
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘গ’ ইউনিট- ব্যবসায় নীতি ও প্রয়োগ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। কোনটি নেতৃত্ব দেওয়াকারীর গুণ নয়?
(ক) সততা
(খ) বুদ্ধিমত্তা
(গ) আত্মবিশ্বাস
(ঘ) নিজেকে সর্বদা নির্ভুল বিবেচনা করা
(ঙ) নমনীয়তা
উত্তর: (ঘ) নিজেকে সর্বদা নির্ভুল বিবেচনা করা।
২। ‘আমরা কোথায় আছি এবং কোথায় যেতে চাই’ এ দুইয়ের মাঝে সেতুবন্ধ রচনা করে-
(ক) স্টাফিং
(খ) নিয়ন্ত্রণ
(গ) পরিকল্পনা প্রণয়ন
(ঘ) নেতৃত্ব প্রদান
(ঙ) সংগঠন
উত্তর: (গ) পরিকল্পনা প্রণয়ন।
৩। নিচের কোনটি ঝুঁকি ব্যবস্থাপনার পদ্ধতি নয়?
(ক) ঝুঁকি গ্রহণ
(খ) ঝুঁকি প্রতিরোধ
(গ) ঝুঁকি বর্ধন
(ঘ) ঝুঁকি নিশ্চয়তা
(ঙ) ঝুঁকি বর্জন
উত্তর: (গ) ঝুঁকি বর্ধন।
৪। Espirit de Corps একটি-
(ক) লাতিন শব্দ (খ) গ্রিক শব্দ
(গ) জার্মান শব্দ (ঘ) রোমান শব্দ
(ঙ) ফরাসি শব্দ
উত্তর: (ঙ) ফরাসি শব্দ।
আরো পড়ুন : ‘গ’ ইউনিট, ব্যবসায় নীতি ও প্রযোগ বিষয়ের ৫টি প্রশ্নোত্তর, ১১তম পর্ব
৫। ‘টেবিল-এ’ কথাটি জড়িত-
(ক) পরিমেল নিয়মাবলির সঙ্গে
(খ) স্মারকলিপির সঙ্গে
(গ) বিবরণপত্রের সঙ্গে
(ঘ) অংশীদারি চুক্তির সঙ্গে
(ঙ) বিবরণপত্রের পরিবর্তে ব্যবহৃত বিবৃতির সঙ্গে
উত্তর: (ক) পরিমেল নিয়মাবলির সঙ্গে।
৬। সমবায় সমিতির একজন সদস্যের সর্বোচ্চ শেয়ার কেনার সীমা কত?
(ক) সীমা নেই (খ) ৬০০০ টাকা
(গ) মোট মূলধনের ১৫% (ঘ) মোট মূলধনের ২০%
(ঙ) মোট মূলধনের ২৫%
উত্তর: (ঘ) মোট মূলধনের ২০%।
৭। কোনটি স্থায়ী পরিকল্পনা?
(ক) বাজেট (খ) কর্মসূচি
(গ) প্রকল্প (ঘ) পলিসি
(ঙ) বিস্তারিত পরিকল্পনা
উত্তর: (ঘ) পলিসি।
৮। কোনটি একাধিপতি কারবারের বৈশিষ্ট্য নয়-
(ক) একক মালিকানা (খ) সীমিত দায়
(গ) একক সিদ্ধান্ত গ্রহণ (ঘ) ছোট আয়তন
(ঙ) সীমিত মূলধন
উত্তর: (খ) সীমিত দায়।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর