অষ্টম অধ্যায়: রেচন প্রক্রিয়া
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের চিত্রের আলোকে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
১৪। চিত্রে ‘N’ অংশের নাম কী?
(ক) সংগ্রাহক নালিকা
(খ) হেনলির লুপ
(গ) গ্লোমেরুলাস
(ঘ) বোম্যান্স ক্যাপসুল
১৫। উল্লিখিত ‘M’-এর কাজ হলো-
i. ছাঁকন ii. রক্ত পরিশোষণ
iii. পানি শোষণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৬। মূত্র তৈরিতে সঠিক ক্রম কোনটি?
(ক) গ্লোমেরুলাস-রেনাল টিউব্যুল- সংগ্রাহক নালিকা- বোম্যান্স ক্যাপসুল
(খ) গ্লোমেরুলাস- বোম্যান্স ক্যাপসুল- রেনাল টিউব্যুল- সংগ্রাহক নালিকা
(গ) বোম্যান্স ক্যাপসুল- গ্লোমেরুলাস- রেনাল টিউব্যুল- সংগ্রাহক নালিকা
(ঘ) বোম্যান্স ক্যাপসুল- সংগ্রাহক নালিকা- গ্লোমেরুলাস- রেনাল টিউব্যুল
১৭। নিচের কোন অঙ্গটি লবণ ও পানির সমতা রক্ষা করে?
(ক) বৃক্ক
(খ) ফুসফুস
(গ) পাকস্থলী
(ঘ) হৃৎপিণ্ড
১৮। দেহে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে কোনটি?
(ক) যকৃত (খ) পাকস্থলী
(গ) ক্ষুদ্রান্ত্র (ঘ) বৃক্ক
১৯। মানবদেহে বৃক্ক-
i. মূত্র তৈরি করে
ii. রক্তচাপ নিয়ন্ত্রণ করে
iii. অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
বাবা-মা, সাবিনা ও সাবিহা দুই বোন মিলে তাদের পরিবার।
২০। ওই পরিবারে কার বৃক্কে পাথর যাওয়ার সম্ভাবনা বেশি?
(ক) বাবা (খ) মা
(গ) সাবিনা (ঘ) সাবিহা
আরো পড়ুন : রেচন প্রক্রিয়া অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২১। কিডনি বিকল হলে-
(ক) রক্তে নাইট্রোজেনের পরিমাণ কমে যাবে
(খ) মূত্রের পরিমাণ বেড়ে যাবে
(গ) রক্তে ক্রিয়েটিনিন বৃদ্ধি পাবে
(ঘ) কাঁপনি দিয়ে জ্বর আসে
২২। রক্তে কোন পদার্থের বৃদ্ধিতে কিডনি বিকল হয়ে যায়?
(ক) ইউরোক্রোম
(খ) ক্রিয়েটিনিন
(গ) ইউরিক অ্যাসিড
(ঘ) ফ্যাট
নিচের উদ্দীপকটি পড়ে ২৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মনির রক্ত পরিশোধনের মাধ্যমে এক প্রকার চিকিৎসা গ্রহণ করছে যেটা ব্যয় ও সময়সাপেক্ষ।
২৩। মনিরের দেহে কোনটি ঘটে থাকবে?
(ক) রক্তে লিপিডের মাত্রা বাড়বে
(খ) ক্রিয়েটিনিনের মাত্রা বাড়বে
(গ) রক্তে গ্লুকোজের মাত্রা বাড়বে
(ঘ) ধমনিতে রক্তচাপ বাড়বে
২৪। শিশুদের টনসিল এবং খোসপাঁচড়া থেকে কোনটি রোগাক্রান্ত হতে পারে?
(ক) বৃক্ক
(খ) যকৃত
(গ) ফুসফুস
(ঘ) জিহ্বা
২৫। কিডনি বিকল হলে-
i. মূত্রের পরিমাণ কম হয়
ii. প্রোটিন জাতীয় খাবার কম খেতে হয়
iii. রক্তে ক্রিয়েটিনিন কমে যায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
নিচের চিত্রের আলোকে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
২৬। উপরের চিত্রের যন্ত্রটির কার্যক্রম কোন অঙ্গটির অনুরূপ?
(ক) হৃৎপিণ্ড
(খ) ফুসফুস
(গ) পাকস্থলী
(ঘ) বৃক্ক
২৭। উপরের চিত্রের যন্ত্রটির-
i. মধ্যে রক্ত শিরা থেকে প্রবাহিত করা হয়
ii. তরলের গঠন রক্তের প্লাজমার মতো
iii. এ যন্ত্রের মাধ্যমে চিকিৎসা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর: ১৪. খ, ১৫. ক, ১৬. খ, ১৭. ক, ১৮. ঘ, ১৯. ঘ, ২০. ক, ২১. গ, ২২. খ, ২৩. খ, ২৪. ক, ২৫. ক, ২৬. ঘ, ২৭. গ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর