
দ্বিতীয় অধ্যায় : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৫. বিট সিনক্রোনাইজেশন হচ্ছে-
i. বিট পাঠানোর সমন্বিত পদ্ধতি
ii. ডেটার বিটের বিন্যাস ও সংযুক্ত অতিরিক্ত বিট
iii. ব্যান্ডউইথের পরিমাণ বৃদ্ধি পাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৬. বিট সিনক্রোনাইজেশনের ওপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
১৭. কোন পদ্ধতিতে প্রেরক কম্পিউটার থেকে ডেটা গ্রাহক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়?
ক. প্যারালাল ডেটা ট্রান্সমিশন
খ. এসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন
গ. সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন
ঘ. আইসোক্রোনাস ট্রান্সমিশন
আরো পড়ুন : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব
১৮. উৎস ও প্রেরকের একত্রিত অংশকে কী বলা হয়?
ক. গন্তব্য সিস্টেম
খ. উৎস সিস্টেম
গ. প্রেরক সিস্টেম
ঘ. উৎস গ্রহণ
১৯. নিচের কোনটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা?
ক. প্রেরক যেকোনো সময় ডেটা পাঠাতে পারে
খ. এর দক্ষতা সিনক্রোনাস ট্রান্সমিশনের চেয়ে বেশি
গ. প্রতিটি ব্লকে ৮০ থেকে ১৩২ ক্যারেক্টার থাকে
ঘ. ডেটা ক্যাবলের মধ্যে দিয়ে চলতে পারে
২০. কীসের কারণে প্রাপক সিগন্যাল থেকে ডেটা শনাক্ত ও পুনরুদ্ধার করতে পারে?
ক. প্যারালাল ডেটা ট্রান্সমিশন
খ. সিরিয়াল ডেটা ট্রান্সমিশন
গ. বিট সিনক্রোনাইজেশন
ঘ. আইসোক্রোনাস ট্রান্সমিশন
উত্তর: ১৫. ক, ১৬. খ, ১৭. খ, ১৮. খ, ১৯. ক, ২০. গ।
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর