
দ্বিতীয় অধ্যায় : পৃথিবীর গঠন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। ভূত্বকের গড় গভীরতা কত কিলোমিটার?
ক) ৭ কিলোমিটার খ) ১৭ কিলোমিটার
গ) ২৭ কিলোমিটার ঘ) ৩৭ কিলোমিটার
২। মহাদেশীয় ভূভাগজুড়ে বহিরাবরণ হিসেবে ভূপৃষ্ঠের কোন স্তর বিদ্যমান?
ক) সিমা স্তর খ) সিয়াল স্তর
গ) অলিভিন স্তর ঘ) সেফিক স্তর
৩। সিয়াল ও সিমার মধ্যে বিভাজনকারী রেখার নাম কী?
ক) কনরাড বিযুক্তি খ) গুটেনবার্গ বিযুক্তি
গ) সনোরা লাইন ঘ) মোহোবিযুক্তি
৪। পৃথিবীর উপরিভাগে একটি কঠিন পাতলা আবরণ সৃষ্টি হয়-
i. তাপ বিকিরণ করে তরল হয়ে
ii. জমাট বেঁধে
iii. উপরিভাগের চাপের কারণে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫। অশ্মমণ্ডল ও গুরুমণ্ডল বিচ্ছেদকারী তলকে কী বলে?
ক) কনরাড বিযুক্তি খ) মোহো বিযুক্তি
গ) উইচার্ট বিযুক্তি ঘ) গুটেনবার্গ বিযুক্তি
৬। কেন্দ্রমণ্ডল উত্তপ্ত হলেও চাপের প্রভাবে এ স্তরের উপাদানগুলো কী অবস্থায় রয়েছে?
ক) স্থিতিস্থাপক ও চটচটে খ) তরল ও দ্রবণীয়
গ) বাষ্পীয় ও উদ্বায়ী ঘ) কঠিন ও চটচটে
আরো পড়ুন : প্রাকৃতিক ভূগোল অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৪র্থ পর্ব
৭। অশ্মমণ্ডল কোন দুটি স্তরে বিভক্ত?
ক) সিমা ও ক্রোফেসিমা খ) সিয়াল ও সিমা
গ) নিফেমিয়া ও সিমা ঘ) নিফেসিমা ও ক্রোফেসিমা
৮। গুরুমণ্ডল গঠনকারী উপাদানগুলোর মধ্যে রয়েছে-
i. সিলিকন ii. অ্যালুমিনিয়াম
iii. ম্যাগনেশিয়াম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৯। জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত?ss
ক) ভঙ্গিল খ) ক্ষয়জাত
গ) সঞ্চয়জাত ঘ) ল্যাকোলিথ
১০। পামির মালভূমি কোন মহাদেশে অবস্থিত?
ক) অস্ট্রেলিয়া খ) আফ্রিকা
গ) ইউরোপ ঘ) এশিয়া
১১। হিমালয় কোন ধরনের পর্বত?
ক) ভঙ্গিল খ) আগ্নেয়
গ) চ্যুতি স্তূপ ঘ) ক্ষয়জাত
উত্তর: ১. খ, ২. খ, ৩. ক, ৪. ক, ৫. খ, ৬. ক, ৭. খ, ৮. খ, ৯. গ, ১০. ঘ, ১১. ক।
লেখক : প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর