
দ্বিতীয় অধ্যায় : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫০. কোনটি থিননেট-এর বৈশিষ্ট্য?
ক. ভারী ও ননফ্লেক্সিবল
খ. হালকা ও নন ফ্লেক্সিবল
গ. ভারী ও ফ্লেক্সিবল
ঘ. হালকা ও ফ্লেক্সিবল
৫১. কী দিয়ে অপটিক্যাল ফাইবার ক্যাবল তৈরি?
ক. কাচ তন্তু খ. কপার
গ. ইস্পাত ঘ. ফেরাস কোর
৫২. অপটিক্যাল ফাইবারের কয়টি অংশ?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৫৩. কোনটি অপটিক্যাল ফাইবার ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ব্যবহার করা হয়?
ক. আলফা রশ্মি খ. লেজার রশ্মি
গ. বিটা রশ্মি ঘ. গামা রশ্মি
৫৪. অপটিক্যাল ফাইবারের কোথায় আলোক সিগন্যাল সঞ্চালনের প্রধান কাজটি করে?
ক. ফাইবারের বাইরে
খ. কোরের অভ্যন্তরে
গ. কোরের ঠিক বাইরে
ঘ. ক্ল্যাডিং ও জ্যাকেটের অভ্যন্তরে
৫৫. অপটিক্যাল ফাইবার ক্যাবল-
i. উচ্চ গতিসম্পন্ন
ii. দামে সস্তা
iii. বিদ্যুৎ চৌম্বকীয় প্রভাবমুক্ত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৬. কোনটি ক্ল্যাডিং নামে পরিচিত?
ক. ফাইবারের অভ্যন্তরীণ স্তরটি
খ. ফাইবারের বাইরের স্তরটি
গ. কোরের বাইরের স্তরটি
ঘ. কোরের অভ্যন্তরীণ স্তরটি
আরো পড়ুন : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং অধ্যায়ের ২০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৪র্থ পর্ব
৫৭. অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে কীভাবে আলো চলাচল করে?
ক. প্রতিসরণের মাধ্যমে
খ. প্রতিফলনের মাধ্যমে
গ. সমাবর্তনের মাধ্যমে
ঘ. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে
৫৮. নিচের কোনটি কোরের ব্যাস নির্দেশ করে?
ক. ৪ থেকে ১০০ মাইক্রন
খ. ৬ থেকে ১০০ মাইক্রন
গ. ৮ থেকে ১০০ মাইক্রন
ঘ. ৫০ থেকে ১০০ মাইক্রন
৫৯. ওয়্যারলেস নেটওয়ার্ক সংযোগের জন্য প্রয়োজন-
i. রেডিও ওয়েভ
ii. বেইজ স্টেশন
iii. অ্যান্টেনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬০. মাল্টি মোড ফাইবারে কোরের ব্যাস কত?
ক. ১০ থেকে ২০ মাইক্রন
খ. ৮ থেকে ৫০ মাইক্রন
গ. ৩০ থেকে ৬০ মাইক্রন
ঘ. ৫০ থেকে ১০০ মাইক্রন
৬১. LED-এর পূর্ণরূপ হলো-
ক. Light Emission Diode
খ. Light Emitting Diode
গ. Least Emitting Diode
ঘ. Light Emitting Detection
৬২. সিঙ্গেল মোড ফাইবারে কোরের ব্যাস কত?
ক. ৪ থেকে ২০ মাইক্রন
খ. ২ থেকে ৫০ মাইক্রন
গ. ৮ থেকে ১২ মাইক্রন
ঘ. ৮ থেকে ১০০ মাইক্রন
উত্তর: ৫০. ঘ, ৫১. ক, ৫২. খ, ৫৩. খ, ৫৪. খ, ৫৫. খ, ৫৬. গ, ৫৭. ঘ, ৫৮. গ, ৫৯. ঘ, ৬০. ঘ, ৬১. খ, ৬২. গ।
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর