প্রথম অধ্যায় : সমাজকর্ম: প্রকৃতি ও পরিধি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৪. বিস্তৃত সমাজের সামগ্রিক ইতিবাচক পরিবর্তন সাধনে সচেষ্ট কোনটি?
ক. সমাজকর্ম
খ. পৌরনীতি ও সুশাসন
গ. অর্থনীতি
ঘ. ইতিহাস
১৫. পেশাদার সমাজকর্ম কোনটির বিকাশ ঘটিয়ে স্বাবলম্বী হতে মানুষকে সাহায্য করে?
ক. মানসিক শক্তি
খ. শারীরিক শক্তি
গ. সুপ্ত প্রতিভা
ঘ. সামঞ্জস্য ঘটানোর ক্ষমতা
১৬. সমাজকর্মের উদ্দেশ্য হলো-
ক. সব মানুষের কল্যাণ
খ. দরিদ্রদের কল্যাণ করা
গ. প্রতিবন্ধীদের কল্যাণ
ঘ. দুস্থদের কল্যাণ
১৭. ওয়ারনার ডব্লিউ বোয়েমের মতে সমাজকর্মের মূল লক্ষ্য কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
১৮. সমাজে কোন ধরনের সামাজিক সমস্যা বর্তমান?
ক. একমুখী খ. দ্বিমুখী
গ. পশ্চাদমুখী ঘ. বহুমুখী
১৯. সমাজকর্ম কোন ধরনের উন্নয়নের প্রচেষ্টা চালায়?
ক. ব্যক্তিকেন্দ্রিক উন্নয়নের খ. দলকেন্দ্রিক উন্নয়নের
গ. সমষ্টিভিত্তিক উন্নয়নের ঘ. গোত্রভিত্তিক উন্নয়নের
২০. সমাজকর্মের উদ্দেশ্য হলো-
i. সম্পদের সদ্ব্যবহার
ii. পরিকল্পিত সামাজিক পরিবর্তন আনয়ন iii. সামাজিক বিপর্যয় প্রতিরোধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
আরো পড়ুন : সমাজকর্ম: প্রকৃতি ও পরিধি অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২১. সমাজকর্মের লক্ষ্য হলো-
i. ব্যক্তি ও পরিবেশের মধ্যে কার্যকর মিথস্ক্রিয়া স্থাপন করা
ii. ব্যক্তি, দল ও সমষ্টির সামাজিক ভূমিকা পালনে সক্ষম করে তোলা
iii. ভৌত অবকাঠামো উন্নয়ন ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য স্থাপন করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. সমাজের সব মানুষের সার্বিক কল্যাণের লক্ষ্যে সমাজকর্ম কী করে থাকে-
i. প্রতিকার ii. প্রতিরোধ iii. উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. সমাজকর্মের ‘ত্রিবিধ ভূমিকা’ কী?
ক. প্রতিকার, প্রতিরোধ, সংস্কার খ. প্রতিকার, সংশোধন, উন্নয়ন
গ. প্রতিকার, প্রতিরোধ, উন্নয়ন ঘ. প্রতিরোধ, প্রতিরোধ, বাস্তবায়ন
২৪. সমাজকর্মকে কলা ও বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন কে?
ক. ওয়াল্টার ও ফ্রিডল্যান্ডার খ. হার্বার্ট বিসনো
গ. জি উইলসন ঘ. আর এ স্কিডমোর ও এম জি থ্যাকারি
উত্তর: ১৪. ক, ১৫. গ, ১৬. ক, ১৭. খ, ১৮. ঘ, ১৯. গ, ২০. ঘ, ২১. ক, ২২. ঘ, ২৩. গ, ২৪. ঘ।
লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর