গল্প: বিলাসী
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১। ‘বিলাসী’ গল্পটি প্রথম কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: ১৩২৫ বঙ্গাব্দে (১৯১৮ খ্রিষ্টাব্দ) ‘ভারতী’ পত্রিকায় প্রকাশিত হয়।
২। লেখকের কাছে কেবল সার্থকতা নয় কোনটি?
উত্তর: ‘টিকিয়া থাকা’।
৩। ‘বিলাসী’ গল্পে শরৎচন্দ্রের কোন জীবনের ছায়া রয়েছে?
উত্তর: জীবনের প্রথম অংশের।
৪। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে, কেন সন্ন্যাসী হয়েছিলেন?
উত্তর: ২৪ বছর বয়সে, ঝোঁকের মাথায়।
৫। ‘বিলাসী’ গল্পটি কোন পুরুষে বর্ণিত?
উত্তর: উত্তম পুরুষে।
৬। বিলাসী চরিত্রের প্রধান তিনটি গুণ কী?
উত্তর: কর্মনিপুণ, বুদ্ধিমতী, সেবাব্রতী।
৭। ‘বিলাসী’ গল্পে সমাজের প্রধানত কোন চেহারাটি প্রকাশিত হয়েছে?
উত্তর: অনুদারতা ও রক্ষণশীলতার চেহারা।
৮। ভূদেব বাবু কে?
উত্তর: উনিশ শতকের বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ।
৯। ‘কামাখ্যা’ কোথায় অবস্থিত?
উত্তর: ভারতের আসামের একটি প্রাচীন তীর্থস্থান।
১০। ‘সত্যযুগ’ কোন সময়?
উত্তর: ভারতীয় পুরাণে বর্ণিত পৃথিবীর প্রথম যুগ।
১১। ‘কলিযুগ’ কী?
উত্তর: ভারতীয় পুরাণে বর্ণিত পৃথিবীর শেষ যুগ।
১২। ‘মালো’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: সাপের ওঝা অর্থে।
১৩। ‘সেকেন্ড ক্লাস’ কোন শ্রেণি?
উত্তর: বর্তমান নবম শ্রেণি।
১৪। ন্যাড়ার বয়স কত ছিল?
উত্তর: চল্লিশের কোঠা পেরিয়েছিল।
১৫। ‘পারশিয়া’ বর্তমান কোন দেশ?
উত্তর: ইরান।
১৬। ‘এডেন বন্দর’ কীসের জন্য বিখ্যাত ছিল?
উত্তর: সামুদ্রিক লবণ তৈরির জন্য।
১৭। শরৎচন্দ্রের প্রথম গল্প কোনটি?
উত্তর: মন্দির (কুন্তলীন পুরস্কারপ্রাপ্ত)।
১৮। ‘বিলাসী’ গল্পে স্কুল-বালকদের যাতায়াতে কত ক্রোশ পথ ব্যয় করতে হতো?
উত্তর: চার ক্রোশ।
১৯। বালকদের দুরবস্থা দেখে মা সরস্বতী মুখ লুকান কেন?
উত্তর: লজ্জায়।
২০। ভদ্রলোকেরা ছেলেপুলে নিয়ে শহরে পালান কেন?
উত্তর: চার ক্রোশ হাঁটার জ্বালায়।
২১। মৃত্যুঞ্জয়ের কোন ক্লাসে পড়ার ইতিহাস কেউ কখনো শোনেনি?
উত্তর: ফোর্থ ক্লাসে।
২২। মৃত্যুঞ্জয়ের একমাত্র আত্মীয় কে ছিলেন?
উত্তর: এক জ্ঞাতি খুড়ো।
২৩। মৃত্যুঞ্জয়ের খুড়োর কাজ কী ছিল?
উত্তর: ভাইপোর নানাবিধ দুর্নাম রটনা করা।
২৪। খুড়ো কোন আদালতের হুকুমে মৃত্যুঞ্জয়ের সম্পত্তি পান?
উত্তর: ওপরের আদালতের হুকুমে।
২৫। কার চিকিৎসায় মৃত্যুঞ্জয় সুস্থ হয়ে ওঠে?
উত্তর: মালোপাড়ার এক বুড়ো মালোর চিকিৎসায়।
২৬। বিলাসীর বয়স কত?
উত্তর: আঠারো কিংবা আটাশ।
আরো পড়ুন : বিলাসী গল্পের মূলভাব নিয়ে আলোচনা
২৭। মৃত্যুঞ্জয়ের পোড়োবাড়িতে কীসের বালাই নাই?
উত্তর: প্রাচীরের বালাই নাই।
২৮। অসুস্থ মৃত্যুঞ্জয় কত মাস শয্যাগত ছিল?
উত্তর: প্রায় দেড় মাস।
২৯। অসুস্থ মৃত্যুঞ্জয় কতদিন অচেতন ছিল?
উত্তর: দশ-পনেরো দিন।
৩০। মৃত্যুঞ্জয়ের বাগানটি কত বিঘার ছিল?
উত্তর: কুড়ি-পঁচিশ বিঘার।
৩১। ন্যাড়ার আত্মীয়ের স্ত্রী কী কারণে কান্নাকাটি করেছিল?
উত্তর: সহমরণের জন্য।
৩২। অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখে আসার কতদিন পর্যন্ত ন্যাড়া আর খবর নেয়নি?
উত্তর: মাস দুই পর্যন্ত।
৩৩। মৃত্যুঞ্জয়ের খুড়োর নাম কী?
উত্তর: নালতের মিত্তির।
৩৪। মৃত্যুঞ্জয় কোন বংশের সুনাম ডুবিয়েছে?
উত্তর: মিত্তির বংশের।
৩৫। খুড়োর সঙ্গে কতজন মৃত্যুঞ্জয়ের বাড়িতে যায়?
উত্তর: দশ-বারো জন।
৩৬। খুড়ো ঠিক কোন সময় মৃত্যুঞ্জয়ের বাড়িতে পৌঁছায়?
উত্তর: সন্ধ্যায়।
৩৭। কোন দেশে স্ত্রীলোকদের গায়ে হাত তুলতে না পারার কুসংস্কার তৈরি হয়েছে?
উত্তর: বিলাত প্রভৃতি ম্লেচ্ছদেশে।
৩৮। সনাতন সংস্কারে কার গায়ে হাত তুলতে পারা যায়?
উত্তর: যার গায়ে জোর নাই।
৩৯। আড়াই মাসের রোগী হয়েও মৃত্যুঞ্জয়ের কোন কাজটি উচিত হয়নি?
উত্তর: বিলাসীর হাতে ভাত খাওয়া।
৪০। স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ বছর দুই কোথায় ছিল?
উত্তর: কাশীতে ছিল।
৪১। ছোটবাবু কোথায় ২০০ টাকা দান করেন?
উত্তর: বারোয়ারি পূজায়।
৪২। প্রত্যেক ব্রাহ্মণকে ছোটবাবু একটি করে কী দিয়ে বিদায় করেন?
উত্তর: কাঁসার গেলাস।
৪৩। ন্যাড়া সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়েছিল কেন?
উত্তর: মশার কামড় সহ্য করতে না পেরে।
৪৪। এন্ট্রান্স পাস করা ব্রাহ্মণের ছেলে কাকে বিয়ে করেছে?
উত্তর: ডোমের মেয়েকে।
৪৫। মৃত্যুঞ্জয় কার শিষ্য ছিল?
উত্তর: তার শ্বশুরের।
৪৬। লোকের কথায় সন্ন্যাসী অবস্থায় ন্যাড়া কোথায় গিয়ে সিদ্ধ হয়েছিল?
উত্তর: কামাখ্যায়।
৪৮। কতজন নর-নারী পল্লী-গ্রামেরই মানুষ?
উত্তর: নব্বই জন।
৪৯। ছেলেবেলা থেকে ন্যাড়ার কোন দুটি শখ প্রবল ছিল?
উত্তর: গোখরা সাপ ধরে পোষা ও মন্ত্রসিদ্ধ হওয়া।
৫০। ধরা সাপ কয়দিন হাঁড়িতে রাখলে আর কামড়াতে চায় না?
উত্তর: দুই-চার দিন।
৫১। সাপুড়েদের লাভের ব্যবসা কী?
উত্তর: শিকড় বিক্রি।
৫২। কোন কাজটির বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করত?
উত্তর: শিকড় বিক্রির লোক ঠকানোর ব্যবসায়।
লেখক : সহকারী অধ্যাপক বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
কবীর