
নাটক : বহিপীর
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
৩০। বহিপীরের প্রথম স্ত্রীর ইন্তেকাল হয় কত বছর আগে?
উত্তর: বহিপীরের প্রথম স্ত্রীর ইন্তেকাল হয় ১৪ বছর আগে।
৩১। বহিপীরের মতে শিক্ষাদীক্ষার গাফিলতি হলে দোষটা কার ঘাড়ে পড়ে?
উত্তর: বহিপীরের মতে শিক্ষাদীক্ষার গাফিলতি হলে দোষটা মা-বাবার ঘাড়েই পড়ে।
৩২। খোদেজার মতে বিয়ে হলো কীসের কথা?
উত্তর: খোদেজার মতে বিয়ে হলো তকদিরের কথা।
৩৩। খোদেজার মতে, কার সঙ্গে বিয়ে হওয়া খারাপ কথা না?
উত্তর: খোদেজার মতে, পীরের সঙ্গে বিয়ে হওয়া খারাপ কথা না।
৩৪। বকরি ঈদ মানে কী?
উত্তর: বকরি ঈদ মানে কোরবানির ঈদ।
৩৫। বহিপীর সারা জীবন কাদের মঙ্গল কামনা করেছেন?
উত্তর: বহিপীর সারা জীবন মুরিদদের মঙ্গল কামনা করেছেন।
৩৬। ‘বহিপীর’ নাটকে কে সাঁতার জানে না?
উত্তর: ‘বহিপীর’ নাটকে তাহেরা সাঁতার জানে না।
৩৭। বহিপীর কাকে বাবা বলে সম্বোধন করেন?
উত্তর: বহিপীর হাশেমকে বাবা বলে সম্বোধন করেন।
৩৮। কার মতে তাহেরার লজ্জা-শরম নেই?
উত্তর: খোদেজার মতে তাহেরার লজ্জা-শরম নেই।
৩৯। হাতেম আলির বাল্যবন্ধুর নাম কী?
উত্তর: হাতেম আলির বাল্যবন্ধুর নাম আনোয়ার উদ্দিন।
৪০। কী হারালে হাতেম আলির পরিবার দেউলে হবে?
উত্তর: জমিদারি হারালে হাতেম আলির পরিবার দেউলে হবে।
৪১। জুমার রাতে বহিপীরের সঙ্গে কার বিয়ে হয়?
উত্তর: জুমার রাতে বহিপীরের সঙ্গে তাহেরার বিয়ে হয়।
৪২। বহিপীর তাহেরাকে খুঁজতে কোথায় গিয়েছিলেন?
উত্তর: বহিপীর তাহেরাকে খুঁজতে কদমতলা গিয়েছিলেন।
৪৩। বহিপীরের মতে কারা পেটের কথা চেপে রাখতে পারে না?
উত্তর: বহিপীরের মতে স্ত্রীলোক পেটের কথা চেপে রাখতে পারে না।
৪৪। তাহেরাকে বাঁচাতে হাশেম প্রয়োজনে কী করবে?
উত্তর: তাহেরাকে বাঁচাতে হাশেম প্রয়োজনে তাকে বিয়ে করবে।
আরো পড়ুন : বহিপীর নাটকের ২৯টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব
৪৫। জমিদার কার আগমনের অপেক্ষা করছিলেন?
উত্তর: জমিদার বাল্যবন্ধু আনোয়ার উদ্দিনের আগমনের অপেক্ষা করছিলেন।
৪৬। হাশেমের মতে বার্তাবাহককে কী হতে হয়?
উত্তর: হাশেমের মতে বার্তাবাহককে দলহীন হতে হয়।
৪৭। ‘বহিপীর’ নাটকে কে সাবধানি লোক?
উত্তর: ‘বহিপীর’ নাটকে পীর সাহেব সাবধানি লোক।
৪৮। বহিপীর কাকে পুলিশ ডাকতে বলল?
উত্তর: বহিপীর হকিকুল্লাহকে পুলিশ ডাকতে বলল।
৪৯। বিবির গায়ে হাত দেওয়ার জন্য বহিপীর কাকে মানা করলেন?
উত্তর: বিবির গায়ে হাত দেওয়ার জন্য বহিপীর হাশেমকে মানা করলেন।
৫০। কে বহিপীরের ঘাড়ের ওপর জিবরাইলের মতো দাঁড়িয়ে আছে?
উত্তর: হকিকুল্লাহ বহিপীরের ঘাড়ের ওপর জিবরাইলের মতো দাঁড়িয়ে আছে।
৫১। হাশেম তাহেরার কোথায় ব্যথা দিয়েছে?
উত্তর: হাশেম তাহেরার বাম বাহুতে ব্যথা দিয়েছে।
৫২। হাতেম আলি শহরে এসেছে কী রক্ষা করতে?
উত্তর: হাতেম আলি শহরে এসেছে জমিদারি রক্ষা করতে।
৫৩। হাশেম কার কথা ভেবে কাঁদল?
উত্তর: হাশেম তার বাবার কথা ভেবে কাঁদল।
৫৪। ‘বহিপীর’ নাটকে খোদা কার দিলে রুহানি শক্তি দিয়েছেন বলে উল্লেখ আছে?
উত্তর: ‘বহিপীর’ নাটকে খোদা বহিপীরের দিলে রুহানি শক্তি দিয়েছেন বলে উল্লেখ আছে।
৫৫। বহিপীরের মতে কে জীবনে স্নেহ-মমতা পায়নি?
উত্তর: বহিপীরের মতে তাহেরা জীবনে স্নেহ-মমতা পায়নি।
৫৬। কার মতে বহিপীর অনেক নেক মানুষ?
উত্তর: খোদেজার মতে বহিপীর অনেক নেক মানুষ।
৫৭। বহিপীরের পিঠ টিপে দেয় কে?
উত্তর: বহিপীরের পিঠ টিপে দেয় হকিকুল্লাহ।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর