উপন্যাস : লালসালু
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: ‘বাহে মুলুক’ কোথায়?
উত্তর: ‘বাহে মুলুক’ উত্তরবঙ্গে অবস্থিত।
প্রশ্ন: মজিদের দ্বিতীয় স্ত্রীর নাম কী?
উত্তর: মজিদের দ্বিতীয় স্ত্রীর নাম জমিলা।
প্রশ্ন: তাহের-কাদেরের মায়ের জানাজা কে পড়াবে?
উত্তর: তাহের-কাদেরের মায়ের জানাজা পড়াবে মোল্লা শেখ।
প্রশ্ন: ‘সুড়ঙ্গ’ কী জাতীয় রচনা?
উত্তর: ‘সুড়ঙ্গ’ সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত একটি নাটক।
প্রশ্ন: কার আনুগত্য ধ্রুবতারার মতো অনড়?
উত্তর: রহিমার আনুগত্য ধ্রুবতারার মতো অনড়।
প্রশ্ন: দস্তুরমতো দেবংশি কী?
উত্তর: দস্তুরমতো দেবংশি হচ্ছে তেঁতুলগাছটি।
প্রশ্ন: কোন সড়ক ধরে মজিদ মহব্বতনগর গ্রামে প্রবেশ করেছিল?
উত্তর: মতিগঞ্জের সড়ক ধরে মজিদ মহব্বতনগর গ্রামে প্রবেশ করেছিল।
প্রশ্ন: মহব্বতনগরে মজিদ প্রথমে কার বাড়িতে আশ্রয় নেয়?
উত্তর: মহব্বতনগরে মজিদ প্রথমে খালেক ব্যাপারীর বাড়িতে আশ্রয় নেয়।
প্রশ্ন: ওটা ছিল নিশানা, আনন্দের আর সুখের- ওটা কী?
উত্তর: এখানে ওটা হলো থোতামুখের তালগাছটা।
প্রশ্ন: মজিদের বড় বউয়ের নাম কী?
উত্তর: মজিদের বড় বউয়ের নাম রহিমা।
প্রশ্ন: তাহের-কাদেরের কনিষ্ঠ ভাইয়ের নাম কী?
উত্তর: তাহের-কাদেরের কনিষ্ঠ ভাইয়ের নাম রতন।
প্রশ্ন: আওয়ালপুরের পীর সাহেবের পূর্বপুরুষরা এ দেশের কোন জেলায় স্থায়ীভাবে বসবাস শুরু করে?
উত্তর: আওয়ালপুরের পীর সাহেবের পূর্বপুরুষরা এ দেশের ময়মনসিংহ জেলায় স্থায়ীভাবে বসবাস শুরু করে।
প্রশ্ন: আওয়ালপুরের পীর সাহেবের প্রধান মুরিদ কে?
উত্তর: আওয়ালপুরের পীর সাহেবের প্রধান মুরিদ মতলুব খাঁ।
প্রশ্ন: মৌলবির চোখের কোনটা চকচক করে ওঠে কেন?
উত্তর: বাড়ির ভিটেটার জন্য মৌলবির চোখের কোনটা চকচক করে ওঠে।
প্রশ্ন: মহব্বতনগরে কখন নিরাক পড়েছে?
উত্তর: শ্রাবণের শেষাশেষি মহব্বতনগরে নিরাক পড়েছে।
প্রশ্ন: মহব্বতনগর গ্রামে নবাগত লোকটি কে?
উত্তর: মহব্বতনগর গ্রামে নবাগত লোকটি হচ্ছে মজিদ।
আরো পড়ুন : লালসালু উপন্যাসের ৩৩টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব
প্রশ্ন: শস্যহীন জনবহুল অঞ্চলের বাসিন্দাদের সব ধরনের প্রচেষ্টার শেষ হয় কীভাবে?
উত্তর: শস্যহীন জনবহুল অঞ্চলের বাসিন্দাদের সব ধরনের প্রচেষ্টার শেষ হয় ভাগাভাগি, লুটোপুটি আর খুনাখুনি করে।
প্রশ্ন: কখন ঝিমধরা রেলগাড়ি সর্পিল গতিতে এসে পৌঁছায়?
উত্তর: গভীর রাতে ঝিমধরা রেলগাড়ি সর্পিল গতিতে এসে পৌঁছায়।
প্রশ্ন: দীর্ঘ রেলগাড়িটি কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?
উত্তর: দীর্ঘ রেলগাড়িটি অজগর সাপের সঙ্গে তুলনা করা হয়েছে।
প্রশ্ন: কোনো এক বিগত যুগের চড়ায় কী আটকে আছে?
উত্তর: কোনো এক বিগত যুগের চড়ায় কেতাবের বিদ্যা আটকে আছে।
প্রশ্ন: কেতাবগুলোর বিচিত্র অক্ষরগুলো কোথায় আর্তনাদ করে?
উত্তর: দূরাস্ত কোনো অতীতকালের অরণ্যে কেতাবগুলোর বিচিত্র অক্ষরগুলো আর্তনাদ করে।
প্রশ্ন: তলায় পেট শূন্য বলে কীসে পেট ভরে না?
উত্তর: তলায় পেট শূন্য বলে খোদার এলেমে পেট ভরে না।
প্রশ্ন: মিহি কণ্ঠে আজান শুনে চমকে ওঠে কে?
উত্তর: মিহি কণ্ঠে আজান শুনে এক সরকারি কর্মচারী চমকে ওঠে।
প্রশ্ন: কার চোখে-মুখে নিঃসঙ্গতার বন্য শূন্যতা ফুটে থাকে?
উত্তর: মৌলবির চোখে-মুখে নিঃসঙ্গতার বন্য শূন্যতা ফুটে থাকে।
প্রশ্ন: নতুন খোলসপড়া নব্যশিক্ষিত মুসলমান কে?
উত্তর: নতুন খোলসপড়া নব্যশিক্ষিত মুসলমান হচ্ছে এক সরকারি কর্মচারী।
প্রশ্ন: দীর্ঘ শালগাছ ছাড়িয়ে কার ক্ষীণগলা জাগে?
উত্তর: দীর্ঘ শালগাছ ছাড়িয়ে মৌলবির ক্ষীণগলা জাগে।
প্রশ্ন: তাহের ও কাদেরের বাড়ি কোন গ্রামে?
উত্তর: তাহের ও কাদেরের বাড়ি মহব্বতনগর গ্রামে।
প্রশ্ন: অপরাহ্নে তাহের ও কাদের বাড়ি ফিরে কী দেখে?
উত্তর: অপরাহ্নে তাহের ও কাদের বাড়ি ফিরে খালেক ব্যাপারীর ঘরে মানুষের জটলা দেখে।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
কবীর