
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘গ’ ইউনিট- ব্যবসায় নীতি ও প্রয়োগ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯। বোনাস শেয়ার ইস্যু করা হয়-
(ক) স্টেকহোল্ডারদের মধ্যে
(খ) শেয়ারহোল্ডাদের মধ্যে
(গ) পরিচালকদের মধ্যে
(ঘ) ডিবেঞ্চার হোল্ডারদের মধ্যে
উত্তর: (খ) শেয়ারহোল্ডাদের মধ্যে।
১০। কোন ধরনের সমবায় সমিতির নামের শেষে ‘লিমিটেড’ শব্দটি ব্যবহার করা যায়?
(ক) বিমা সমবায় সমিতি
(খ) সসীম দায় সমবায় সমিতি
(গ) বহুমুখী সমবায় সমিতি
(ঘ) অসীম দায় সমবায় সমিতি
(ঙ) সমবায় ব্যাংক
উত্তর: (খ) সসীম দায় সমবায় সমিতি।
১১। নিয়ন্ত্রণের কোন পদক্ষেপটি পরিকল্পনার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত?
(ক) বিচ্যুতিগুলো নিরূপণ
(খ) আদর্শমান নির্ধারণ
(গ) প্রকৃত কার্যফলাফল পরিমাপন
(ঘ) বিচ্যুতির কারণ উদঘাটন
(ঙ) সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ
উত্তর: (খ) আদর্শমান নির্ধারণ।
১২। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়-
(ক) মূলধন (খ) প্রযুক্তি
(গ) ব্যবস্থাপনা (ঘ) দক্ষ শ্রমিক
(ঙ) বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ
উত্তর: (ঘ) দক্ষ শ্রমিক।
আরো পড়ুন : ‘গ’ ইউনিট, ব্যবসায় নীতি ও প্রযোগ বিষয়ের ৮টি প্রশ্নোত্তর, ৯ম পর্ব
১৩। কোনটি বিমা চুক্তির উপাদান নয়?
(ক) প্রস্তাব ও স্বীকৃতি
(খ) অনির্দিষ্টতা
(গ) স্বেচ্ছা সায়
(ঘ) আইনগত সম্পর্ক
(ঙ) একাধিক পক্ষ
উত্তর: (খ) অনির্দিষ্টতা।
১৪। জুলাই ২০০৬ সালে প্রকাশিত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে মুদ্রাস্ফীতির হার-
(ক) ৬.৭ (খ) ৬.৯
(গ) ৭.২ (ঘ) ৭.৬
(ঙ) ৭.৯
উত্তর: (ক) ৬.৭।
১৫। বর্তমানে বাংলাদেশে কয়টি বিদেশি জীবন বিমা কোম্পানি আছে?
(ক) ৩টি কোম্পানি (খ) ২টি কোম্পানি
(গ) ৫টি কোম্পানি (ঘ) ১টি কোম্পানি
(ঙ) ৪টি কোম্পানি
উত্তর: (ঘ) ১টি কোম্পানি।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর