
প্রথম অধ্যায় : ব্যবসায়ের মৌলিক ধারণা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের সহায়ক হলো-
i. পণ্য রপ্তানি
ii. জনশক্তি রপ্তানি
iii. পণ্য আমদানি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২। বিজ্ঞাপন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
ক. ঝুঁকিগত খ. জ্ঞানগত
গ. স্থানগত ঘ. কালগত
৩। প্রজনন শিল্পের অন্তর্গত হলো-
i. মাছের রেণু উৎপাদন
ii. হাঁস-মুরগির খামার
iii. ফলমূল চাষ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৪। সাধারণ অর্থে পণ্য ক্রয়-বিক্রয়ের কাজকে কী বলে?
ক. ব্যবসায় খ. বাণিজ্য
গ. বিক্রয় ঘ. বাজারজাতকরণ
৫। শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
ক. স্বত্বগত খ. রূপগত
গ. স্থানগত ঘ. সময়গত
৬। ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কোনটি?
ক. সম্পত্তি অর্জন খ. মুনাফা অর্জন
গ. মানবসেবা ঘ. গ্রাহক সন্তুষ্টি
৭। প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত হলো-
i. শিক্ষক
ii. প্রকৌশলী
iii. রেস্তোরাঁ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮। সামাজিক ব্যবসায়ের উদ্দেশ্য হচ্ছে-
i. মুনাফা সর্বাধিকরণ
ii. দারিদ্র্য দূরীকরণ
iii. সামাজিক সমস্যাসমূহ সমাধান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯। গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
ক. রূপগত খ. অর্থগত
গ. স্থানগত ঘ. সময়গত
১০। সাবান তৈরি কোন ধরনের শিল্পের অন্তর্গত?
ক. বিশ্লেষণ খ. প্রস্তুত
গ. সংযোজন ঘ. যৌগিক
১১। কোনটি পেশাগত সেবা?
ক. চিকিৎসা খ. জ্বালানি
গ. বিদ্যুৎ ঘ. হোটেল
১২। Business শব্দটি কোন ভাষার?
ক. ইংরেজি খ. ইতালি
গ. ফ্রেঞ্চ ঘ. ফার্সি
১৩। পণ্য সম্পর্কে কালগত বাধা দূর করে কোনটি?
ক. গুদামজাতকরণ খ. পরিবহন
গ. উৎপাদন ঘ. বাজারজাতকরণ
উত্তর: ১. ক, ২. খ, ৩. ঘ, ৪. ক, ৫. খ, ৬. খ, ৭. ঘ, ৮. গ, ৯. ঘ, ১০. ঘ, ১১. খ, ১২. ক, ১৩. ক।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর