর: ওপরের আদালতের হুকুমে।

২৫। কার চিকিৎসায় মৃত্যুঞ্জয় সুস্থ হয়ে ওঠে? 
উত্তর: মালোপাড়ার এক বুড়ো মালোর চিকিৎসায়।

২৬। বিলাসীর বয়স কত? 
উত্তর: আঠারো কিংবা আটাশ।

আরো পড়ুন : বিলাসী গল্পের মূলভাব নিয়ে আলোচনা

২৭। মৃত্যুঞ্জয়ের পোড়োবাড়িতে কীসের বালাই নাই? 
উত্তর: প্রাচীরের বালাই নাই।

২৮। অসুস্থ মৃত্যুঞ্জয় কত মাস শয্যাগত ছিল? 
উত্তর: প্রায় দেড় মাস।

২৯। অসুস্থ মৃত্যুঞ্জয় কতদিন অচেতন ছিল? 
উত্তর: দশ-পনেরো দিন।

৩০। মৃত্যুঞ্জয়ের বাগানটি কত বিঘার ছিল? 
উত্তর: কুড়ি-পঁচিশ বিঘার।

৩১। ন্যাড়ার আত্মীয়ের স্ত্রী কী কারণে কান্নাকাটি করেছিল? 
উত্তর: সহমরণের জন্য।

৩২। অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখে আসার কতদিন পর্যন্ত ন্যাড়া আর খবর নেয়নি? 
উত্তর: মাস দুই পর্যন্ত।

৩৩। মৃত্যুঞ্জয়ের খুড়োর নাম কী? 
উত্তর: নালতের মিত্তির।

৩৪। মৃত্যুঞ্জয় কোন বংশের সুনাম ডুবিয়েছে? 
উত্তর: মিত্তির বংশের।

৩৫। খুড়োর সঙ্গে কতজন মৃত্যুঞ্জয়ের বাড়িতে যায়? 
উত্তর:  দশ-বারো জন।

৩৬। খুড়ো ঠিক কোন সময় মৃত্যুঞ্জয়ের বাড়িতে পৌঁছায়? 
উত্তর: সন্ধ্যায়। 

৩৭। কোন দেশে স্ত্রীলোকদের গায়ে হাত তুলতে না পারার কুসংস্কার তৈরি হয়েছে? 
উত্তর: বিলাত প্রভৃতি ম্লেচ্ছদেশে।

৩৮। সনাতন সংস্কারে কার গায়ে হাত তুলতে পারা যায়? 
উত্তর: যার গায়ে জোর নাই।

৩৯। আড়াই মাসের রোগী হয়েও মৃত্যুঞ্জয়ের কোন কাজটি উচিত হয়নি? 
উত্তর: বিলাসীর হাতে ভাত খাওয়া। 

৪০। স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ বছর দুই কোথায় ছিল? 
উত্তর: কাশীতে ছিল। 

৪১। ছোটবাবু কোথায় ২০০ টাকা দান করেন? 
উত্তর: বারোয়ারি পূজায়।

৪২। প্রত্যেক ব্রাহ্মণকে ছোটবাবু একটি করে কী দিয়ে বিদায় করেন? 
উত্তর: কাঁসার গেলাস।

৪৩। ন্যাড়া সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়েছিল কেন?
উত্তর: মশার কামড় সহ্য করতে না পেরে।

৪৪। এন্ট্রান্স পাস করা ব্রাহ্মণের ছেলে কাকে বিয়ে করেছে? 
উত্তর: ডোমের মেয়েকে।

৪৫। মৃত্যুঞ্জয় কার শিষ্য ছিল? 
উত্তর: তার শ্বশুরের।

৪৬। লোকের কথায় সন্ন্যাসী অবস্থায় ন্যাড়া কোথায় গিয়ে সিদ্ধ হয়েছিল? 
উত্তর: কামাখ্যায়। 

৪৮। কতজন নর-নারী পল্লী-গ্রামেরই মানুষ? 
উত্তর: নব্বই জন।

৪৯। ছেলেবেলা থেকে ন্যাড়ার কোন দুটি শখ প্রবল ছিল? 
উত্তর: গোখরা সাপ ধরে পোষা ও মন্ত্রসিদ্ধ হওয়া।

৫০। ধরা সাপ কয়দিন হাঁড়িতে রাখলে আর কামড়াতে চায় না? 
উত্তর: দুই-চার দিন। 

৫১। সাপুড়েদের লাভের ব্যবসা কী? 
উত্তর: শিকড় বিক্রি। 

৫২। কোন কাজটির বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করত? 
উত্তর: শিকড় বিক্রির লোক ঠকানোর ব্যবসায়।

লেখক : সহকারী অধ্যাপক বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা

কবীর