
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ব্যবসায় নীতি ও প্রয়োগ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম-
(ক) ফখরুদ্দীন আহমেদ
(খ) সালেহউদ্দিন আহমেদ
(গ) নূরুল ইসলাম
(ঘ) আহসান এইচ মনসুর
(ঙ) সাইফুর রহমান
উত্তর: (ঘ) আহসান এইচ মনসুর।
১০। নিচের কোনটি ব্যাংকের কাজ হিসেবে গণ্য হয় না?
(ক) আমানত গ্রহণ
(খ) ঝুঁকি গ্রহণ
(গ) ঋণদান
(ঘ) তহবিল স্থানান্তর
(ঙ) উপদেশ দান
উত্তর: (খ) ঝুঁকি গ্রহণ।
১১। ‘মুদ্রার প্রয়োজনে ব্যাংক এসেছে’ উক্তিটি কার?
(ক) অর্থনীতিবিদ হানা
(খ) অধ্যাপক ম্যাকলিড
(গ) অধ্যাপক ক্রাউথার
(ঘ) ড. মুহাম্মদ ইউনূস
(ঙ) অধ্যাপক অমর্ত্য সেন
উত্তর: (খ) অধ্যাপক ম্যাকলিড।
১২। কোনটি ব্যবসায়ের স্বল্পমেয়াদি অর্থসংস্থানের উৎস?
(ক) মালিকের নিজস্ব তহবিল
(খ) ঋণপত্র বিক্রয়
(গ) সরকারি অর্থসংস্থানকারী প্রতিষ্ঠান
(ঘ) অবলেখক
(ঙ) ব্যবসায় ঋণ
উত্তর: (ঙ) ব্যবসায় ঋণ।
১৩। পরিকল্পনার প্রথম ধাপ কোনটি?
(ক) সুযোগ সুবিধা শনাক্তকরণ করা
(খ) লক্ষ্য নির্ধারণ করা
(গ) তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা
(ঘ) বিকল্প কর্মপন্থা নির্ধারণ করা
(ঙ) সর্বশ্রেষ্ঠ বিকল্প নির্বাচন করা
উত্তর: (ক) সুযোগ-সুবিধা শনাক্তকরণ করা।
১৪। ব্যাংকের যে হিসাব খুলতে কোনো পরিচিতির প্রয়োজন হয় না, তা হলো-
(ক) চলতি হিসাব
(খ) সঞ্চয়ী হিসাব
(গ) স্থায়ী হিসাব
(ঘ) বিশেষ চলতি হিসাব
(ঙ) গৃহসঞ্চয়ী হিসাব
উত্তর: (গ) স্থায়ী হিসাব।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর