প্রবন্ধ: আমার পথ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮. কোন বিষয়কে কেউ কেউ ভুল করে অহংকার বলে মনে করে?
ক. নিজেকে সত্যবাদী বলে প্রতিষ্ঠা করা
খ. নিজেকে শ্রেষ্ঠ বলে জাহির করা
গ. সবসময় সত্য কথা বলা
ঘ. নিজের সত্যকে গুরু মনে করা
৯. ‘জালাল সবসময় তার অফিসের বড় কর্তার সামনে মাথা হেঁট করে থাকে। এমনকি বড়কর্তা তাকে শত অপমান করলেও সে তা গায়ে মাখে না।’ ‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে উদ্দীপকের জালাল কোনটিকে অস্বীকার করেছে?
ক. ব্যক্তিত্ববোধকে খ. বিবেকবোধকে
গ. আত্মসম্মানকে ঘ. আপন সত্যকে
১০. ‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে কীভাবে মানুষ ক্রমেই নিজেকে ছোট করে ফেলে?
ক. খুব বেশি বিনয় প্রকাশ করে
খ. খুব বেশি আনুগত্য প্রকাশ করে
গ. খুব বেশি মহত্ত্ব প্রকাশ করে
ঘ. খুব বেশি সহানুভূতি প্রকাশ করে
১১. কারা বাইরের গোলামি থেকে রেহাই পায় না?
ক. যারা কপট আচরণ করে
খ. যাদের অন্তরে সত্যের স্থান নেই
গ. যাদের অন্তরে গোলামির ভাব রয়েছে
ঘ. যারা আলসেমি করে
১২. মিথ্যা বিনয়ের চেয়ে কী অনেক ভালো?
ক. আত্মঅহংকার খ. অহংকারের গৌরব
গ. বিদ্যার গর্ব ঘ. সত্যের গৌরব
১৩. ‘মিথ্যা বিনয়’ বলতে ‘আমার পথ’ প্রবন্ধে কী বোঝানো হয়েছে?
ক. নারীরা যে বিনয় প্রকাশ করে
খ. পুরুষের নারীসুলভ আচরণের প্রকাশ
গ. সত্যকে অস্বীকার করে বিনয় দেখানো
ঘ. মর্যাদাকে অস্বীকার করে বিনয় দেখানো
১৪. কোন ধরনের কথা বলায় অবিনয় নিশ্চয় থাকে?
ক. মিথ্যা খ. স্পষ্ট
গ. অসত্য ঘ. অস্পষ্ট
১৫. কার স্পষ্ট কথা বলাকে কেউ যেন অহংকার বলে ভুল না করে বসেন?
ক. মহারথীর খ. কর্ণধারের
গ. দিকনির্দেশকের ঘ. সারথির
আরো পড়ুন : আমার পথ প্রবন্ধের ৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব
১৬. কীসে কষ্ট পাওয়াটা দুর্বলতা?
ক. মিথ্যা বলায় যে অবিনয় থাকে
খ. সত্যের সঙ্গে মিথ্যার বিরোধ
গ. অসত্য কথা বলায় যে অবিনয় থাকে
ঘ. স্পষ্ট কথা বলায় যে অবিনয় থাকে
১৭. কীভাবে নিজের শক্তির ওপর বিশ্বাস আনা যায়?
ক. নিজেকে শ্রেষ্ঠ বলে মানলে
খ. নিজেকে বিশ্বাস করলে
গ. নিজেকে জানলে
ঘ. মেধাকে কাজে লাগালে
১৮. ‘আমার পথ’ কোন ধরনের রচনা?
ক. গল্প খ. ছোট গল্প
গ. প্রবন্ধ ঘ. অভিভাষণ
১৯. কখন নিজের সত্যের ওপর অটুট বিশ্বাস আসে?
ক. নিজেকে ভালোবাসলে
খ. নিজের সত্যকে কর্ণধার জানলে
গ. কাউকে ভয় না পেলে
ঘ. চিত্তের দৃঢ়তা অর্জন করলে
২০. ভারতে সবাইকে নিজের ওপর বিশ্বাস করতে শিখাচ্ছিলেন কে?
ক. নেতাজি সুভাষচন্দ্র বসু খ. জওহরলাল নেহরু
গ. ইন্দিরা গান্ধী ঘ. মহাত্মা গান্ধী
২১. আত্মাকে চিনলে কীভাবে আত্মনির্ভরতা আসে?
ক. নিজ সামর্থ্যকে জানার মাধ্যমে
খ. নিজ অস্তিত্বকে জানার মাধ্যমে
গ. নিজ ব্যক্তিত্বকে জানার মাধ্যমে
ঘ. নিজ মনকে জানার মাধ্যমে
উত্তর: ৮. ঘ, ৯.ঘ, ১০.ক, ১১.গ, ১২.ক, ১৩. গ, ১৪. খ, ১৫. ঘ, ১৬. ঘ, ১৭. খ, ১৮. গ, ১৯.খ, ২০. ঘ, ২১.ক।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
কবীর