
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘গ’ ইউনিট-হিসাববিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. কয়লাখনি কোন ধরনের সম্পদ?
ক. ক্ষয়িষ্ণু সম্পদ খ. স্থায়ী সম্পদ
গ. চলতি সম্পদ ঘ. অলীক সম্পদ
ঙ. আর্থিক সম্পদ
উত্তর: ক. ক্ষয়িষ্ণু সম্পদ।
২. মুনাফা অর্জিত হয়েছে কিন্তু নগদে গ্রহণ করা না হলে তাকে বলে-
ক. অনুপার্জিত আয় খ. অগ্রিম আয়
গ. মধ্যবর্তী আয় ঘ. বকেয়া আয়
ঙ. সেবা আয়
উত্তর: ঘ. বকেয়া আয়।
৩. বকেয়া খরচের জন্য সমন্বয় জাবেদা প্রভাবিত করবে-
ক. সম্পত্তি ও খরচ খ. দায় ও আয়
গ. সম্পত্তি ও আয় ঘ. খরচ ও দায়
ঙ. সম্পত্তি ও দায়
উত্তর: ঘ. খরচ ও দায়।
আরো পড়ুন : ‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞানের ৭টি প্রশ্নোত্তর, ১০ম পর্ব
৪. ১২,৮০০ টাকার বেতন হিসাবের বইয়ে লেখা হয়েছে ১৮,২০০ টাকা। সংশোধনী এন্ট্রি টাকায় হবে:
ক. বেতন Dr. ১৮,২০০ ক্যাশ
খ. ক্যাশ Dr. ১২,৮০০ বেতন Cr. ১২,২০০
গ. বেতন Dr. ৫,৪০০ ক্যাশ Cr. ৫,৪০০
ঘ. ক্যাশ Dr. ৫,৪০০ বেতন Cr. ৫,৪০০
ঙ. ক্যাশ Dr. ৫,৪০০ বেতন Cr. ৫,৪০০
উত্তর: ঘ. ক্যাশ Dr. ৫,৪০০ বেতন Cr. ৫,৪০০।
৫. ‘এল’ কোম্পানি ১০০০ একক পণ্য কেনে এবং হাতে শেষ মজুত পণ্য ৯১ টাকা হারে ২০০ একক রয়েছে। এখন প্রতিস্থাপন ব্যয় একক প্রতি ৮০ টাকা। শেষ মজুত পণ্যের মূল্য উদ্ধৃতপত্রে কত টাকা দেখানো হবে?
ক. ৯১,০০০ টাকা খ. ৮০,০০০ টাকা
গ. ১৮,২০০ টাকা ঘ. ১৭,১০০ টাকা
ঙ. ১৬,০০০ টাকা
উত্তর: ঙ. ১৬,০০০ টাকা।
৬. ব্যাংক তার গ্রাহককে সেবা দেওয়ার জন্য ১০০ টাকা ধরেছে, যা গ্রাহক এখনো জানে না। ব্যাংক মিলকরণ বিবরণীতে এ সেবা সম্পর্কীয় হিসাব কীভাবে দেখাবে?
ক. ব্যাংক ব্যালেন্সের সঙ্গে ১০০ যোগ করা
খ. ব্যাংক ব্যালেন্স থেকে ১০০ বিয়োগ করা
গ. ক্যাশ ব্যালেন্সের সঙ্গে ১০০ যোগ করা
ঘ. ক্যাশ ব্যালেন্সের সঙ্গে ২০০ যোগ করা
ঙ. ক্যাশ ব্যালেন্স থেকে ১০০ বিয়োগ করা
উত্তর: ঙ. ক্যাশ ব্যালেন্স থেকে ১০০ বিয়োগ করা।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর