
প্রথম অধ্যায় : বাস্তব সংখ্যা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
২। ১, ২, ৩, ৪...... ইত্যাদি সংখ্যাগুলোকে কী সংখ্যা বলে?
ক. মৌলিক সংখ্যা খ. যৌগিক সংখ্যা
গ. স্বাভাবিক সংখ্যা ঘ. অমূলদ সংখ্যা
৩। সর্বপ্রথম শূন্য ও দশভিত্তিক স্থানীয় মান পদ্ধতির প্রচলন করেন কারা?
ক. ইউরোপের গণিতবিদরা
খ. আফ্রিকার গণিতবিদরা
গ. ভারতবর্ষের গণিতবিদরা
ঘ. গ্রিসের গণিতবিদরা
৪। শূন্য অপেক্ষা বড় সব পূর্ণ সংখ্যাকে কী বলা হয়?
ক. স্বাভাবিক সংখ্যা খ. পূর্ণবর্গ সংখ্যা
গ. অমূলদ সংখ্যা ঘ. মূলদ সংখ্যা
৫। সব পূর্ণ এবং ভগ্নাংশ সংখ্যাকে কী বলে?
ক. ধনাত্মক সংখ্যা খ. ঋণাত্মক সংখ্যা
গ. পূর্ণসংখ্যা ঘ. মূলদ সংখ্যা
৬। শূন্যসহ সব ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে কী বলা হয়?
ক. স্বাভাবিক সংখ্যা খ. ধনাত্মক সংখ্যা
গ. অমূলদ সংখ্যা ঘ. পূর্ণসংখ্যা
৭। p ও q পূর্ণসংখ্যা এবং q=0 হলে, p/q আকারের সংখ্যাকে কী বলা হয়?
ক. অমূলদ সংখ্যা খ. মূলদ সংখ্যা
গ. ঋণাত্মক সংখ্যা ঘ.স্বাভাবিক সংখ্যা
৮। a ও b দুটি স্বাভাবিক সংখ্যা হলে-
i. a+b স্বাভাবিক সংখ্যা
ii. a-b স্বাভাবিক সংখ্যা
iii. a x b স্বাভাবিক সংখ্যা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii, iii
৯। ০, ১, ২, ৩.......ইত্যাদি সব সংখ্যাগুলোই কী ধরনের সংখ্যা?
ক. স্বাভাবিক সংখ্যা খ. মৌলিক সংখ্যা
গ. অঋণাত্মক সংখ্যা ঘ. অমূলদ সংখ্যা
উত্তর: ১. ক, ২. গ, ৩. গ, ৪. ক, ৫. ঘ, ৬. ঘ, ৭. খ, ৮. খ, ৯. গ।
লেখক : সিনিয়র শিক্ষক
গবর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, তেজগাঁও, ঢাকা
কবীর