তৃতীয় অধ্যায় : সৌরজগৎ ও ভূমণ্ডল
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। পৃথিবী থেকে শুক্র গ্রহের দূরত্ব কত?
ক. ৪.৭ কোটি কিমি
খ. ৪.৩ কোটি কিমি
গ. ৫.৮ কোটি কিমি
ঘ. ১৫ কোটি কিমি
২। নিচের কোনটি কুমেরু নির্দেশ করে?
ক. দুই মেরুর সংযোগস্থল
খ. দুই মেরুর সংযোগ বিন্দু
গ. মেরু রেখার দক্ষিণ-প্রান্ত বিন্দু
ঘ. মেরু রেখার উত্তর-প্রান্ত
৩। কোনটি সূর্যের নিকটতম গ্রহ?
ক. মঙ্গল খ. শুক্র
গ. শনি ঘ. বুধ
৪। বুধ গ্রহের ব্যাস কত?
ক. ৪৮৫০ কিমি
খ. ৪৮৫০ মাইল
গ. ১২৭৫২ কিমি
ঘ. ১২৭৫২ মাইল
৫। বুধের পরিভ্রমণকাল কত?
ক. ৮৭ দিন খ. ২৫ দিন
গ. ৮৮ দিন ঘ. ২৬ দিন
৬। সৌরজগতে গ্রহের সংখ্যা কতটি?
ক. ৭টি খ. ৮টি
গ. ১১টি ঘ. ১৩টি
৭। শুক্র কর্তৃক সূর্যের পরিভ্রমণ কাল কত?
ক. ৮৮ দিন
খ. ৩৬৫ দিন
গ. ২৯ দিন
ঘ. ২২৫ দিন
৮। ভূগোলকের সর্বোচ্চ দ্রাঘিমা কত?
ক. ১৮০° খ.৩৬০°
গ. ২৭০° ঘ. ৯০°
৯। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত?
ক. ১৫ কোটি কিলোমিটার
খ. ১৫ কোটি মাইল
গ. ৩৮১৫০০০ কিমি
ঘ. ৩৮১৫০০০ বর্গমাইল
১০। সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে?
ক. ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড
খ. ৩৬৬ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড
গ. ৩৬৪ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড
ঘ. ৩৬৫ দিন ১ ঘণ্টা ৫ মিনিট ৪৭ সেকেন্ড
১১। ট্রপোমণ্ডলের ঊর্ধ্বসীমাকে বলে-
ক. মেটাপথ খ. ট্রপোডেস্ক
গ. ট্রপোসীমা ঘ. ট্রপোপস
১২। পৃথিবীর গড় তাপমাত্রা কত?
ক. ১৩.৯০̊ সে.
খ. ১২.১৬̊ ফা.
গ. ১৩.৯০̊ ফা.
ঘ. ১২.১৬̊ সে.
১৩। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম কী?
ক. শুক্র খ. বৃহস্পতি
গ. বুধ ঘ. মঙ্গল
১৪। নিচের কোনটি অক্ষাংশ পরিমাপের একক?
ক. সেলসিয়াস
খ. সেকেন্ড
গ. ডিগ্রি
ঘ. ফারেনহাইট
১৫। নিচের কোনটির মধ্য অক্ষাংশ নির্দেশ করে?
ক. ২০° থেকে ৭০°
খ. ৮০° থেকে ১০০°
গ. ৩০° থেকে ৬০°
ঘ. ৪০° থেকে ৫০°
১৬। দ্রাঘিমা রেখার অপর নাম কেনটি?
ক. অক্ষরেখা
খ. নিরক্ষরেখা
গ. মধ্যরেখা
ঘ. সমাক্ষরেখা
১৭। পৃথিবীর আয়তন কত?
ক. ৫১০১০০৪২২ বর্গ কিমি
খ. ৫১০১০০৪২২ কিমি
গ. ১৫৭০৯ কিলোমিটার
ঘ. ১৫৭০৯ বর্গমাইল
উত্তর: ১.খ, ২. গ, ৩. ঘ, ৪. ক, ৫. গ, ৬. খ, ৭. ঘ, ৮. ক, ৯. ক, ১০. ক, ১১. ঘ, ১২. ক, ১৩. গ, ১৪. গ, ১৫. গ, ১৬. গ, ১৭. ক।
লেখক : সিনিয়র শিক্ষক
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা
কবীর