বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৪। কত সাল পর্যন্ত পল্লী সমাজের উন্নয়নের জন্য সরকারিভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি?
(ক) ১৯৫০ সাল (খ) ১৯৫১ সাল
(গ) ১৯৫২ সাল (ঘ) ১৯৫৩ সাল
১৫। Village Aid কর্মসূচি প্রবর্তিত হয় কখন?
(ক) ১৯৫১ সালে (খ) ১৯৫২ সালে (গ) ১৯৫৩ সালে (ঘ) ১৯৫৪ সালে
১৬। Village Aid কর্মসূচি বন্ধ করে দেওয়া হয় কোন সালে?
(ক) ১৯৫৬ সালে (খ) ১৯৫৭ সালে (গ) ১৯৫৮ সালে (ঘ) ১৯৫৯ সালে
১৭। কোন সালের চরম দুর্ভিক্ষ গ্রামবাংলার মানুষকে এক অবর্ণনীয় দুর্দশার দিকে ঠেলে দেয়?
(ক) ১৯৭১ সালের (খ) ১৯৭২ সালের (গ) ১৯৭৩ সালের (ঘ) ১৯৭৪ সালের
১৮। কোনটি পল্লী উন্নয়নে একটি নতুন সংযোজন?
(ক) গ্রামীণ সমাজসেবা প্রকল্প
(খ) Village Aid Programme
(গ) শহর সমাজসেবা প্রকল্প
(ঘ) ঘূর্ণায়মান প্রকল্প
১৯। গ্রামীণ সমাজসেবা প্রকল্পে কীসের ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে?
(ক) যৌতুক নিয়ন্ত্রণের ওপর
(খ) মাদকাসক্তি নিয়ন্ত্রণের ওপর
(গ) ইভটিজিং নিয়ন্ত্রণের ওপর
(ঘ) জনসংখ্যা নিয়ন্ত্রণের ওপর
২০। পল্লী সমাজসেবা কর্মসূচির কেন্দ্রীয় ব্যক্তিত্ব কে?
(ক) গ্রামীণ সমাজসেবা কর্মকর্তা (খ) শহর সমাজসেবা কর্মকর্তা
(গ) দক্ষ সমাজকর্মী
(ঘ) আইনজীবী
২১। সোহেল সাহেব গ্রামীণ সমাজসেবা কর্মকর্তা। সোহেল সাহেব কোন শ্রেণির পদমর্যাদার গেজেটেড কর্মচারী?
(ক) প্রথম (খ) দ্বিতীয় (গ) তৃতীয় (ঘ) চতুর্থ
২২। গ্রামীণ সমাজসেবা অফিসারকে সাহায্য করেন কে?
(ক) গ্রামীণ সুপারভাইজার
(খ) চিকিৎসক
(গ) আইনজীবী
(ঘ) সাংবাদিক
২৩। প্রতি থানায় কয়জন করে ইউনিয়ন সমাজকর্মী আছেন?
(ক) একজন (খ) দুজন
(গ) তিনজন (ঘ) চারজন
২৪। উপজেলা পর্যায়ে পল্লী সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন কমিটির (UPIC) মোট সদস্য সংখ্যা কত?
(ক) ১৫ জন (খ) ১৬ জন (গ) ১৭ জন (ঘ) ১৮ জন
২৫। উপজেলা পর্যায়ে পল্লী সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন কমিটির (UPIC) সভাপতি কে?
(ক) উপজেলা নির্বাহী কর্মকর্তা
(খ) উপজেলা সমাজসেবা কর্মকর্তা
(গ) ইউনিয়ন সমাজকর্মী
(ঘ) জেলা অফিসার
২৬। পল্লী সমাজসেবা কার্যক্রমে দল গঠনের ক্ষেত্রে কাদের অগ্রাধিকার দেওয়া হয়?
(ক) শিশুদের (খ) তরুণদের (গ) প্রবীণদের (ঘ) নারীদের
২৭। পল্লী সমাজসেবা কার্যক্রমে দরিদ্র বিবেচনায় পরিবারকে কত শ্রেণিতে ভাগ করা যায়?
(ক) ২ শ্রেণি (খ) ৩ শ্রেণি
(গ) ৪ শ্রেণি (ঘ) ৫ শ্রেণি
২৮। পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় সর্বোচ্চ কত টাকা ক্ষুদ্রঋণ দেওয়া হয়?
(ক) ৫০০০ টাকা (খ) ১০০০০ টাকা
(গ) ২০০০০ টাকা (ঘ) ৩০০০০ টাকা
২৯। গ্রাম কমিটির কার্যকাল কয় বছর?
(ক) ১ বছর (খ) ২ বছর (গ) ৩ বছর (ঘ) ৪ বছর
৩০। সর্বাধিক কতজন সদস্যের সমন্বয়ে গ্রাম কমিটি গঠন করা হয়?
(ক) ১১ জন (খ) ১২ জন
(গ) ১৩ জন (ঘ) ১৪ জন
উত্তর: ১৪. গ, ১৫. খ, ১৬. ঘ, ১৭. ঘ, ১৮. ক, ১৯. ঘ, ২০. ক, ২১. ক, ২২. ক, ২৩. গ, ২৪. খ, ২৫. ক, ২৬. ঘ, ২৭. খ, ২৮. ঘ, ২৯. খ, ৩০. ক।
কামরুন নাহার রুনু, প্রভাষক, সমাজকর্ম
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, মধুবাগ, মগবাজার, ঢাকা/আবরার জাহিন