
তৃতীয় অধ্যায় : বাংলাদেশের শিল্প
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. বাংলাদেশের অর্থনীতিতে কোন ধরনের শিল্পের অবদান সবচেয়ে বেশি?
উত্তর: তৈরি পোশাক।
২. পরিবেশ দূষণ রোধ করে কোন শিল্প?
উত্তর: কুটির শিল্প।
৩. BADC-এর পূর্ণরূপ কী?
উত্তর: Bangladesh Agricultural Development Corporation।
৪. PPP এর পূর্ণরূপ কী?
উত্তর: Public Private Partnership।
৫. BJMC-এর পূর্ণরূপ কী?
উত্তর: Bangladesh Jute Mills Corporation।
৬. EPZ কী?
উত্তর: Export Processing Zone।
৭. NBR-এর পূর্ণরূপ কী?
উত্তর: National Board of Revenue।
৮. চা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন।
৯. চা গাছ মারা যায় কখন?
উত্তর: গোড়ায় পানি জমলে।
১০. চা ভালো জন্মায় কোন মাটিতে?
উত্তর: উর্বর দো-আঁশ মাটি।
আরো পড়ুন : বাংলাদেশের কৃষি অধ্যায়ের ১৫টি জ্ঞানমূলক প্রশ্নোত্তর, ২য় পর্ব
১১. চা বাগান কোন অঞ্চলে সবচেয়ে ভালো হয়?
উত্তর: পাহাড়ি অঞ্চলে।
১২. আন্তর্জাতিক বাজারে কোন পণ্যের চাহিদা বেশি?
উত্তর: শিল্পপণ্য।
১৩. আদমজী জুট মিলস স্থাপিত হয় কত সালে?
উত্তর: ১৯৫১ সালে।
১৪. পারিবারিক পরিবেশে এবং পরিবারের সদস্যদের নিয়ে যে শিল্প গড়ে উঠে তাকে কোন ধরনের শিল্প বলা হয়?
উত্তর: কুটিরশিল্প।
১৫. বাংলাদেশের অপ্রচলিত রপ্তানি পণ্য কোনটি?
উত্তর: তৈরি ও হোসিয়ারি পোশাক।
১৬. তৈরি পোশাক সর্বপ্রথম রপ্তানি শুরু হয়-
উত্তর: ১৯৭৬ সালে।
১৭. কুটিরশিল্প থেকে অপেক্ষাকৃত বড় শিল্প হলো-
উত্তর: অতিক্ষুদ্র শিল্প।
১৮. বাংলাদেশ সরকার রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোকে কত সাল থেকে ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন?
উত্তর: ১৯৮৬ সাল থেকে।
১৯. তুলা কোন ধরনের দ্রব্য?
উত্তর: প্রাথমিক দ্রব্য।
লেখক : প্রভাষক
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা
কবীর