ঢাকা ২৬ কার্তিক ১৪৩১, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৬:৪৫ পিএম
এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
ফাইল ছবি

এইসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১৫ অক্টোবর প্রকাশিত হবে। 

সোমবার (৭ অক্টোবর) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি খবরের কাগজকে বলেন, ‘এইচএসসির ফল প্রকাশ হবে ১৫ অক্টোবর, সকাল ১১টায়।’

এর আগে ১৫-১৭ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছিল আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 

চলতি বছরের ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। কিন্তু কোটা সংস্কার আন্দোলনের কারণে পরীক্ষা কয়েক দফা স্থগিত করা হয়। স্থগিত পরীক্ষাগুলো নিতে উদ্যোগ নেওয়া হলেও পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে তা আবার বাতিল করা হয়। আর ফলাফল প্রস্তুতের ক্ষেত্রে নির্দেশনায় বলা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষায় যেসব বিষয়ে প্রকৃত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেসব বিষয়ে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন পূর্ণ মানের ভিত্তিতে প্রস্তুত করতে হবে। আর যেসব পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, সেসব বিষয়ের জন্য সংশ্লিষ্ট পরীক্ষার্থীর স্ব স্ব এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলকে শতভাগ ভিত্তি ধরে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতি ব্যবহার করে ফল প্রস্তুত করতে হবে।

কবির/সালমান/

সমাজকর্ম: প্রকৃতি ও পরিধি অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব, এইচএসসি সমাজকর্ম প্রথম পত্র

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০২:০০ পিএম
সমাজকর্ম: প্রকৃতি ও পরিধি অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব, এইচএসসি সমাজকর্ম প্রথম পত্র
শিক্ষার্থীরা ক্লাসে পড়াশোনা করছে। ছবি- খবরের কাগজ

প্রথম অধ্যায় : সমাজকর্ম: প্রকৃতি ও পরিধি

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৪. বিস্তৃত সমাজের সামগ্রিক ইতিবাচক পরিবর্তন সাধনে সচেষ্ট কোনটি?
ক. সমাজকর্ম    
খ. পৌরনীতি ও সুশাসন
গ. অর্থনীতি    
ঘ. ইতিহাস

১৫. পেশাদার সমাজকর্ম কোনটির বিকাশ ঘটিয়ে স্বাবলম্বী হতে মানুষকে সাহায্য করে?
ক. মানসিক শক্তি    
খ. শারীরিক শক্তি
গ. সুপ্ত প্রতিভা        
ঘ. সামঞ্জস্য ঘটানোর ক্ষমতা

১৬. সমাজকর্মের উদ্দেশ্য হলো-
ক. সব মানুষের কল্যাণ    
খ. দরিদ্রদের কল্যাণ করা
গ. প্রতিবন্ধীদের কল্যাণ        
ঘ. দুস্থদের কল্যাণ

১৭. ওয়ারনার ডব্লিউ বোয়েমের মতে সমাজকর্মের মূল লক্ষ্য কয়টি?
ক. ২টি খ. ৩টি  গ. ৪টি ঘ. ৫টি

১৮. সমাজে কোন ধরনের সামাজিক সমস্যা বর্তমান?
ক. একমুখী       খ. দ্বিমুখী    
গ. পশ্চাদমুখী    ঘ. বহুমুখী

১৯. সমাজকর্ম কোন ধরনের উন্নয়নের প্রচেষ্টা চালায়?
ক. ব্যক্তিকেন্দ্রিক উন্নয়নের       খ. দলকেন্দ্রিক উন্নয়নের
গ. সমষ্টিভিত্তিক উন্নয়নের        ঘ. গোত্রভিত্তিক উন্নয়নের

২০. সমাজকর্মের উদ্দেশ্য হলো-
i. সম্পদের সদ্ব্যবহার
ii. পরিকল্পিত সামাজিক পরিবর্তন আনয়ন  iii. সামাজিক বিপর্যয় প্রতিরোধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii    খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

আরো পড়ুন :  সমাজকর্ম: প্রকৃতি ও পরিধি অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর

২১. সমাজকর্মের লক্ষ্য হলো-
i. ব্যক্তি ও পরিবেশের মধ্যে কার্যকর মিথস্ক্রিয়া স্থাপন করা
ii. ব্যক্তি, দল ও সমষ্টির সামাজিক ভূমিকা পালনে সক্ষম করে তোলা
iii. ভৌত অবকাঠামো উন্নয়ন ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য স্থাপন করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii    খ. i ও iii   গ. ii ও iii  ঘ. i, ii ও iii

২২. সমাজের সব মানুষের সার্বিক কল্যাণের লক্ষ্যে সমাজকর্ম কী করে থাকে-
i. প্রতিকার ii. প্রতিরোধ   iii. উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii   খ. i ও iii  গ. ii ও iii   ঘ. i, ii ও iii

২৩. সমাজকর্মের ‘ত্রিবিধ ভূমিকা’ কী?
ক. প্রতিকার, প্রতিরোধ, সংস্কার        খ. প্রতিকার, সংশোধন, উন্নয়ন
গ. প্রতিকার, প্রতিরোধ, উন্নয়ন        ঘ. প্রতিরোধ, প্রতিরোধ, বাস্তবায়ন

২৪. সমাজকর্মকে কলা ও বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন কে?
ক. ওয়াল্টার ও ফ্রিডল্যান্ডার        খ. হার্বার্ট বিসনো
গ. জি উইলসন                          ঘ. আর এ স্কিডমোর ও এম জি থ্যাকারি

উত্তর: ১৪. ক, ১৫. গ, ১৬. ক, ১৭. খ, ১৮. ঘ, ১৯. গ, ২০. ঘ, ২১. ক, ২২. ঘ, ২৩. গ, ২৪. ঘ।

লেখক :  প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কবীর

হিসাবের বইসমূহ অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০১:৩০ পিএম
হিসাবের বইসমূহ অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র
হিসাববিজ্ঞানে হিসাবচক্রের ধাপ নয় নগদ প্রবাহ বিবরণী । ছবি- সংগৃহীত

দ্বিতীয় অধ্যায়: হিসাবের বইসমূহ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৫. নগদান বইয়ের ব্যাংক কলামের ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কী বোঝানো হয়?
ক. ব্যাংক থেকে উত্তোলন
খ. ব্যাংক জমার উদ্বৃত্ত
গ. ব্যাংক চার্জ        
ঘ. ব্যাংক জমাতিরিক্ত

১৬. কোন সম্পর্কটি সঠিক?    
ক. ক্রয় বাট্টা ও প্রাপ্য হিসাব 
খ. ক্রয় বাট্টা ও প্রদেয় হিসাব
গ. বিক্রয় বাট্টা ও প্রদেয় হিসাব 
ঘ. ক্রয় বাট্টা এবং বিক্রয় বাট্টা 

১৭. কোন চেকের টাকা সরাসরি ব্যাংক থেকে উঠানো যায় না?    
ক. হুকুম চেক            খ. বাহক চেক
গ. ভ্রমণকারীর চেক    ঘ. দাগকাটা চেক

১৮. জাবেদার ছকে কলামের সংখ্যা কয়টি? 
ক. ৩টি        খ. ৪টি
গ. ৫টি        ঘ. ৬টি

১৯. হিসাব প্রক্রিয়ায় খতিয়ানে কোন কাজটি হয়?
ক. সংক্ষিপ্তকরণ    
খ. শ্রেণিবিন্যাসকরণ
গ. লিপিবদ্ধকরণ    
ঘ. আর্থিক ফলাফল নির্ণয়

২০. হিসাবকাল শেষে প্রদেয় হিসাবের উদ্বৃত্ত দ্বারা কী বোঝায়? 
ক. আয়        খ. সম্পদ
গ. দায়          ঘ. মালিকানাস্বত্ব

২১. অশোক ট্রেডার্স ২০২৪ সালের ১ জানুয়ারি তারিখে ১,০০,০০০ টাকার পণ্য ১০% বাট্টায় ক্রয় করে। এক সপ্তাহ পর উক্ত মালের মূল্যের অর্ধেক ১০% বাট্টায় পরিশোধ করা হয়। অশোক ট্রেডার্সের হিসাবভুক্ত বাট্টার পরিমাণ কত?     
ক. ৪,৫০০ টাকা    
খ. ৯,৫০০ টাকা
গ. ১০,০০০ টাকা    
ঘ. ২০,০০০ টাকা

আরো পড়ুন :  হিসাবের বইসমূহ অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব

২২. যে বইয়ে সমজাতীয় লেনদেনগুলো পৃথক শিরোনামে লিপিবদ্ধ করা হয় তাকে কী বলে?    
ক. খতিয়ান        খ. জাবেদা    
গ. রেওয়ামিল    ঘ. উদ্বৃত্তপত্র

২৩. কোনটি তৈরি করা হিসাবচক্রের ঐচ্ছিক কাজ? 
ক. খতিয়ান         খ. রেওয়ামিল
গ. কার্যপত্র         ঘ. আর্থিক বিবরণী

২৪. যে দাখিলার মাধ্যমে নগদ ও ব্যাংক উভয় হিসাব প্রভাবিত হয়ে থাকে তাকে কী বলে?    
ক. সমন্বয় এন্ট্রি         খ. বাট্টা এন্ট্রি
গ. সংশোধনী এন্ট্রি    ঘ. বিপরীত এন্ট্রি
২৫. নিচের কোনটি হিসাবচক্রের ধাপ নয়?     
ক. জাবেদা        
খ. আর্থিক বিবরণী
গ. নগদ প্রবাহ বিবরণী    
ঘ. খতিয়ান

২৬. তানভির অ্যান্ড কোং ব্যবসার জন্য ১৫,০০০ টাকার একটি মেশিন কেনেন, যার পরিবহন ব্যয় ২০০ টাকা, সংস্থাপন ব্যয় ১,০০০ টাকা খরচ করা হলো। মেশিন হিসাবে কত টাকা ক্রেডিট হবে?     
ক. ১৫,০০০ টাকা    
খ. ১৫,২০০ টাকা
গ. ১৬,০০০ টাকা    
ঘ. ১৬,২০০ টাকা

২৭. যে হিসাব বইয়ে লেনদেনকে তারিখ অনুযায়ী ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয় তাকে কী বলে?    
ক. জাবেদা        খ. খতিয়ান
গ. রেওয়ামিল    ঘ. নগদান বই

উত্তর: ১৫। ঘ, ১৬। খ, ১৭। ঘ, ১৮। গ, ১৯। খ, ২০। গ, ২১। ক, ২২। ক, ২৩। গ, ২৪। খ, ২৫। গ, ২৬। ঘ, ২৭। ক।

লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

কবীর

সাধারণ জ্ঞান বিষয়ের ১১টি প্রশ্নোত্তর, ২২তম পর্ব, ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১২:৪৬ পিএম
সাধারণ জ্ঞান বিষয়ের ১১টি প্রশ্নোত্তর, ২২তম পর্ব, ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট
ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা প্যারেড করছে। ছবি- সংগৃহীত


মডেল টেস্ট: সাধারণ জ্ঞান

প্রশ্ন: নিচের প্রশ্নগুলোর এক কথায় উত্তর লেখ।    
ক। জাপানের রাজধানীর নাম কী? 
উত্তর: টোকিও।

খ। কম্পিউটারের প্রসেসরের কাজ কী? 
উত্তর: প্রসেস করা।

গ। দুটি খনিজ পদার্থের নাম লেখ। 
উত্তর: চুনাপাথর ও রুপা।

ঘ। ইউরিয়া সার তৈরি করা হয় কী দিয়ে? 
উত্তর: প্রাকৃতিক গ্যাস দিয়ে।

প্রশ্ন: নিচের শব্দগুলোর পূর্ণরূপ লেখ।     
ক। BAFA 
উত্তর: Bangladesh Air Force Academy।

খ। BARD 
উত্তর: Bangladesh Academy for Rural Development। 

আরো পড়ুন :  সাধারণ জ্ঞান বিষয়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২১তম পর্ব

গ। BFTA 
উত্তর: Bangladesh Film & Television Academy।

প্রশ্ন: নিচের দেশগুলোর রাজধানী ও মুদ্রার নাম লেখ।

ক। ভিয়েতনাম
উত্তর: হ্যানয়, ভিয়েতনামি ডং।

খ। থাইল্যান্ড 
উত্তর: ব্যাংকক, বাথ।

গ। দক্ষিণ কোরিয়া
উত্তর: সিউল, উয়ন।

ঘ। ইরান
উত্তর: তেহরান, ইরানি রিয়াল।

লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা

কবীর

বানান ও অভিধান পরিচ্ছেদের ২টি বর্ণনামূলক প্রশ্নোত্তর, অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার বাংলা

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১২:৩৬ পিএম
আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ১২:৪৭ পিএম
বানান ও অভিধান পরিচ্ছেদের ২টি বর্ণনামূলক প্রশ্নোত্তর, অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার বাংলা
গৃহশিক্ষক শিক্ষার্থীকে বাসায় পড়াচ্ছেন। ছবি- সংগৃহীত

চতুর্থ অধ্যায়

পঞ্চম পরিচ্ছেদ: বানান ও অভিধান

বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: সঠিক বানানরীতি জানা কেন গুরুত্বপূর্ণ লেখ?
উত্তর: শুদ্ধতা ভাষার প্রাণ। ভাষার শুদ্ধ ও সঠিক ব্যবহারের জন্য শব্দের শুদ্ধ ও সঠিক বানানরীতি জানা প্রয়োজন। শব্দে বর্ণের বিন্যাসকে বানান বলে। বাংলা ভাষায় বিভিন্ন ভাষার শব্দ রয়েছে। ফলে শব্দের বানানরীতিও ভিন্ন ভিন্ন। শুদ্ধভাবে সেসব শব্দ লেখা ও বলার জন্য বানানরীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখার সময় বাংলা বানান অশুদ্ধ হওয়ার নানা কারণ রয়েছে।
প্রশ্ন: নিচের বাম কলামের শব্দগুলোকে অভিধানের বর্ণক্রম অনুযায়ী সাজিয়ে ডান কলামে সাজিয়ে লেখ। 
এলোমেলো শব্দ 
তাল পাটি দই আতা জাহাজ টমেটো শসা 
কাক কৃতজ্ঞ কোল কৌতুক কুলা কলা    
তিসি তুলনা তুলা তাল তারুণ্য    
পরিবর্তন একতা ভয় আজ শহর গ্রাম    
জুঁই ঝাল চাঁদ জামা জাঁতা চিল ছাল চাই।    
নকশা নির্ভয় নিঃশঙ্ক নিঃসংকোচ নিষ্পেষণ নিদ্রা    
রাক্ষস ব্যয় স্বাধীনতা স্বার্থ সার্থক ভ্রাতা শ্মশান রশ্মি 

আরো পড়ুন : বাক্য পরিচ্ছেদের ৬টি এক কথায় প্রশ্নোত্তর

উত্তর:

এলোমেলো শব্দ
তাল পাটি দই আতা জাহাজ টমেটো শসা  
কাক কৃতজ্ঞ কোল কৌতুক কুলা কলা    
তিসি তুলনা তুলা তাল তারুণ্য 
পরিবর্তন একতা ভয় আজ শহর গ্রাম    
জুঁই ঝাল চাঁদ জামা জাঁতা চিল ছাল চাই
নকশা নির্ভয় নিঃশঙ্ক নিঃসংকোচ নিষ্পেষণ নিদ্রা 
রাক্ষস ব্যয় স্বাধীনতা স্বার্থ সার্থক ভ্রাতা শ্মশান রশ্মি

বর্ণক্রম অনুযায়ী সাজানো শব্দ
আতা, জাহাজ, টমেটো, তাল, দই, পাটি, শসা
কলা, কাক, কুলা, কৃতজ্ঞ, কোল, কৌতুক
তারুণ্য, তাল, তিসি, তুলনা, তুলা
আজ, একতা, গ্রাম, পরিবর্তন, ভয়, শহর
চাঁদ, চাই, চিল, ছাল, জামা, জাঁতা, জুঁই, ঝাল
নকশা, নিঃশঙ্ক, নিঃসংকোচ, নিদ্রা, নির্ভয়, নিষ্পেষণ
ব্যয়, ভ্রাতা, রশ্মি, রাক্ষস, শ্মশান, সার্থক, স্বাধীনতা, স্বার্থ

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ 
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

কবীর

মমতাদি গল্পের ২৩টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, এসএসসি বাংলা ১ম পত্র

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১২:২৬ পিএম
আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ১২:২৭ পিএম
মমতাদি গল্পের ২৩টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, এসএসসি বাংলা ১ম পত্র
‘মমতাদি’ গল্পটি রচনা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। ছবি- সংগৃহীত

গল্প: মমতাদি 

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১। মমতাদির বয়স কত?
ক) ২২ বছর     খ) ২৩ বছর
গ) ২৪ বছর     ঘ) ২৫ বছর

২। মমতাদির পরণের শাড়ির পাড়ের রং কী ছিল?
ক) বিবর্ণ হলুদ     
খ) বিবর্ণ নীল 
গ) বিবর্ণ গোলাপি    
ঘ) বিবর্ণ লাল

৩। মমতাদির ভালোবাসার কোনো লক্ষণ না দেখে ছেলেটি মনে মনে কী ভাবল?
ক) খুশি হলো    
খ) ব্যথিত হলো
গ) ক্ষুণ্ন হলো    
ঘ) চিন্তিত হলো

৪। কে মায়াময়ী মানবী?
ক) অবনী        খ) অভাগী 
গ) নিরুপমা     ঘ) মমতাদি

৫। কার আবেদনে ছেলেটি হাতের খাবার ফেলে দিল?
ক) অবনীর     
খ) মায়ের 
গ) বাবার     
ঘ) মমতাদির

৬। মমতাদি ছেলেটিকে কী নামে ডাকতে বলল?
ক) মমতাদি     খ) দিদি
গ) আপু          ঘ) বুবু

৭। কে মমতাদির চুলগুলো নিয়ে বেণি পাকাবার চেষ্টা করছিল?
ক) ছেলেটি     খ) অবনী 
গ) অভাগী      ঘ) নিরুপমা

৮। মমতাদির স্বামীর চাকরি কখন হয়েছে?
ক) বাংলা মাসের শেষ দিনে 
খ) ইংরেজি মাসের শেষ দিনে
গ) বাংলা মাসের প্রথম দিনে    
ঘ) ইংরেজি মাসের প্রথম দিনে

৯। মমতাদির প্রতি ছেলেটির কী অনুভূতি প্রকাশ পেয়েছিল?
ক) আগ্রহ      খ) মায়া
গ) আক্ষেপ    ঘ) কৃতজ্ঞতা

১০। ছেলেটির জানা মতে মিথ্যা বললে কী হয়?
ক) ভয়     খ) ক্ষতি 
গ) পাপ     ঘ) ভালো

১১। কে ফেরিওয়ালার কাছ থেকে কমলালেবু কিনছিল?
ক) মমতাদি          খ) ছেলেটি
গ) ছেলেটির মা     ঘ) অবনী

আরো পড়ুন : জুতা আবিষ্কার কবিতার ২৩টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৪র্থ পর্ব

১২। কোন গলিটি বিশ্রী নোংরা?
ক) রতনময়ের     
খ) জীবনময়ের 
গ) প্রাণময়ের     
ঘ) অরুণময়ের

১৩। সাতাশ নম্বরের বাড়িটি কয় তলা?
ক) এক তলা     খ) দুই তলা
গ) তিন তলা     ঘ) চার তলা

১৪। মমতাদির ঘরে চৌকির নিচে ছেলেটি কী লক্ষ করল?
ক) আবর্জনা     খ) পুরোনো যন্ত্রাংশ 
গ) চরকা           ঘ) ট্রাংক

১৫। মমতাদির ঘরে দেয়ালের গর্তে কী রাখা ছিল?
ক) ওষুধের শিশি     খ) টাইমপিস
গ) সংবাদপত্র         ঘ) বইপত্র

১৬। মমতাদির ঘরে কী খাবার ছিল?
ক) আপেল    খ) খই 
গ) বিস্কুট       ঘ) মুড়ি

১৭। ‘মমতাদি’ গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
ক) সরীসৃপ     খ) জননী
গ) অহিংস      ঘ) চিহ্ন

১৮। মাইনে ১৫ টাকা শুনে মমতাদির দুচোখ সজল হয়ে উঠল কেন?
ক) আনন্দে         
খ) কষ্টে 
গ) কৃতজ্ঞতায়         
ঘ) উৎকণ্ঠায়

১৯। ছেলেটি কেন ক্ষুণ্ন হয়েছিল?
ক) তাকে মিষ্টি খেতে দেয়নি
খ) মমতাদি তাকে আদর করেনি
গ) মমতাদি তার সঙ্গে ভাব করেনি
ঘ) তাকে বকা দিয়েছে

২০। ছেলেটির বাড়ির সবাই মমতাদির প্রতি খুশি হলেন কেন?
ক) তার ব্যবহার দেখে     
খ) তার পরিশ্রম দেখে
গ) তার ধৈর্য দেখে     
ঘ) তার শৃংখলা দেখে

২১। মমতাদি যে ছেলেটিকে ভালোবাসে না, তা ছেলেটি বুঝতে পারল কীভাবে?
ক) তার কর্মকাণ্ডে     
খ) তার চালচলনে
গ) তার কথায়     
ঘ) তার আচরণে

নিচের উদ্দীপকটি পড়ে ২২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
২২। ‘লিপি সামাজিক প্রথা ভেঙে আয় রোজগার করার জন্য বাইরে বের হয়েছে’ উদ্দীপকে লিপির সঙ্গে মিল রয়েছে কোন চরিত্রের?
ক) কাঙালী    খ) অভাগী
গ) মমতাদি    ঘ) সুভা

২৩। মানিক বন্দ্যোপাধ্যায় মাত্র ২১ বছর বয়সে কোন উপন্যাস রচনা করেন?
ক) শহরতলী     
খ) দিবারাত্রির কাব্য 
গ) জননী     
ঘ) চিহ্ন

উত্তর: ১। খ, ২। ঘ, ৩। গ, ৪। ঘ, ৫। ঘ, ৬। খ, ৭। ক, ৮। ঘ, ৯। খ, ১০। গ, ১১। ক, ১২। খ, ১৩। খ ১৪। গ, ১৫। ঘ, ১৬। ঘ, ১৭। ক, ১৮। গ, ১৯। গ, ২০। খ, ২১। ক, ২২। গ, ২৩। খ।

লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

কবীর