মডেল টেস্ট-বাংলা
প্রশ্ন: সঠিক উত্তরটি লেখ।
ক। ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
i. রূপতত্ত্বে ii. ধ্বনিতত্ত্বে iii. বাক্যতত্ত্বে iv. অর্থতত্ত্বে
উত্তর: ii. ধ্বনিতত্ত্বে।
খ। বাংলা ব্যাকরণ অনুসারে সন্ধি কত প্রকার?
i. ২ প্রকার ii. ৩ প্রকার iii. ৪ প্রকার iv. ৫ প্রকার
উত্তর: i. ২ প্রকার।
গ। ‘গীতাঞ্জলি’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
i. গিত + অঞ্জলি ii. গীত + অঞ্জলি
iii. গীতা + অঞ্জলি iv. গীতা + অঞ্জলি
উত্তর: iii. গীতা + অঞ্জলি।
ঘ। সন্ধির প্রধান উদ্দেশ্য কয়টি?
i. ২টি ii. ৩টি
iii. ৪টি iv. ৫টি
উত্তর: i. ২টি।
ঙ। ‘বিচ্ছেদ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
i. বিচ + ছেদ ii. বি + চ্ছেদ
iii. বিজ + ছেদ iv. বিচ্চ + ছেদ
উত্তর: ii. বি + চ্ছেদ।
প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখ।
ক। সংস্কৃত ব্যাকরণ অনুসারে সন্ধি কত প্রকার ও কী কী?
উত্তর: ৩ প্রকার। যথা- স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি।
খ। ‘অ’ কার বা ‘আ’ কার থাকলে, উভয় মিলে ‘আ’ কার হয়, এরূপ দুটি সন্ধিবিচ্ছেদ করো।
উত্তর: হিম + আলয় = হিমালয়।
জল + আশয় = জলাশয়।
আরো পড়ুন : বাংলা বিষয়ের ১৫টি প্রশ্নোত্তর
গ। ‘বিদ্যালয়’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোন সূত্রের প্রয়োগ ঘটেছে?
উত্তর: আ + আ = আ।
ঘ। ‘আ-মর, মুখপোড়া সব জিনিস পেটে পুরে বসে আছে’ এ কথাটি কে বলেছিল?
উত্তর: মিনু।
ঙ। ‘আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো’ এই পঙ্ক্তিটির পরের চরণ কী?
উত্তর: ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে।
প্রশ্ন: নিম্নোক্ত শব্দগুলোর সঠিক সন্ধিবিচ্ছেদ করো।
ইত্যাদি, রবীন্দ্র, ক্ষুধার্ত, বৃষ্টি, অন্বেষণ, সন্ধি, দ্যুলোক, সংবিধান, মৃন্ময়, ব্যাকরণ
উত্তর: ইত্যাদি = ইতি + আদি।
রবীন্দ্র = রবি + ইন্দ্র।
ক্ষুধার্ত = ক্ষুধা + ঋত।
বৃষ্টি = বৃষ + তি।
অন্বেষণ = অনু + এষণ।
সন্ধি = সম + ধি।
দ্যুলোক = দিব + লোক।
সংবিধান = সম + বিধান।
মৃন্ময় = মৃৎ + ময়।
ব্যাকরণ = বি + আ + কৃ + অন।
লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা
কবীর