দ্বিতীয় অধ্যায়: কোষ বিভাজন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪২। প্রোফেজ-১-এর কোন উপদশায় লুপ তৈরি হয়?
(ক) লেপ্টোটিন (খ) জাইগোটিন
(গ) প্যাকাইটিন (ঘ) ডিপ্লোটিন
৪৩। প্রান্তীয়করণ কোন উপপর্যায়ে ঘটে?
(ক) জাইগোটিন
(খ) প্যাকাইাটন
(গ) ডিপ্লোটিন
(ঘ) ডায়াকাইনেসিস
৪৪। মায়োসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে কায়াজমাটা দৃষ্টিগোচর হয়?
(ক) লেপ্টোটিন (খ) জাইগোটিন
(গ) ডিপ্লোটিন (ঘ) ডায়াকাইনেসিস
নিচের চিত্র অনুসারে ৪৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
৪৫। চিত্র-২-এর নাম কী?
(ক) লেপ্টোটিন
(খ) জাইগোটিন
(গ) ডিপ্লোটিন
(ঘ) ডায়াকাইনেসিস
৪৬। প্রোফেজ-১-এর কোন ধাপটিতে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়?
(ক) জাইগোটিন (খ) প্যাকাইাটন
(গ) ডিপ্লোটিন (ঘ) ডায়াকাইনেসিস
আরো পড়ুন : কোষ বিভাজন অধ্যায়ের ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব
নিচের উদ্দীপকের আলোকে ৪৭ ও ৪৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
উচ্চ শ্রেণির উদ্ভিদে বিশেষ এক প্রক্রিয়ার মাধ্যমে জনন কোষ সৃষ্টি হয়। এই প্রক্রিয়ার কোনো এক ধাপে ক্রোমোজোমের মধ্যে ক্রসচিহ্ন সৃষ্টি হয়ে থাকে।
৪৭। উদ্দীপকে বর্ণিত প্রক্রিয়াটি হলো-
(ক) অ্যামাইটোসিস
(খ) দ্বিবিভাজন
(গ) মায়োসিস
(ঘ) মাইটোসিস
৪৮। উদ্দীপকের ক্রসচিহ্নের বৈশিষ্ট্য হলো-
i. প্যাকাইটিন উপপর্যায়ে সংঘটিত হয়
ii. জিনের বিনিময় ঘটে
iii. দৈহিক বৃদ্ধিতে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের চিত্রের আলোকে ৪৯ ও ৫০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
৪৯। A চিহ্নিত প্রক্রিয়াটি নিচের কোন ধাপে দেখা যায়?
(ক) লেপ্টোটিন (খ) জাইগোটিন
(গ) প্যাকাইটিন (ঘ) ডিপ্লোটিন
৫০। A প্রক্রিয়াটির ক্ষেত্রে প্রযোজ্য-
i. মাতৃগুণসম্পন্ন জীব সৃষ্টি
ii. নতুন প্রকরণ সৃষ্টি
iii. জিনগত পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: ৪২. ঘ, ৪৩. গ, ৪৪. গ, ৪৫. গ, ৪৬. ঘ, ৪৭. গ, ৪৮. ক, ৪৯. গ, ৫০. গ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর