ঢাকা ২৭ অগ্রহায়ণ ১৪৩১, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
English
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

Cohesive devices-এর ৩টি প্রশ্নোত্তর, অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার ইংরেজি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ১২:১৩ পিএম
Cohesive devices-এর ৩টি প্রশ্নোত্তর, অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার ইংরেজি
শিক্ষার্থী বাসায় নিজে নিজে হোমওয়ার্ক করছে। প্রতীকী ছবি- সংগৃহীত

Cohesive devices

Question: What are cohesive devices?
Answer: Cohesive devices are those words that are used to connect two or more words, phrases and clauses.

Question: Give some examples of cohesive devices.
Answer: Cohesive devices example are- for example, and, but, or, on the other hand, on the contrary, firstly, finally, so, as a result, therefore, as well as, hence etc.

Uses of some Cohesive devices are given below.
a) To give example:
For example, for instance, such as, that is.
Example: Many birds are called birds of prey for instance, Eagle. Vulture etc.

b) To mean dissimilarities or differences:
On the other hand, on the contrary, rather, instead, in contrast.
Example: He does not study at all. Instead, he kills his time.

c) To mean similarities or same category:
Similarly, in the same way, in similar manner.
Example: Rahim was victim of a confidence trick. Tushar was tricked in the same way.

d) To conclude or to express main idea:
To sum up, to summarize, in short, in brief.
Example: To sum up, flower cultivation is a profitable business.

e) To mean chronology or sequence of words or phrases:
Firstly, at first, at the beginning, secondly, finally, at the end, lastly, in conclusion etc.

f) To add additional information:
In addition to, moreover, furthermore, by the way, by the by, not only but also etc.
Example: I am happy with the new employee. He is not only clever but also efficient.

g) To mean anything unexpected or surprising:
Anyhow, anyway, however, still, though, yet, after all etc.
Example: The term papers are very brief. Still, they were better than I expected.

লেখক : সিনিয়র শিক্ষক
সাভার অধরচন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়, সাভার, ঢাকা

কবীর

বাংলা বিষয়ের ১০টি প্রশ্নোত্তর, ১৯তম পর্ব, ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:০০ পিএম
বাংলা বিষয়ের ১০টি প্রশ্নোত্তর, ১৯তম পর্ব, ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট
ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা মার্চপাস্ট করছে। ছবি- সংগৃহীত

মডেল টেস্ট: বাংলা

১। সঠিক উত্তরটি লেখ।    
ক। ‘বাগধারা’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
i. ভাষাতত্ত্বে     ii. ধ্বনিতত্ত্বে     
iii. রূপতত্ত্বে     iv. বাক্যতত্ত্বে 
উত্তর: iv. বাক্যতত্ত্বে।

খ। বাংলা ভাষার সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
i. বাংলা     ii. তৎসম     iii. ফারসি     iv. হিন্দি 
উত্তর: iii. ফারসি।

গ। চলিত ভাষায় কোন কোন পদ সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয়?
i. ক্রিয়া ও বিশেষ্য       ii. ক্রিয়া ও বিশেষণ     
iii. ক্রিয়া ও সর্বনাম     iv. ক্রিয়া ও অব্যয়
উত্তর: iii. ক্রিয়া ও সর্বনাম।

ঘ। বাংলা ভাষায় কোন রীতি ব্যাকরণের কোনো নিয়ম মেনে চলে না?
i. সাধু ভাষারীতি         ii. চলিত ভাষারীতি     
iii. লেখ্য ভাষারীতি     iv. কথ্য ভাষারীতি 
উত্তর: ii. চলিত ভাষারীতি।

ঙ। ‘ব্যাকরণ মঞ্জুরী’ এটি কী ধরনের রচনা? 
i. ব্যাকরণ গ্রন্থ     ii. উপন্যাস         
iii. ধর্ম গ্রন্থ          iv. কাব্যগ্রন্থ 
উত্তর: i. ব্যাকরণ গ্রন্থ।

চ। কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরন্ত্রী বেশি অনুরণিত হয়?
i. ঘোষ ধ্বনি     ii. অঘোষ ধ্বনি         iii. মহাপ্রাণ     iv. অল্পপ্রাণ 
উত্তর: i. ঘোষ ধ্বনি।

ছ। কোন শব্দের দুটি স্ত্রীবাচক শব্দ আছে?
i. দেবর     ii. কবিরাজ     iii. রাজা     iv. ছাত্র 
উত্তর: i. দেবর।

জ। বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি?
i. উপজেলা         ii. কমজোড়         iii. পাতিকাক     iv. সুনজর 
উত্তর: ii. কমজোড়।

ঝ। পূর্ব পদে উপসর্গ বসে কোন সমাস হয়? 
i. নিজ     ii. দ্বন্দ্ব     iii. প্রাদি     iv. দ্বিগু 
উত্তর: iii. প্রাদি।

ঞ। ‘আপন ভালো সবাই চায়’ এখানে ‘ভালো’ কোন পদ?
i. বিশেষ্য     ii. সর্বনাম     iii. অব্যয়     iv. বিশেষণ 
উত্তর: i. বিশেষ্য।

লেখক: অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা

কবীর

রসায়নের ধারণা অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, এসএসসি রসায়ন

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:৪২ পিএম
রসায়নের ধারণা অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, এসএসসি রসায়ন
আধুনিক রসায়নের জনক অ্যান্টনি ল্যাভয়সিয়ে। প্রতীকী ছবি- সংগৃহীত

প্রথম অধ্যায় : রসায়নের ধারণা

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. কোনটি দাহ্য পদার্থ?
ক) টিএনটি     খ) নাইট্রাস অক্সাইড  
গ) বেনজিন     ঘ) ইথার 

২. আধুনিক রসায়নের জনক বলা হয় কোন বিজ্ঞানীকে?
ক) জন ডাল্টন                 খ) রবার্ট বয়েল     
গ) অ্যান্টনি ল্যাভয়সিয়ে    ঘ) নিলস বোর

৩. কাঁচা আমে থাকে-
ক) অক্সালিক অ্যাসিড    
খ) ফরমিক অ্যাসিড 
গ) সাক্সিনিক অ্যাসিড    
ঘ) অ্যাসিটিক অ্যাসিড

৪. নিচের সাংকেতিক চিহ্নটি কী প্রকাশ করে?

ক) বিষাক্ত পদার্থ        খ) দাহ্য পদার্থ 
গ) উত্তেজক পদার্থ    গ) তেজস্ক্রিয় পদার্থ 

৫. নিচের কোনটি বিস্ফোরক দ্রব্য?
ক) জৈব পার-অক্সাইড    
খ) অ্যালকোহল 
গ) পেট্রোলিয়াম     
ঘ) ক্লোরিন গ্যাস 

৬. কীসের মাধ্যমে পরমাণুর গঠন ব্যাখ্যা করা যায়?
ক) এক্স-রে    
খ) রাদারফোর্ড মডেল
গ) কোয়ান্টাম বলবিদ্যা     
ঘ) UV স্পেকট্রোস্কোপি 

৭. অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার ষষ্ঠ ধাপ কোনটি?
ক) কাজের পরিকল্পনা প্রণয়ন    
খ) ফলাফল সম্পর্কে আগাম ধারণা
গ) পরীক্ষণ ও তথ্য উপাত্ত সংগ্রহ    
ঘ) তথ্য উপাত্তের সংঘটন ও বিশ্লেষণ

৮. নিচের কোন হ্যালোজেনটি ত্বকে লাগলে ক্ষত হতে পারে?
ক) ফ্লোরিন    খ) ক্লোরিন     
গ) ব্রোমিন    ঘ) আয়োডিন

৯. ট্রিফয়েল চিহ্নটি প্রথম কোন দেশে ব্যবহৃত হয়?
ক) ইংল্যান্ড    খ) আমেরিকা
গ) চীন           ঘ) রাশিয়া

১০. বিস্ফোরক পদার্থ কোনটি?
ক) জৈব পার-অক্সাইড     
খ) অ্যারোসোল 
গ) পেট্রোলিয়াম     
ঘ) ক্লোরিন গ্যাস 

উত্তর: ১.ঘ, ২. গ, ৩.গ, ৪. গ, ৫.ক, ৬.গ, ৭. খ, ৮.খ, ৯.খ, ১০. ক।

লেখক : সিনিয়র শিক্ষক, 
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

কবীর

প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস অধ্যায়ের ২১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, এসএসসি বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৪২ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৩ পিএম
প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস অধ্যায়ের ২১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, এসএসসি বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা
প্রাচীন বাংলার শিল্পকর্মে সাধারণত ভারতীয় শৈলী প্রাধান্য পেত। ছবি- সংগৃহীত

পঞ্চম অধ্যায় : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. প্রাচীন বাংলার প্রধান অর্থনৈতিক কার্যকলাপ ছিল-
ক. শিল্প         খ. কৃষি
গ. বাণিজ্য    ঘ. যুদ্ধ
উত্তর: খ. কৃষি।

২. প্রাচীন বাংলার কৃষি অর্থনীতির অন্যতম প্রধান ফসল ছিল-
ক. গম    খ. চাল
গ. তুলা    ঘ. মধু
উত্তর: খ. চাল।

৩. প্রাচীন বাংলায় সাধারণত কোন ধরনের খামার ব্যবস্থা ছিল?
ক. বড় খামার    
খ. ক্ষুদ্র খামার
গ. জমিদারি খামার
ঘ. খামারের কোনো ব্যবস্থা ছিল না
উত্তর: খ. ক্ষুদ্র খামার।

৪. কোন শাসকের শাসনামলে বাংলার অর্থনীতি চরম উন্নতি লাভ করেছিল?
ক. শশাঙ্ক              খ. ধর্মপাল
গ. রাজেন্দ্র চোল    ঘ. বুদ্ধদেব
উত্তর: খ. ধর্মপাল।

৫. প্রাচীন বাংলায় সোনালি যুগের অর্থনৈতিক উন্নতির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল-
ক. কৃষি উৎপাদন
খ. শিল্প বিপ্লব
গ. বাণিজ্যিক সম্পর্ক
ঘ. সামরিক বাহিনী
উত্তর: গ. বাণিজ্যিক সম্পর্ক।

৬. প্রাচীন বাংলায় বাণিজ্য মূলত কোন শহরে পরিচালিত হতো?
ক. তাম্রলিপ্ত    খ. সোনারগাঁও
গ. রাজশাহী    ঘ. কলকাতা
উত্তর: ক. তাম্রলিপ্ত।

৭. প্রাচীন বাংলায় বিদেশি বাণিজ্যের ক্ষেত্রে প্রধান বাণিজ্যিক পণ্য ছিল-
ক. স্বর্ণ        খ. রেশম
গ. মসলা    ঘ. চিনি
উত্তর: গ. মসলা।

৮. কোন পরিসরে প্রাচীন বাংলার বাণিজ্য প্রধানত সীমাবদ্ধ ছিল?
ক. স্থানীয়    খ. আঞ্চলিক
গ. আন্তর্জাতিক    ঘ. সামরিক
উত্তর: ক. স্থানীয়।

৯. প্রাচীন বাংলায় কৃষকদের প্রধান কাজ ছিল-
ক. বাণিজ্য    খ. কৃষিকাজ    গ. খনন কাজ    ঘ. তেল উৎপাদন
উত্তর: খ. কৃষিকাজ।

১০. কোন শাসক বাংলার কৃষিতে উন্নতি সাধন করেছিলেন?
ক. শশাঙ্ক           খ. রাজেন্দ্র চোল
গ. রাজা বিজয়    ঘ. রাজা ধর্মপাল
উত্তর: ঘ. রাজা ধর্মপাল।

১১. প্রাচীন বাংলায় শিল্পকলা ও ভাস্কর্যের প্রধান উপাদান ছিল-
ক. পাথর    খ. মাটির তৈরি বস্তু
গ. তামা     ঘ. সোনালি বস্তু
উত্তর: ক. পাথর।

আরো পড়ুন : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্নোত্তর, ৫ম পর্ব

১২. প্রাচীন বাংলার শিল্পকর্মে কোন ধরনের শৈলী প্রাধান্য পেত?
ক. গথিক              খ. রোমান
গ. হেলেনিস্টিক    ঘ. ভারতীয়
উত্তর: ঘ. ভারতীয়।

১৩. কোন রাজা বাংলায় মঠ ও মন্দির নির্মাণের জন্য বিখ্যাত ছিলেন?
ক. শশাঙ্ক     খ. রাজা বিজয়
গ. ধর্মপাল    ঘ. বুদ্ধদেব
উত্তর: গ. ধর্মপাল।

১৪. বাংলার শিল্পকলা ও ভাস্কর্যে সাধারণত কোন ধরনের মূর্তি নির্মাণ করা হতো?
ক. বুদ্ধ মূর্তি    খ. শিব মূর্তি
গ. দুর্গা মূর্তি    ঘ. বিষ্ণু মূর্তি
উত্তর: ক. বুদ্ধ মূর্তি।

১৫. বাংলার প্রাচীন স্থাপত্যের প্রধান উপাদান কী ছিল?
ক. মাটির ইট    খ. পাথর
গ. কাঠ            ঘ. বালু
উত্তর: ক. মাটির ইট।

১৬. প্রাচীন বাংলায় ভাস্কর্য নির্মাণের জন্য প্রধান উপাদান হিসেবে ব্যবহার করা হতো-
ক. সোনালি ধাতু    খ. তামা
গ. পাথর               ঘ. মাটি
উত্তর: গ. পাথর।

১৭. বাংলার প্রাচীন মন্দিরগুলোর স্থাপত্যে কোন ধরনের নকশা ব্যবহৃত হতো?
ক. রোমান        খ. গথিক
গ. দেবত্বপূর্ণ    ঘ. ভারতীয় ধারা
উত্তর: ঘ. ভারতীয় ধারা।

১৮. পাল যুগে বাংলায় শিল্পকলা ও ভাস্কর্যের উত্থানে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন?
ক. ধর্মপাল            খ. শশাঙ্ক
গ. রাজেন্দ্র চোল    ঘ. গঙ্গদত্ত
উত্তর: ক. ধর্মপাল।

১৯. প্রাচীন বাংলার শিল্পকলা ও ভাস্কর্যের প্রধান বৈশিষ্ট্য ছিল-
ক. বাস্তবিকতা    খ. আধ্যাত্মিকতা
গ. সৌন্দর্য          ঘ. শক্তির প্রকাশ
উত্তর: খ. আধ্যাত্মিকতা।

২০. প্রাচীন বাংলায় স্থাপত্য ও ভাস্কর্য শৈলী কোন সংস্কৃতি থেকে প্রভাবিত ছিল?
ক. ভারতীয় সংস্কৃতি    খ. গ্রিক সংস্কৃতি
গ. মিসরীয় সংস্কৃতি    ঘ. চীনা সংস্কৃতি
উত্তর: ক. ভারতীয় সংস্কৃতি।

২১. প্রাচীন বাংলার শিল্পকলার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন ছিল-
ক. বুদ্ধ মূর্তি    খ. সিংহের মূর্তি
গ. সরস্বতী মূর্তি    ঘ. কৃষ্ণ মূর্তি
উত্তর: ক. বুদ্ধ মূর্তি।

লেখক : সহকারী শিক্ষক
সাভার অধরচন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়, সাভার, ঢাকা

কবীর

সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট অধ্যায়ের ১৫টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব, এইচএসসি সমাজকর্ম ১ম পত্র

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ পিএম
সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট অধ্যায়ের ১৫টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব, এইচএসসি সমাজকর্ম ১ম পত্র
শিক্ষার্থীরা ক্লাসে শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ

দ্বিতীয় অধ্যায় : সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৪. স্থায়ী রাজকীয় কমিশন গঠন করা হয় কেন?
ক. ত্রাণ বিতরণের জন্য    
খ. দরিদ্রদের তথ্য সংগ্রহের জন্য    
গ. কর আদায়ের জন্য            
ঘ. দরিদ্র আইন নীতি বিকাশের জন্য

২৫. শ্রমিক বিনিময় আইন প্রণীত হয় কখন?
ক. ১৯০৬ সালে    খ. ১৯০৭ সালে    
গ. ১৯০৮ সালে    ঘ. ১৯০৯ সালে

২৬. কোন আইনকে বর্তমান বিশ্বের আধুনিক ও পেশাদার সমাজকর্মের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়?
ক. দরিদ্র আইন ১৬০১            
খ. দরিদ্র সংস্কার আইন ১৮৩৪            
গ. দরিদ্র আইন কমিশন ১৯০৫            
ঘ. বেকারত্ব আইন ১৯৩৪

২৭. কোন বিষয়টি ১৬০১ সালের দরিদ্র আইনের কাছে ঋণী?
ক. সমাজকর্ম    খ. সমাজবিজ্ঞান    
গ. ইতিহাস        ঘ. পৌরনীতি

২৮. মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ জাগ্রতকরণে কোন আইন সবিশেষ ভূমিকা পালন করে?
ক. শিশু আইন    
খ. নারী নির্যাতন আইন    
গ. মাদকদ্রব্য আইন    
ঘ. ১৬০১ সালের দরিদ্র আইন

২৯. ১৯২৫ সালের আইনের অধীনে কয় শ্রেণির জন্য পেনশনের ব্যবস্থা করা হয়?
ক. দুই শ্রেণির    খ. তিন শ্রেণির        
গ. চার শ্রেণির    ঘ. পাঁচ শ্রেণির

৩০. ১৮৩৪ খ্রিষ্টাব্দের দরিদ্র সংস্কার আইন প্রণয়নে রাজকীয় কমিশন গঠন করা হয় কত খ্রিষ্টাব্দে?
ক. ১৮৩২ খ্রিষ্টাব্দে    খ. ১৮৩৩ খ্রিষ্টাব্দে    
গ. ১৮৩৪ খ্রিষ্টাব্দে    ঘ. ১৮৩৫ খ্রিষ্টাব্দে

৩১. কোন আইন সরকারের দরিদ্র আইন বাস্তবায়নে ব্যয়হার অনেকাংশে হ্রাস করতে সক্ষম হয়?
ক. দরিদ্র আইন ১৬০১    
খ. দরিদ্র সংস্কার আইন ১৮৩৪        
গ. জাতীয় বিমা আইন ১৯১১        
ঘ. বেকারত্ব আইন ১৯৩৪

আরো পড়ুন : সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট অধ্যায়ের ১২টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব

৩২. ১৮৩৪ সালের দরিদ্র আইনের ‘Poor Law Union’- গুলোর প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য কী গঠন করা হয়?
ক. শিক্ষা বোর্ড    খ. প্রশাসনিক বোর্ড    
গ. রাজস্ব বোর্ড    ঘ. অভিভাবক বোর্ড

৩৩. বেকার-ভাতা আইন প্রণীত হয় কত সালে?
ক. ১৯৩১ সালে    খ. ১৯৩২ সালে    
গ. ১৯৩৩ সালে    ঘ. ১৯০৯ সালে

৩৪. ‘x’ জনস্বাস্থ্য রক্ষার অগ্রদূত হিসেবে কাজ করে। ‘x’ এর সঙ্গে সাদৃশ্য রয়েছে কার?
ক. Charles Dickens    খ. Edwin Chadwick    গ. Disracli    ঘ. Robert Z. Apte

৩৫. জনস্বাস্থ্য আইন প্রণীত হয় কত সালে?
ক. ১৮৪৮ সালে    খ. ১৮৪৯ সালে    
গ. ১৮৫০ সালে    ঘ. ১৮৫১ সালে

৩৬. বিংশ শতাব্দীর শুরুতে ইংল্যান্ডে কোন সমস্যাটি দেখা দেয়?
ক. নারী নির্যাতন    খ. খাদ্য সমস্যা    
গ. বেকারত্ব           ঘ. ইভটিজিং

৩৭. কোন আইনের মাধ্যমে পরিমিত আয়ের শ্রমিকদের জন্য বাধ্যতামূলক স্বাস্থ্যবিমার ব্যবস্থা করা হয়?
ক. শ্রমিক বিনিময় আইন ১৯০৯    
খ. জাতীয় বিমা আইন ১৯১১        
গ. বিধবা এতিম ও বৃদ্ধ পেনশন আইন ১৯২৫    
ঘ. জাতীয় অর্থনীতি আইন ১৯৩১

৩৮. ১৮৩৪ সালের দরিদ্র আইন প্রয়োগের ক্ষেত্রে কয়টি নীতিমালা অনুসরণ করা হয়?
ক. ২টি      খ. ৩টি        
গ. ৪টি      ঘ. ৫টি

উত্তর: ২৪. ঘ, ২৫. ঘ, ২৬. ক, ২৭. ক, ২৮. ঘ, ২৯. খ, ৩০. ক, ৩১. খ, ৩২. ঘ, ৩৩. ঘ, ৩৪. খ, ৩৫. ক, ৩৬. গ, ৩৭. খ, ৩৮. খ।

লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কবীর

আমার পথ প্রবন্ধের ৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব, এইচএসসি বাংলা ১ম পত্র

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৫ পিএম
আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪, ০২:২৪ পিএম
আমার পথ প্রবন্ধের ৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব, এইচএসসি বাংলা ১ম পত্র
শিক্ষার্থীরা ক্লাসে শিক্ষকের লেকচার মনোযোগসহকারে শুনছে। ছবি- খবরের কাগজ
প্রবন্ধ: আমার পথ 
 
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
 
১. ‘আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি নমস্কার করছি আমার সত্যকে।’ -আলোচ্য উক্তিতে প্রকাশিত হয়েছে-
ক. সত্যনিষ্ঠা                   খ. ন্যায়পরায়ণতা
গ. অসাম্প্রদায়িকবোধ    ঘ. নীতিবোধ
 
২. প্রাবন্ধিক ভীত নন-
ক. রাজভয়ে     খ. শত্রুভয়ে
গ. ভূতের ভয়ে  ঘ. সমাজের ভয়ে
 
৩. বাইরের ভয়ে কখন মানুষ ভীত নন?
ক. মিথ্যাকে ধ্বংস করতে পারলে
খ. মিথ্যার সঙ্গে আপস করলে
গ. সত্যের পথে অবিচল থাকলে
ঘ. অন্তরের সত্যকে চিনতে পারলে
 
 
৪. কে বাইরে ভয় পায়?
ক. যে মিথ্যাকে প্রশ্রয় দেয়
খ. যার ভেতরে ভয়
গ. যার আত্মবিশ্বাস নেই
ঘ. যার সাহস কম
 
৫. কে সবকিছু চেনে?
ক. যে তার সমাজকে চেনে
খ. যে পৃথিবীটাকেই চেনে
গ. যে শত্রুকে চেনে
ঘ. যে নিজেকে চেনে
 
৬. মানুষ কীভাবে আত্মশক্তি অনুভব করে?
ক. নিজেকে চেনার মাধ্যমে
খ. পুণ্যের পথকে চেনার মাধ্যমে
গ. মনুষ্যত্ববোধ অর্জনের মাধ্যমে
ঘ. অপরের কল্যাণসাধনের মাধ্যমে
 
৭. আত্মমর্যাদাসম্পন্ন মানুষ কাকে কুর্নিশ করে?
ক. শক্তিশালী রাজাকে
খ. আপন স্বজনকে
গ. নিজ ব্যক্তিত্বকে
ঘ. নিজ সত্যকে
 
উত্তর: ১. ক, ২. ক, ৩. ঘ, ৪. খ, ৫. ঘ ,৬. ক, ৭. ঘ।
 
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
 
কবীর
'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });